কলকাতা, 25 অগস্ট: সরকারের চোখের আলো (Chokher Alo) কর্মসূচিকে সফল করতে এ বার আশা কর্মীদের উৎসাহ ভাতা দেবে রাজ্য (Bengal govt)। এক্ষেত্রে আশা কর্মীদের মোটিভেটার বা মোবিলাইজার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফলে আশা কর্মীদের (Asha workers) সর্বোচ্চ 350 টাকা পর্যন্ত উত্সাহ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন ।
রাজ্য সরকারি প্রকল্প চোখের আলো চালু হলেও এ বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে তেমন সাড়া মিলছে না । স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্টেই জানা গিয়েছে, 14টি জেলা ও স্বাস্থ্য জেলায় এই কর্মসূচিতে লক্ষ্যমাত্রার 50 শতাংশও পূরণ হয়নি । যা লক্ষ্যমাত্রা ছিল মালদায় তার মাত্র তিন শতাংশ ও পুরুলিয়ায় চার শতাংশ ছানি অপারেশন শিবির হয়েছে । আলিপুরদুয়ার, কালিম্পং ও উত্তর দিনাজপুরে চিত্রটা তুলনায় একটু ভালো হলেও শিবিরের লক্ষ্যমাত্রা 20 শতাংশ পেরোয়নি । আর সে কারণেই উৎসাহ ভাতা দিয়ে আশা কর্মীদের এই প্রকল্পে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার ।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের মতো অবসরকালীন সুযোগসুবিধা পাবেন জিটিএ কর্মীরাও, ঘোষণা নবান্নের
কী এই 'চোখের আলো' কর্মসূচি ?
ন্যাশনাল কন্ট্রোল অব ব্লাইন্ডনেস ইন ইন্ডিয়ার কর্মসূচি 'চোখের আলো'। রাজ্যে তা বাস্তবায়ন করে রাজ্য সরকার । এই প্রকল্পে 6 থেকে 18 বছর এবং 45 বছরের ঊর্ধ্বের সবার জন্য বিনা পয়াসায় চোখের চিকিত্সার ব্যবস্থা করেছে রাজ্য সরকার । সেই প্রকল্পে এ বার সহযোগী হিসাবে কাজ করবেন রাজ্যের আশা কর্মীরা । এ ক্ষেত্রে যদি রোগীকে একবারের বেশি সঙ্গে করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করাতে হয়, সেক্ষেত্রে মিলবে বাড়তি অর্থ । নবান্নের দেওয়া তথ্য অনুসারে, চোখ অপারেশনের পর কোনও রোগীকে একাধিকবার চিকিত্সকের কাছে আনতে হলে রোগী পিছু 150 টাকা পর্যন্ত দেওয়া হবে আশা কর্মীদের ।