কলকাতা, 22 সেপ্টেম্বর : রাজ্যের সরকারি কর্মচারীদের (Bengal Government Employees) জন্য সুখবর । উৎসবের মরশুমে রয়েছে টানা ছুটি । তাই রাজ্যের সরকারি কর্মচারীদের মিলবে আগাম বেতন । নবান্ন সূত্রে যতটুকু জানা গিয়েছে, তাতে একই সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও । শুধু তাই নয় লক্ষ্মীর ভান্ডার-সহ অন্যান্য ভাতার অর্থও এবার আগেভাগেই অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে জানা যাচ্ছে ।
এবার দুর্গা পুজো (Durga Puja) পড়েছে মাস পহেলাতেই । আগামী 30 তারিখ থেকেই লম্বা ছুটি পড়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের (Puja Vacation) । তাই নবান্ন সূত্রে খবর, এবার সরকারি কর্মচারীদের বেতন মিলতে পারে চলতি মাসের 28 তারিখেই । আর যতদূর জানা যাচ্ছে, পেনশন-সহ অন্যান্য ভাতা পেয়ে যাবেন 26 সেপ্টেম্বর । কবে পেনশন দেওয়া হতে পারে 29 সেপ্টেম্বর । শুধু সেপ্টেম্বর মাস নয়, আগামী মাসে কালী পুজো থাকায় অক্টোবর মাসের বেতনও আগেভাগে দিয়ে দেওয়া হবে বলে এদিন নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
সাধারণত মাসের শুরুতেই বেতন হয় সরকারি কর্মচারীদের । তবে এবার পুজোর নির্ঘণ্ট মেনে 1 অক্টোবর পড়েছে ষষ্ঠী । পূর্ব ঘোষণা অনুযায়ী, 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের টানা ছুটি রয়েছে । তাই একদিকে ছুটি, অন্যদিকে উৎসবের মরশুমের কথা ভেবে আগেভাগেই সরকারি কর্মচারীদের বেতন দিয়ে দিচ্ছে রাজ্য সরকার । একইভাবে অক্টোবর মাসে কালীপুজো, দিওয়ালি, ভাতৃদ্বিতীয়ার টানা ছুটি রয়েছে । তাই মোটের উপর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : উত্তর কলকাতার মানুষকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, খুলে গেল টালা ব্রিজ