ETV Bharat / city

তৃণমূল ও পুলিশের ভূমিকায় বাংলা লজ্জিত : বিজয়বর্গীয় - JP Nadda convoy attack

জে পি নাড্ডার উপর হামলার ঘটনাকে দুর্ভাগ্য়জনক বলে মন্তব্য় করেন কৈলাস বিজয়বর্গীয় । বলেন, গণতান্ত্রিক পরিকাঠামোয় কখনও এমন রাজনৈতিক হামলা হয়নি ।

exclusive-bengal-is-ashamed-of-tmcs-police-attitude-says-kailash-vijayvargiya
তৃণমূল কংগ্রেস এবং পুলিশের ভূমিকা লজ্জাজনক : বিজয়বর্গী
author img

By

Published : Dec 11, 2020, 7:44 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : পরিকল্পিতভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা করিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় । টেলিফোনে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় । বলেন, জে পি নাড্ডা ডায়মন্ড হারবারে মৎস্য়জীবীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন । কেন্দ্রের তরফে পাঠানো আমফানের ক্ষতিপূরণ তাঁরা পেয়েছেন কি না, তা জানতেই সেখানে গিয়েছিলেন তিনি ।

তাঁর অভিযোগ, আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্য়ের জন্য় কেন্দ্রের দেওয়া 2 হাজার 200 কোটি টাকা তহবিল তছরুপ করা হয়েছে । ক্ষতিগ্রস্তদের কাছে সেই টাকা পৌঁছায়নি । সেই টাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের পকেটে ঢুকেছে । এমনকী কলকাতা হাইকোর্টের তরফেও টাকার বণ্টন নিয়ে তথ্য় চাওয়া হয়েছিল । দলের সভাপতির উপর হামলার ঘটনাকে দুর্ভাগ্য়জনক বলে মন্তব্য় করেছেন তিনি । বলেন, গণতান্ত্রিক পরিকাঠামোয় কখনও এমন রাজনৈতিক হামলা কোনওদিন হয়নি । তিনি এও অভিযোগ করেন, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর দল তৃণমূল এই হামলার ঘটনাকে সমর্থন করেছে । যা আরও হতাশাজনক ।

তৃণমূল ও পুলিশের ভূমিকায় বাংলা লজ্জিত : বিজয়বর্গীয়

আরও পড়ুন : নাড্ডার সঙ্গে অপরাধী ছিল, অভিযোগ তৃণমূলের

তৃণমূল নেত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "তৃণমূল সরকার ও রাজ্য় পুলিশের ভূমিকায় গোটা বাংলা লজ্জিতবোধ করছে । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।" রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বলেন, সেখানে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই ।

কলকাতা, 11 ডিসেম্বর : পরিকল্পিতভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা করিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় । টেলিফোনে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় । বলেন, জে পি নাড্ডা ডায়মন্ড হারবারে মৎস্য়জীবীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন । কেন্দ্রের তরফে পাঠানো আমফানের ক্ষতিপূরণ তাঁরা পেয়েছেন কি না, তা জানতেই সেখানে গিয়েছিলেন তিনি ।

তাঁর অভিযোগ, আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্য়ের জন্য় কেন্দ্রের দেওয়া 2 হাজার 200 কোটি টাকা তহবিল তছরুপ করা হয়েছে । ক্ষতিগ্রস্তদের কাছে সেই টাকা পৌঁছায়নি । সেই টাকা তৃণমূল কংগ্রেসের কর্মীদের পকেটে ঢুকেছে । এমনকী কলকাতা হাইকোর্টের তরফেও টাকার বণ্টন নিয়ে তথ্য় চাওয়া হয়েছিল । দলের সভাপতির উপর হামলার ঘটনাকে দুর্ভাগ্য়জনক বলে মন্তব্য় করেছেন তিনি । বলেন, গণতান্ত্রিক পরিকাঠামোয় কখনও এমন রাজনৈতিক হামলা কোনওদিন হয়নি । তিনি এও অভিযোগ করেন, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং তাঁর দল তৃণমূল এই হামলার ঘটনাকে সমর্থন করেছে । যা আরও হতাশাজনক ।

তৃণমূল ও পুলিশের ভূমিকায় বাংলা লজ্জিত : বিজয়বর্গীয়

আরও পড়ুন : নাড্ডার সঙ্গে অপরাধী ছিল, অভিযোগ তৃণমূলের

তৃণমূল নেত্রীকে আক্রমণ করে তিনি বলেন, "তৃণমূল সরকার ও রাজ্য় পুলিশের ভূমিকায় গোটা বাংলা লজ্জিতবোধ করছে । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।" রাজ্য়ের আইনশৃঙ্খলা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বলেন, সেখানে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.