কলকাতা, 30 মে : প্রয়াত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপদেষ্টা এবং প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিশ্বরঞ্জন শতপথী (Bengal Former DHS Dr. Bishwaranjan Shatapathi dies) ৷ বয়স হয়েছিল 69 বছর ।
ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের দক্ষ আধিকারিক ছিলেন ডাঃ বিশ্বরঞ্জন শতপথী ৷ সেই সঙ্গে তিনি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । এছাড়াও গ্রামীণ ও দরিদ্র রোগীদের কল্যাণ, সুপার স্পেশালিটি হাসপাতাল ও ন্যায্য মূল্যের ওষুধের দোকান স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি ৷ বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন ডাঃ বিশ্বরঞ্জন শতপথী ।
আরও পড়ুন : Madrasa Results 2022 : প্রকাশিত হল মাদ্রাসা পরীক্ষার ফলাফল, শীর্ষে ছাত্রীরাই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ডাঃ বিশ্বরঞ্জন শতপথীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন (Chief Minister Mamata Banerjee mourns the death of Dr. Bishwaranjan Shatapathi)৷ তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপদেষ্টা এবং প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিশ্বরঞ্জন শতপথীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন । তাঁর প্রয়াণ চিকিৎসা ও স্বাস্থ্য প্রশাসনিক জগতে এক অপূরণীয় ক্ষতি । আমি ডাঃ বিশ্বরঞ্জন শতপথীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।