ETV Bharat / city

করোনায় যাঁদের মৃত্যু হয়েছে তার দায় নিতে হবে কমিশনকে : ফিরহাদ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

করোনা সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে মাদ্রাজ হাইকোর্টের রায়কে সমর্থন করলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ সেই সঙ্গে নির্বাচন কমিশনকেও দুষলেন তিনি ৷ আজ সপরিবারে ভোট দেন রাজ্যের বিদায়ী পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ৷

bengal-election-2021-this-horror-situation-of-corona-has-increased-as-a-result-of-wrong-decision-of-election-commission-says-fihad-hakim
করোনায় যাঁদের মৃত্যু হয়েছে তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে : ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 26, 2021, 3:47 PM IST

Updated : Apr 26, 2021, 3:53 PM IST

কলকাতা, 26 এপ্রিল : সপরিবারে ভোট দিলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম । দুই কন্যা সহ সস্ত্রীক নিজের বাড়ি থেকে বেরিয়ে চেতলা উচ্চবালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি । ভোট দিয়ে বেরিয়ে এসে জয়ের চিহ্ন দেখালেন তিনি । নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম । ওই বিধানসভার পরপর 2 বারের বিধায়ক তিনি । তৃতীয়বারের জন্য তিনি একই এলাকায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

এদিন ফিরহাদ হাকিম ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি বলেন, ‘‘করোনার এই ভয়াবহতা বেড়েছে নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের ফলে । এত দফায় নির্বাচন করার ফলে গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনার সংক্রমণ।’’

করোনায় যাঁদের মৃত্যু হয়েছে তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে : ফিরহাদ হাকিম
মাদ্রাজ হাইকোর্টের রায়কে সমর্থন করে এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘‘রাজ্যের এই ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য দায়ী নির্বাচন কমিশন । এত সংখ্যায় মানুষ মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে । এই মৃত্যুগুলির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে । আমরা আগেও বলেছিলাম এত দফায় নির্বাচন না করতে । দফা কমিয়ে দ্রুত নির্বাচন করার জন্য আমরা আবেদন করেছিলাম । কিন্তু নির্বাচন কমিশন কার স্বার্থে এত দফায় নির্বাচন করল রাজ্যে । এখনও নির্বাচনের অন্তিম দফা বাকি রয়েছে । বাকি রয়েছে গণনা । শেষ পর্যন্ত কি পরিস্থিতিতে দাঁড়াবে তা বুঝতে আর বাকি নেই ।’’

আরও পড়ুন : মহম্মদ মোক্তার ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ ফিরহাদের

শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন ফিরহাদ । মহম্মদ মোক্তার কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি । ভোটদান কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করেছেন বলেও অভিযোগ করেছেন ফিরহাদ । তিনি জানিয়েছেন, তবে এসব করে কোনও লাভ হবে না । বন্দরের মানুষ শান্তিপূর্ণ স্বভাবের, তাই নির্বিঘ্নে ভোট হচ্ছে ।

কলকাতা, 26 এপ্রিল : সপরিবারে ভোট দিলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম । দুই কন্যা সহ সস্ত্রীক নিজের বাড়ি থেকে বেরিয়ে চেতলা উচ্চবালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি । ভোট দিয়ে বেরিয়ে এসে জয়ের চিহ্ন দেখালেন তিনি । নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম । ওই বিধানসভার পরপর 2 বারের বিধায়ক তিনি । তৃতীয়বারের জন্য তিনি একই এলাকায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

এদিন ফিরহাদ হাকিম ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি বলেন, ‘‘করোনার এই ভয়াবহতা বেড়েছে নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের ফলে । এত দফায় নির্বাচন করার ফলে গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনার সংক্রমণ।’’

করোনায় যাঁদের মৃত্যু হয়েছে তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকে : ফিরহাদ হাকিম
মাদ্রাজ হাইকোর্টের রায়কে সমর্থন করে এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘‘রাজ্যের এই ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য দায়ী নির্বাচন কমিশন । এত সংখ্যায় মানুষ মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে । এই মৃত্যুগুলির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে । আমরা আগেও বলেছিলাম এত দফায় নির্বাচন না করতে । দফা কমিয়ে দ্রুত নির্বাচন করার জন্য আমরা আবেদন করেছিলাম । কিন্তু নির্বাচন কমিশন কার স্বার্থে এত দফায় নির্বাচন করল রাজ্যে । এখনও নির্বাচনের অন্তিম দফা বাকি রয়েছে । বাকি রয়েছে গণনা । শেষ পর্যন্ত কি পরিস্থিতিতে দাঁড়াবে তা বুঝতে আর বাকি নেই ।’’

আরও পড়ুন : মহম্মদ মোক্তার ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ ফিরহাদের

শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন ফিরহাদ । মহম্মদ মোক্তার কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি । ভোটদান কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করেছেন বলেও অভিযোগ করেছেন ফিরহাদ । তিনি জানিয়েছেন, তবে এসব করে কোনও লাভ হবে না । বন্দরের মানুষ শান্তিপূর্ণ স্বভাবের, তাই নির্বিঘ্নে ভোট হচ্ছে ।

Last Updated : Apr 26, 2021, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.