ETV Bharat / city

ষষ্ঠ দফার নজরে মতুয়া অধ্যুষিত কেন্দ্র থেকে শিল্পাঞ্চলের ভোট - Matua Factor

আগামিকাল, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোট ৷ পশ্চিমবঙ্গের যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা ফ্যাক্টর, সেই কেন্দ্রগুলিতেই ভোটগ্রহণ করা হবে কাল ৷ এছাড়া ভোট রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলেও ৷

ষষ্ঠ দফার নজরে মতুয়া অধ্যুষিত কেন্দ্র থেকে শিল্পাঞ্চলের ভোট
ষষ্ঠ দফার নজরে মতুয়া অধ্যুষিত কেন্দ্র থেকে শিল্পাঞ্চলের ভোট
author img

By

Published : Apr 21, 2021, 9:53 PM IST

কলকাতা, 21 এপ্রিল : এবারের বঙ্গ-ভোটে ভারতীয় জনতা পার্টির অন্যতম হাতিয়ার সংশোধিত নাগরিকত্ব আইন ৷ যে আইন বলবৎ করার প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের মন পেতে তৎপর গেরুয়া শিবির ৷ আর পশ্চিমবঙ্গের যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা ফ্যাক্টর, সেই কেন্দ্রগুলিতেই ভোটগ্রহণ করা হবে আগামিকাল, বৃহস্পতিবার ৷

আগামিকাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ ভোটে নেওয়া হবে 43টি কেন্দ্রে ৷ এর মধ্যে উত্তর 24 পরগনার 17টি আসন রয়েছে ৷ সেই আসনগুলির মধ্যে অন্তত সাতটি আসনে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ৷ ওই এলাকা থেকেই 2019 সালের ভোটে জিতেছেন বিজেপির শান্তনু ঠাকুর ৷ যাঁর কথার দাম মতুয়াদের কাছে অপরিসীম ৷

অন্যদিকে আগামিকাল এমন কিছু আসনে ভোট হবে, যেখানে নির্বাচনের দিন গোলমাল হওয়াটাই দস্তুর ৷ ফলে সেই দিকেও অনেকের নজর থাকবে ৷ ইতিমধ্যে ভাটপাড়া, জগদ্দল-সহ একাধিক জায়গায় গোলমালের অভিযোগ উঠতে শুরু করেছে ৷ তাই ভোটের দিনও গোলমাল হতে পারে অনেকেই আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন : তৃণমূল-বিজেপির কড়া টক্করের মাঝে ভোট-ষষ্ঠীতে প্রাসঙ্গিক হওয়ার লড়াই বাম-কংগ্রেসের

সেই কারণেই এই আসনগুলিতে কীভাবে ভোট হয়, সেই দিকে তাকিয়ে বঙ্গের রাজনৈতিক মহল ৷

কলকাতা, 21 এপ্রিল : এবারের বঙ্গ-ভোটে ভারতীয় জনতা পার্টির অন্যতম হাতিয়ার সংশোধিত নাগরিকত্ব আইন ৷ যে আইন বলবৎ করার প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের মন পেতে তৎপর গেরুয়া শিবির ৷ আর পশ্চিমবঙ্গের যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা ফ্যাক্টর, সেই কেন্দ্রগুলিতেই ভোটগ্রহণ করা হবে আগামিকাল, বৃহস্পতিবার ৷

আগামিকাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ ভোটে নেওয়া হবে 43টি কেন্দ্রে ৷ এর মধ্যে উত্তর 24 পরগনার 17টি আসন রয়েছে ৷ সেই আসনগুলির মধ্যে অন্তত সাতটি আসনে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ৷ ওই এলাকা থেকেই 2019 সালের ভোটে জিতেছেন বিজেপির শান্তনু ঠাকুর ৷ যাঁর কথার দাম মতুয়াদের কাছে অপরিসীম ৷

অন্যদিকে আগামিকাল এমন কিছু আসনে ভোট হবে, যেখানে নির্বাচনের দিন গোলমাল হওয়াটাই দস্তুর ৷ ফলে সেই দিকেও অনেকের নজর থাকবে ৷ ইতিমধ্যে ভাটপাড়া, জগদ্দল-সহ একাধিক জায়গায় গোলমালের অভিযোগ উঠতে শুরু করেছে ৷ তাই ভোটের দিনও গোলমাল হতে পারে অনেকেই আশঙ্কা করা হচ্ছে ৷

আরও পড়ুন : তৃণমূল-বিজেপির কড়া টক্করের মাঝে ভোট-ষষ্ঠীতে প্রাসঙ্গিক হওয়ার লড়াই বাম-কংগ্রেসের

সেই কারণেই এই আসনগুলিতে কীভাবে ভোট হয়, সেই দিকে তাকিয়ে বঙ্গের রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.