কলকাতা, 10 এপ্রিল: শীতলকুচির ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিল তৃণমূল কংগ্রেস ৷ আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল । তবে নানা অভিযোগ জানানো সত্ত্বেও কমিশন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের ৷
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "তৃণমূলের তরফে তিন দফায় 158টি অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে । তবে কমিশন কোনও ব্যবস্থা নেয়নি । যাঁদের মৃত্যু হয়েছে সেই চারজন ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন । কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে । তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে ? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে ব্যবস্থা নেওয়া হচ্ছে । তবে মোদি বা অমিত শাহের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ?"
শীতলকুচির ঘটনাকে নজিরবিহীন বলে তোপ দেগেছেন সুব্রত মুখোপাধ্যায় । তিনি বলেন, "আরও দু'তিন জন মারা যেতে পারে । এখনও নির্বাচন কমিশন কিছু জানায়নি । কী কারণে মৃত্যু হয়েছে । খুব উত্তেজনামূলক বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী । তৃণমূলের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক কথা বলা হচ্ছে । আমাদের এখানে শান্তিপূর্ণ নির্বাচন হয় । এর পিছনে কোনও কারণ রয়েছে । বাকি নির্বাচনে অশান্তি করার চেষ্টা করছে বিজেপি ।"
আরও পড়ুন: কাল শীতলকুচিতে মমতা, ব্লকে ব্লকে হবে প্রতিবাদ মিছিল
তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "পরাজয়ের জন্যই বিজেপি উত্তেজনামূলক কথা বলছে । প্রধানমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারি করছেন । আগামিকাল কালো দিবস পালন করা হবে । পাশাপাশি আরিজ আফতাবকে বলা হয়েছে, আপনি শুধুমাত্র চিঠি পাঠিয়ে দিয়ে দায়িত্ব এড়ালে চলবে না ৷ ব্যবস্থা নিন ৷" তৃণমূল 200-রও বেশি আসনে জিতবে বলেও দাবি করেন তিনি ।