ETV Bharat / city

Recruitment Scam : চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, তৃণমূল বিধায়ককে তলব রাজ্য পুলিশের - Bengal Anti Corruption Branch

নদিয়ার তেহট্টের বিধায়ক তৃণমূলের তাপস সাহা ৷ তাঁর নাম করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ সেই সংক্রান্ত মামলার তদন্তে তাপস সাহাকে তলব করল রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা (Bengal Police Summons TMC MLA Tapas Saha for Recruitment Scam Investigation) ৷

Bengal Police Summons TMC MLA Tapas Saha for Recruitment Scam Investigation
Recruitment Scam : চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগ, তৃণমূল বিধায়ককে তলব রাজ্য পুলিশের
author img

By

Published : Jul 14, 2022, 8:21 PM IST

কলকাতা, 14 জুলাই : গত কয়েক বছরে একাধিক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরের অভিযুক্ত নেতাদের ৷ কিন্তু এবার প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্তে শাসক দলের এক বিধায়ককে তলব করল রাজ্য পুলিশ ৷

বৃহস্পতিবার বিষয়টি সামনে আসে ৷ ওই বিধায়কের নাম তাপস সাহা (TMC MLA Tapas Saha) ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি নদিয়ার তেহট্ট থেকে জিতেছেন ৷ তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ তাঁকে তলব করেছে রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা (Bengal Anti Corruption Branch) ৷ মঙ্গলবার সকাল 11টার মধ্যে তাঁকে কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণে হাজির হতে বলা হয়েছে ৷ সেখানেই আর্থিক দুর্নীতি দমন শাখার অফিস রয়েছে ৷

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, টাকার বিনিময় প্রাথমিক (Recruitment Scam)-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে বেশ কয়েক বছর ধরে অভিযোগ ওঠে ৷ রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয় ৷ তার পর সব অভিযোগ নিয়ে তদন্তে নামে আর্থিক দুর্নীতি দমন শাখা ৷ গ্রেফতার করা হয় তিনজনকে ৷ সেই তিনজনের মধ্যে একজন প্রবীর কয়াল ৷ তিনি তৃণমূল বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়ক ৷ যদিও তাপস সাহা দাবি করেছিলেন, প্রবীর কয়াল তাঁর আপ্ত সহায়ক নয় ৷

গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে যে তাপস সাহার নাম করেই যুবক-যুবতীদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল ৷ সেই কারণেই তাপস সাহাকে তলব করা হয়েছে ৷ তাঁর নাম করে যে টাকা নেওয়া হয়েছিল, এই বিষয়ে তিনি কিছু জানেন কি না, সেটাই তদন্তকারীরা জানতে চান ৷

আরও পড়ুন : Sukanta Majumdar: কয়লাপাচারের তদন্তের জাল গুটিয়ে এনেছে সিবিআই, দাবি সুকান্তর

কলকাতা, 14 জুলাই : গত কয়েক বছরে একাধিক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরের অভিযুক্ত নেতাদের ৷ কিন্তু এবার প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্তে শাসক দলের এক বিধায়ককে তলব করল রাজ্য পুলিশ ৷

বৃহস্পতিবার বিষয়টি সামনে আসে ৷ ওই বিধায়কের নাম তাপস সাহা (TMC MLA Tapas Saha) ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে তিনি নদিয়ার তেহট্ট থেকে জিতেছেন ৷ তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ৷ তাঁকে তলব করেছে রাজ্য পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা (Bengal Anti Corruption Branch) ৷ মঙ্গলবার সকাল 11টার মধ্যে তাঁকে কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণে হাজির হতে বলা হয়েছে ৷ সেখানেই আর্থিক দুর্নীতি দমন শাখার অফিস রয়েছে ৷

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, টাকার বিনিময় প্রাথমিক (Recruitment Scam)-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে বেশ কয়েক বছর ধরে অভিযোগ ওঠে ৷ রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয় ৷ তার পর সব অভিযোগ নিয়ে তদন্তে নামে আর্থিক দুর্নীতি দমন শাখা ৷ গ্রেফতার করা হয় তিনজনকে ৷ সেই তিনজনের মধ্যে একজন প্রবীর কয়াল ৷ তিনি তৃণমূল বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়ক ৷ যদিও তাপস সাহা দাবি করেছিলেন, প্রবীর কয়াল তাঁর আপ্ত সহায়ক নয় ৷

গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে যে তাপস সাহার নাম করেই যুবক-যুবতীদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল ৷ সেই কারণেই তাপস সাহাকে তলব করা হয়েছে ৷ তাঁর নাম করে যে টাকা নেওয়া হয়েছিল, এই বিষয়ে তিনি কিছু জানেন কি না, সেটাই তদন্তকারীরা জানতে চান ৷

আরও পড়ুন : Sukanta Majumdar: কয়লাপাচারের তদন্তের জাল গুটিয়ে এনেছে সিবিআই, দাবি সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.