ETV Bharat / city

নন্দীগ্রামে অপরাধীদের আশ্রয়দাতা শুভেন্দু, কমিশনে অভিযোগ তৃণমূলের - নির্বাচন কমিশন

আগামিকাল, বৃহস্পতিবার নন্দীগ্রামে নির্বাচন ৷ তার আগে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস ৷ তাদের দাবি, নন্দীগ্রামে অপরাধীদের আশ্রয়দাতা শুভেন্দু ৷

নন্দীগ্রামে অপরাধীদের আশ্রয়দাতা শুভেন্দু, কমিশনে অভিযোগ তৃণমূলের
নন্দীগ্রামে অপরাধীদের আশ্রয়দাতা শুভেন্দু, কমিশনে অভিযোগ তৃণমূলের
author img

By

Published : Mar 31, 2021, 5:21 PM IST

Updated : Mar 31, 2021, 5:36 PM IST

কলকাতা, 31 মার্চ : রাতপোহালেই শুরু হবে নন্দীগ্রামের ভোটগ্রহণ ৷ আর তার আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের শাসক দলের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের ওই এলাকায় দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন বিজেপির প্রার্থী শুভেন্দু ৷

কমিশনের কাছে দেওয়া তৃণমূলের চিঠি
কমিশনের কাছে দেওয়া তৃণমূলের চিঠি

নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের তরফে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেই চিঠিতে সাতটি জায়গার নামও লেখা হয়েছে ৷ তৃণমূলের দাবি, ওই জায়গাগুলিতে নন্দীগ্রামের বাইরের লোক, দুষ্কৃতীদের আশ্রয় দিয়েছে সেখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : গণতন্ত্রকে বাঁচাতে সোনিয়া-পাওয়ারদের চিঠি মমতার

কমিশনকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে তারা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়েছে ৷ তবে কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি ৷ এমনকী, কমিশনকে আগেও বিষয়টি জানানো হয়েছিল বলে ওই চিঠিতে উল্লেখ করেছে তৃণমূল ৷ কমিশনের বিরুদ্ধে এই নিয়ে পদক্ষেপ না করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ তাই এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে ৷

কলকাতা, 31 মার্চ : রাতপোহালেই শুরু হবে নন্দীগ্রামের ভোটগ্রহণ ৷ আর তার আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যের শাসক দলের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের ওই এলাকায় দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন বিজেপির প্রার্থী শুভেন্দু ৷

কমিশনের কাছে দেওয়া তৃণমূলের চিঠি
কমিশনের কাছে দেওয়া তৃণমূলের চিঠি

নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের তরফে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেই চিঠিতে সাতটি জায়গার নামও লেখা হয়েছে ৷ তৃণমূলের দাবি, ওই জায়গাগুলিতে নন্দীগ্রামের বাইরের লোক, দুষ্কৃতীদের আশ্রয় দিয়েছে সেখানকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : গণতন্ত্রকে বাঁচাতে সোনিয়া-পাওয়ারদের চিঠি মমতার

কমিশনকে তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে তারা স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়েছে ৷ তবে কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি ৷ এমনকী, কমিশনকে আগেও বিষয়টি জানানো হয়েছিল বলে ওই চিঠিতে উল্লেখ করেছে তৃণমূল ৷ কমিশনের বিরুদ্ধে এই নিয়ে পদক্ষেপ না করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ তাই এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে ৷

Last Updated : Mar 31, 2021, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.