কলকাতা, 15 এপ্রিল : কলকাতায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ দায়িত্ব দেওয়া হল কলকাতা পুলিশের ওয়াচ সেকশনকে । কারণ কলকাতার বিধানসভা কেন্দ্রগুলিতে নির্বাচনের আগে শহরে ঘাঁটি গেড়ে বসতে পারে বহিরাগত দুষ্কৃতীরা । আর তারা নিজেদের জন্য সেফ কাস্টডি হিসেবে বেছে নিচ্ছে কলকাতার কয়েকটি পতিতালয়কে। আগাম এই খবর পেয়ে নড়েচড়ে বসেছে লালবাজার । আর তাই পতিতালয়গুলিতে এবার লালবাজারের গোয়েন্দাদের বিশেষ নজর থাকছে ৷ আর সেই কাজে লাগানো হয়েছে পুলিশের ওয়াচ সেকশনকে ৷
এ বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানান, ‘‘আমরা আমাদের সমস্ত ইনফর্মারদের সজাগ থাকতে বলেছি । তাছাড়াও বাইরে থেকে নিষিদ্ধ পল্লিতে ব্যক্তিদের আনাগোনার ওপর বিশেষ ভাবে নজরদারি চলছে । পাশাপাশি শহরের ছোট-বড় প্রত্যেকটি পতিতালয়ের সামনেই সাদা পোশাকে মোতায়েন রয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি পতিতালয়ের মধ্যে নিজেদের সোর্সকে কাজে লাগাচ্ছেন গোয়েন্দারা ।
গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ওয়াচ সেকশনের পাশাপাশি কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখাকেও নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর, এর আগে একাধিকবার ভিন রাজ্যের বেশ কিছু দুষ্কৃতীর খোঁজ খোদ শহরের নিষিদ্ধপল্লিতে থেকেই পেয়েছিল পুলিশ ৷ সেখান থেকেই তাদেরকে গ্রেফতারও করা হয় । সেই মতো উত্তর কলকাতা সোনাগাছি, দক্ষিণ কলকাতার আলিপুর, কলকাতা বন্দর এলাকার মেটিয়াব্রুজ, খিদিরপুর এলাকায় যেসব নিষিদ্ধপল্লি রয়েছে সেখানে বিভিন্ন ভিন রাজ্যের মহিলাদের আনাগোনা রয়েছে । ফলে পুলিশের অনুমান, ভিন রাজ্যের দুষ্কৃতীরা এখানকার এজেন্ট মারফত সেফ কাস্টডি হিসেবে এই যৌনপল্লিতে গা ঢাকা দিয়ে রয়েছে । যেহেতু বিভিন্ন কারণে শহরের এই নিষিদ্ধপল্লিগুলি পুলিশি ধরপাকড়ের বাইরে থাকে ৷ ফলে এই সমস্ত জায়গাকে খুব সহজেই সেফ কাস্টডি হিসেবে ব্যবহার করছে দুষ্কৃতীরা ।
আরও পড়ুন : নির্বাচনের আগে পুলিশের রাফ রেজিস্টার আপডেট রাখার নির্দেশ লালবাজারের
সম্প্রতি মধ্য এবং পূর্ব কলকাতার কুখ্যাত দুষ্কৃতী সেলিমকে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷ লালবাজার সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে উত্তর কলকাতার নিষিদ্ধপল্লিতে গা ঢাকা দিয়েছিল এই সেলিম । গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা অবশেষে নিষিদ্ধপল্লি তাকে গ্রেফতার করা হয় । সেলিমের বিরুদ্ধে মোট 28 টি মামলা রয়েছে ৷ তার মধ্যে অধিকাংশই খুন বা খুনের চেষ্টার অভিযোগ রয়েছে ।