ETV Bharat / city

ডিটেনশন ক্যাম্পে বাঙালির মৃত্যু, বুধবার অসম ভবন অবরোধের ডাক

author img

By

Published : Oct 22, 2019, 3:01 AM IST

অসমের ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হয়েছিল 'বিদেশি' দুলাল দাসের ৷ তাঁর দেহ নিতে অস্বীকার করে পরিবার ৷ এবার তারই প্রতিবাদে কলকাতায় অসম ভবনে অবরোধ কর্মসূচির ডাক দিল একটি সংগঠন ৷

ডিটেনশন ক্যাম্পে বাঙালির মৃত্যু, বুধবার অসম ভবন অবরোধের ডাক

কলকাতা, 22 অক্টোবর: অসমের ডিটেনশন ক্যাম্পে মৃত্যুর প্রতিবাদে এবার সরব হল বাংলা । 23 অক্টোবর কলকাতার অসম ভবন অবরোধের ডাক দিল বাঙালি সংগঠন 'বাংলা ভাষা চেতনা সমিতি'। জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে আন্দোলনে যুক্ত হওয়ার ডাক দিল এই সংগঠন ।

গত 13 অক্টোবর ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হয়েছে অসমের তেজপুর এলাকার শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি অঞ্চলের আলাশিঙ্গি গ্রামের দুলাল পালের । জানা গেছে, 62 বছরের মৃত দুলাল পাল গত দু'বছর ধরে বন্দি ডিটেনশন ক্যাম্পে । অভিযোগ আনা হয়েছিল, দুলাল পাল নাকি বাংলাদেশি । দুলাল পালের দুই সন্তান অসম সরকারকে জানিয়ে দেয়, বাবার মৃতদেহ নেবেন না তাঁরা । দুলাল পাল বাংলাদেশি হলে তাঁর দেহ বাংলাদেশ পাঠিয়ে দিক সরকার।

image
অভিযোগ আনা হয়েছিল, দুলাল পাল নাকি বাংলাদেশি । দুলাল পালের দুই সন্তান অসম সরকারকে জানিয়ে দেয়, বাবার মৃতদেহ নেবেন না তাঁরা । দুলাল পাল বাংলাদেশি হলে তাঁর দেহ বাংলাদেশ পাঠিয়ে দিক সরকার।

প্রায় 9 দিন ধরে মর্গে রয়েছে দুলাল পালের মৃতদেহ । এ প্রসঙ্গে ভাষা চেতনা সমিতির তরফে ড. ইমানুল হক বলেন, ''দলাদলি ভুলে একজোট না হলে বাঙালি আবার বাস্তুহারা হবে । হিন্দু-মুসলমান-বৌদ্ধ খ্রিস্টান-সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে হবে ।''

সংগঠনের তরফে বলা হয়েছে, 'দুলাল পালের দুই পুত্র লড়াই করছেন মোদি সরকারের নীতির বিরুদ্ধে । 2014 সালে মোদি অসমে বলেছিলেন, ''ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেব । তা তো হয়নি, বরং 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে ডিটেনশন ক্যাম্প বানাতে । অমিত শাহ বলেছেন, মহারাষ্ট্র কর্ণাটক সহ সারা দেশে ডিটেনশন ক্যাম্প হচ্ছে । এই ইশুর প্রেক্ষিতেই বুধবার কলকাতার অসম ভবন অবরোধ ও NRC ইশুতে প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে ।'

কলকাতা, 22 অক্টোবর: অসমের ডিটেনশন ক্যাম্পে মৃত্যুর প্রতিবাদে এবার সরব হল বাংলা । 23 অক্টোবর কলকাতার অসম ভবন অবরোধের ডাক দিল বাঙালি সংগঠন 'বাংলা ভাষা চেতনা সমিতি'। জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে আন্দোলনে যুক্ত হওয়ার ডাক দিল এই সংগঠন ।

