ETV Bharat / city

শান্তিপূর্ণ ভোট হচ্ছে, দিদিই ফিরবেন ক্ষমতায় : রত্না - শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বললেন রত্না

142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে তাদের কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছে বিজেপি ৷ রত্না বললেন, মিথ্যে ৷ শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷

poling-is-peaceful-said-ratna-chatterjee
poling-is-peaceful-said-ratna-chatterjee
author img

By

Published : Apr 10, 2021, 11:41 AM IST

কলকাতা, 10 এপ্রিল : 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে দলীয় কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ এনেছে বিজেপি ৷ এই ঘটনা পরিকল্পিত, বললেন বেহালা পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷

চতুর্থ দফায় রাজ্যের 5 জেলার 44টি আসনে ভোট চলছে ৷ ভোট চলছে শহর কলকাতা সংলগ্ন বেহালায় ৷ স্বভাবতই নিজেদের ভাগ্য নির্ধারণের দিনে ব্যস্ত প্রার্থীরা ৷ সকাল সকাল পথে বেরিয়ে পড়েছেন বেহালা পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ৷ বুথে বুথে ঘুরে ভোটের সামগ্রিক পরিস্থিতি দেখছেন তিনি ৷ কোথাও কোথাও ভোটারদের সঙ্গে কথাও বলছেন ৷

রত্না বললেন, "কিছু কিছু বুথে ইভিএম-এ সমস্যা দেখা দিয়েছিল ৷ এখন ঠিক হয়ে গেছে ৷ শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷"

শুনুন কী বললেন রত্না চট্টোপাধ্যায়

তবে 142 ওয়ার্ডকে ইচ্ছাকৃতভাব অস্থির করা হচ্ছে বলে অভিযোগ রত্নার ৷ প্রার্থীর কথায়, "142 নম্বরের রামজীবনপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যে ৷ বিজেপি এটা প্ল্যান করে করেছে ৷ যেহেতু ওই ওয়ার্ড থেকে তৃণমূলের লিড আসবে ৷"

তবে রত্না চট্টোপাধ্যায়ের দাবি, "যত যাই করুক দিদির সরকারই ফিরছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয়বার সরকার গড়তে চলেছেন ৷"

কলকাতা, 10 এপ্রিল : 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে দলীয় কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ এনেছে বিজেপি ৷ এই ঘটনা পরিকল্পিত, বললেন বেহালা পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷

চতুর্থ দফায় রাজ্যের 5 জেলার 44টি আসনে ভোট চলছে ৷ ভোট চলছে শহর কলকাতা সংলগ্ন বেহালায় ৷ স্বভাবতই নিজেদের ভাগ্য নির্ধারণের দিনে ব্যস্ত প্রার্থীরা ৷ সকাল সকাল পথে বেরিয়ে পড়েছেন বেহালা পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ৷ বুথে বুথে ঘুরে ভোটের সামগ্রিক পরিস্থিতি দেখছেন তিনি ৷ কোথাও কোথাও ভোটারদের সঙ্গে কথাও বলছেন ৷

রত্না বললেন, "কিছু কিছু বুথে ইভিএম-এ সমস্যা দেখা দিয়েছিল ৷ এখন ঠিক হয়ে গেছে ৷ শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷"

শুনুন কী বললেন রত্না চট্টোপাধ্যায়

তবে 142 ওয়ার্ডকে ইচ্ছাকৃতভাব অস্থির করা হচ্ছে বলে অভিযোগ রত্নার ৷ প্রার্থীর কথায়, "142 নম্বরের রামজীবনপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের যে অভিযোগ তোলা হয়েছে, তা মিথ্যে ৷ বিজেপি এটা প্ল্যান করে করেছে ৷ যেহেতু ওই ওয়ার্ড থেকে তৃণমূলের লিড আসবে ৷"

তবে রত্না চট্টোপাধ্যায়ের দাবি, "যত যাই করুক দিদির সরকারই ফিরছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয়বার সরকার গড়তে চলেছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.