কলকাতা, 26 এপ্রিল : সপরিবারে ভোট দিলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম । দুই কন্যা সহ সস্ত্রীক নিজের বাড়ি থেকে বেরিয়ে চেতলা উচ্চবালিকা বিদ্যালয়ে ভোট দেন তিনি । ভোট দিয়ে বেরিয়ে এসে জয়ের চিহ্ন দেখালেন তিনি । নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম । ওই বিধানসভার পরপর 2 বারের বিধায়ক তিনি । তৃতীয়বারের জন্য তিনি একই এলাকায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
এদিন ফিরহাদ হাকিম ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তিনি বলেন, ‘‘করোনার এই ভয়াবহতা বেড়েছে নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের ফলে । এত দফায় নির্বাচন করার ফলে গোটা রাজ্য জুড়ে ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনার সংক্রমণ।’’
আরও পড়ুন : মহম্মদ মোক্তার ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ ফিরহাদের
শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন ফিরহাদ । মহম্মদ মোক্তার কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি । ভোটদান কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করেছেন বলেও অভিযোগ করেছেন ফিরহাদ । তিনি জানিয়েছেন, তবে এসব করে কোনও লাভ হবে না । বন্দরের মানুষ শান্তিপূর্ণ স্বভাবের, তাই নির্বিঘ্নে ভোট হচ্ছে ।