গত 13 অক্টোবর ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হয়েছে অসমের তেজপুর এলাকার শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি অঞ্চলের আলাশিঙ্গি গ্রামের দুলাল পালের । জানা গেছে, 62 বছরের মৃত দুলাল পাল গত দু'বছর ধরে বন্দি ডিটেনশন ক্যাম্পে । অভিযোগ আনা হয়েছিল, দুলাল পাল নাকি বাংলাদেশি । দুলাল পালের দুই সন্তান অসম সরকারকে জানিয়ে দেয়, বাবার মৃতদেহ নেবেন না তাঁরা । দুলাল পাল বাংলাদেশি হলে তাঁর দেহ বাংলাদেশ পাঠিয়ে দিক সরকার।

image
অভিযোগ আনা হয়েছিল, দুলাল পাল নাকি বাংলাদেশি । দুলাল পালের দুই সন্তান অসম সরকারকে জানিয়ে দেয়, বাবার মৃতদেহ নেবেন না তাঁরা । দুলাল পাল বাংলাদেশি হলে তাঁর দেহ বাংলাদেশ পাঠিয়ে দিক সরকার।

প্রায় 9 দিন ধরে মর্গে রয়েছে দুলাল পালের মৃতদেহ । এ প্রসঙ্গে ভাষা চেতনা সমিতির তরফে ড. ইমানুল হক বলেন, ''দলাদলি ভুলে একজোট না হলে বাঙালি আবার বাস্তুহারা হবে । হিন্দু-মুসলমান-বৌদ্ধ খ্রিস্টান-সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালাতে হবে ।''

সংগঠনের তরফে বলা হয়েছে, 'দুলাল পালের দুই পুত্র লড়াই করছেন মোদি সরকারের নীতির বিরুদ্ধে । 2014 সালে মোদি অসমে বলেছিলেন, ''ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেব । তা তো হয়নি, বরং 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে ডিটেনশন ক্যাম্প বানাতে । অমিত শাহ বলেছেন, মহারাষ্ট্র কর্ণাটক সহ সারা দেশে ডিটেনশন ক্যাম্প হচ্ছে । এই ইশুর প্রেক্ষিতেই বুধবার কলকাতার অসম ভবন অবরোধ ও NRC ইশুতে প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে ।'

Intro:কলকাতা, ২১ অক্টোবর: অসমের ডিটেনশন ক্যাম্পে মৃত্যুর প্রতিবাদে এবারে সরব বাংলা। ২৩ অক্টোবর কলকাতার অসম ভবন অবরোধের ডাক দিল বাঙালি সংগঠন 'বাংলা ভাষা চেতনা সমিতি'। জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে আন্দোলনে শামিল হওয়ার ডাক দিল বিশেষ এই প্রতিবাদী সংগঠন।






Body:গত ১৩ অক্টোবর ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হয়েছে অসমের তেজপুর এলাকার শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি অঞ্চলের আলাশিঙ্গি গ্রামের দুলাল পালের। জানা গেছে, ৬২ বছরের মৃত দুলাল পাল গত দু বছর ধরে বন্দি ডিটেনশন ক্যাম্পে। অভিযোগ, দুলাল পাল বাংলাদেশি। দুলাল পালের দুই সাহসী সন্তান অসম সরকারকে জানিয়ে দিয়েছেন, বাবার মৃতদেহ নেবেন না তাঁরা। দুলাল পাল বাংলাদেশি হলে তাঁর দেহ বাংলাদেশ পাঠিয়ে দিক সরকার। এমতাবস্তায় প্রায় ৯ দিন যাবত মর্গে পচছে দুলাল পালের মৃতদেহ। এ প্রসঙ্গে ভাষা চেতনা সমিতি'র পক্ষে ড. ইমানুল হক বলেন, দলাদলি গোষ্ঠীবাজি ভুলে একজোট না হলে বাঙালি আবার উদ্বাস্তু হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান-- সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই চলতে হবে। দুলাল পালের দু'জন অল্পবয়সী ছেলে লড়াই করছেন মোদি সরকারের অমানবিক নীতির বিরুদ্ধে। বর্তমান সরকার ২০১৪ এ মোদি আসামে বলেছিলেন, ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেব। উল্টে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে ডিটেনশন ক্যাম্প বানাতে। অমিত শাহ বলেছেন, মহারাষ্ট্র কর্ণাটকসহ সারা দেশে ডিটেনশন ক্যাম্প হচ্ছে। বুধবার কলকাতার অসম ভবন অবরোধের জোরাল প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.