ETV Bharat / city

Kurmi Agitation: কুড়মি সমস্যা নিয়ে কেন্দ্রীয় আদিবাসী দফতরের সচিবকে চিঠি নবান্নের - কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রক

কুড়মিদের সমস্যা (Kurmi Agitation) নিয়ে কেন্দ্রীয় আদিবাসী দফতরের সচিবকে (Ministry of tribal affairs) চিঠি দিল নবান্ন ৷ কুড়মিদের দাবিমতো তাঁদের তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছে সেই চিঠিতে ৷

Bengal Govt sends letter to central ministry of tribal affairs over Kurmi community demand
কুর্মিদের সমস্যা নিয়ে কেন্দ্রীয় আদিবাসী দফতরের সচিবকে চিঠি নবান্নের
author img

By

Published : Sep 23, 2022, 7:29 PM IST

Updated : Sep 23, 2022, 8:58 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কুড়মি সম্প্রদায়ের (Kurmi Agitation) বিক্ষোভে ব্যাহত জনজীবন ৷ তাঁদের দাবি পূরণে ফের সচেষ্ট হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ কুড়মিদের তফশিলি উপজাতিভুক্ত করার দাবির কথা চিঠি দিয়ে আগেও একবার কেন্দ্রকে জানিয়েছিল রাজ্য সরকার ৷ কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রককে চিঠি দিয়ে কুড়মিদের দাবিপূরণের জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আবারও কেন্দ্রকে চিঠি দিয়ে সে কথা মনে করিয়ে দিল নবান্ন ৷ অবিলম্বে কুড়মিদের দাবিমতো যাতে তাঁদের তফশিলি উপজাতিভুক্ত করা হয়, সেই আর্জি জানানো হয়েছে চিঠিতে (Ministry of tribal affairs)৷

কেন্দ্রীয় আদিবাসী দফতরের সচিব অনিল কুমার ঝাকে চিঠিটি লিখেছেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনসল ৷ সেই চিঠির সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিদের দাবি সম্বলিত একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে ৷ সেই চিঠিতে রাজ্যের তফশিলি উপজাতিভুক্ত তালিকায় কুড়মিদের স্থান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকার তাদের চিঠিতে দাবি করেছে যে, 2018 সালের 13 ফেব্রুয়ারি এই সংক্রান্ত আরও একটি চিঠি কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রককে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিতেও কুড়মিদের তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছিল ৷ তবে তার কোনও জবাব বা এ বিষয়ে কেন্দ্রের মতামত রাজ্যের কাছে এসে পৌঁছয়নি বলে চিঠিতে দাবি করা হয়েছে ৷ বিষয়টির গুরুত্ব বিচার করে এই নিয়ে পুনর্বিবেচনা ও প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য ফের কেন্দ্রের কাছে আর্জি জানানো হচ্ছে বলে চিঠিতে জানিয়েছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: আদিবাসী বিক্ষোভের জেরে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের 18টি দূরপাল্লার ট্রেন

জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি, তাঁদের সিডিউল ট্রাইব অর্থাৎ তফশিলি উপজাতির তালিকাভুক্ত করতে হবে । সেই দাবিকে সামনে রেখেই আন্দোলনে নেমেছেন এই সম্প্রদায়ের মানুষেরা । রাজ্য সরকারের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের আদিবাসী মন্ত্রককে অনুরোধ করা হয়েছে, ওই নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের দাবি-দাওয়াকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক । গত কয়েকদিন ধরে এই দাবিতে কুড়মি সম্প্রদায়ের দফায় দফায় বিক্ষোভ চলছে । পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ । এই কারণেই ওই রেললাইনে ট্রেন যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ । একাধিক ট্রেন বাতিলও হয়ে গিয়েছে ।

কলকাতা, 23 সেপ্টেম্বর: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কুড়মি সম্প্রদায়ের (Kurmi Agitation) বিক্ষোভে ব্যাহত জনজীবন ৷ তাঁদের দাবি পূরণে ফের সচেষ্ট হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ কুড়মিদের তফশিলি উপজাতিভুক্ত করার দাবির কথা চিঠি দিয়ে আগেও একবার কেন্দ্রকে জানিয়েছিল রাজ্য সরকার ৷ কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রককে চিঠি দিয়ে কুড়মিদের দাবিপূরণের জন্য অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আবারও কেন্দ্রকে চিঠি দিয়ে সে কথা মনে করিয়ে দিল নবান্ন ৷ অবিলম্বে কুড়মিদের দাবিমতো যাতে তাঁদের তফশিলি উপজাতিভুক্ত করা হয়, সেই আর্জি জানানো হয়েছে চিঠিতে (Ministry of tribal affairs)৷

কেন্দ্রীয় আদিবাসী দফতরের সচিব অনিল কুমার ঝাকে চিঠিটি লিখেছেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনসল ৷ সেই চিঠির সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের প্রতিনিধিদের দাবি সম্বলিত একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে ৷ সেই চিঠিতে রাজ্যের তফশিলি উপজাতিভুক্ত তালিকায় কুড়মিদের স্থান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকার তাদের চিঠিতে দাবি করেছে যে, 2018 সালের 13 ফেব্রুয়ারি এই সংক্রান্ত আরও একটি চিঠি কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রককে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিতেও কুড়মিদের তফশিলি উপজাতি তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছিল ৷ তবে তার কোনও জবাব বা এ বিষয়ে কেন্দ্রের মতামত রাজ্যের কাছে এসে পৌঁছয়নি বলে চিঠিতে দাবি করা হয়েছে ৷ বিষয়টির গুরুত্ব বিচার করে এই নিয়ে পুনর্বিবেচনা ও প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য ফের কেন্দ্রের কাছে আর্জি জানানো হচ্ছে বলে চিঠিতে জানিয়েছে রাজ্য সরকার ৷

আরও পড়ুন: আদিবাসী বিক্ষোভের জেরে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের 18টি দূরপাল্লার ট্রেন

জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি, তাঁদের সিডিউল ট্রাইব অর্থাৎ তফশিলি উপজাতির তালিকাভুক্ত করতে হবে । সেই দাবিকে সামনে রেখেই আন্দোলনে নেমেছেন এই সম্প্রদায়ের মানুষেরা । রাজ্য সরকারের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে কেন্দ্রীয় সরকারের আদিবাসী মন্ত্রককে অনুরোধ করা হয়েছে, ওই নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের দাবি-দাওয়াকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক । গত কয়েকদিন ধরে এই দাবিতে কুড়মি সম্প্রদায়ের দফায় দফায় বিক্ষোভ চলছে । পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ । এই কারণেই ওই রেললাইনে ট্রেন যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ । একাধিক ট্রেন বাতিলও হয়ে গিয়েছে ।

Last Updated : Sep 23, 2022, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.