ETV Bharat / city

"টিকিওয়ালা রাক্ষসের থেকে ভাল রোহিঙ্গারা", গোত্র নিয়ে গিরিরাজকে জবাব মহুয়ার

ভোটের মধ্যেই গোত্র রাজনীতিতে সরগরম রাজ্য ৷ টুইটে সম্মুখসমরে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ টুইট পাল্টা টুইটে একে-অপরের বিরুদ্ধে তীব্র বিতণ্ডায় জড়িয়েছেন তাঁরা ৷

Gotra War in west Bengal, Giriraj Singh gave reply to the statement of 'Chotiwala Raakshas' of Mahua Moitra
"টিকিওয়ালা রাক্ষসের থেকে ভালো রোহিঙ্গারা", গোত্র নিয়ে গিরিরাজকে জবাব মহুয়ার
author img

By

Published : Apr 1, 2021, 3:29 PM IST

Updated : Apr 1, 2021, 3:57 PM IST

কলকাতা, 1 এপ্রিল: রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট ৷ তার মাঝেই বঙ্গে গোত্র রাজনীতি নিয়ে টুইট যুদ্ধে অবতীর্ণ শাসক ও বিরোধী দল ৷ তিনি শাণ্ডিল্য গোত্রের অধিকারী বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই তাঁর প্রতি আক্রমণ শানিয়ে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং ৷ রোহিঙ্গাদের টেনে তৃণমূল নেত্রীকে বিঁধেছেন তিনি ৷ তারই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর কটাক্ষ, "টিকিওয়ালা রাক্ষসদের থেকে অনেক ভাল রোহিঙ্গা গোত্র ৷" এই মন্তব্যের জন্য পাল্টা মহুয়ার বিরুদ্ধে তোপ দেগে ফের টুইট করেছেন গিরিরাজ ৷

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার ৷ দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের প্রচারে নন্দীগ্রাম বিধানসভার টেগুয়ায় সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি শাণ্ডিল্য গোত্র ৷ যা ব্রাহ্মণ সম্প্রদায়ের সর্বোচ্চ 8টি গোত্রের একটি ৷

মমতা বলেন, ‘‘দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ৷ তখন পুরোহিত আমাকে আমার গোত্র জিজ্ঞাসা করেন ৷ আমি বলি ‘মা মাটি মানুষ’৷’’ এরপর মমতা তাঁর ত্রিপুরা ভ্রমণের কথা বলেন ৷ সেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়, পুরোহিত তাঁর গোত্র জিজ্ঞাসা করলে, তিনি সেখানেও ‘‘মা মাটি মানুষ’’ বলেছিলেন ৷ যদিও এরপর মমতা বলেন, ‘‘আমার ব্যক্তিগত গোত্র শাণ্ডিল্য’’৷

আরও পড়ুন: ‘‘আমি শাণ্ডিল্য", নন্দীগ্রামে গোত্র-কার্ড মমতার

মমতার এই মন্তব্যের কটাক্ষ করে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ তিনি লেখেন, "যাঁরা ভোটের জন্য রোহিঙ্গাদের সঙ্গে সমঝোতা করছেন, যাঁরা দুর্গা-কালী পুজো বন্ধ করে দিয়েছেন, যাঁরা হিন্দুদের অসম্মান করেন, তাঁরাই এখন পরাজয়ের ভয়ে গোত্র নিয়ে পড়েছেন ৷ শাণ্ডিল্য গোত্র সনাতন ও দেশের প্রতি উত্সর্গীকৃত, ভোটের জন্য নয় ৷"

গিরিরাজের এই মন্তব্যের জবাব দিয়ে বিস্ফোরক টুইট করেন মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বলেছেন, মমতা রোহিঙ্গা গোত্রীয় ৷ এ জন্য আমরা গর্বিত ৷ টিকিওয়ালা রাক্ষসদের থেকে তাঁরা ভালো ৷"

  • Union Minister Giriraj Says Mamata's from 'Rohingya Clan'

    Proud of it.

    Far better than being from the Chotiwala Rakshasa Clan!

    — Mahua Moitra (@MahuaMoitra) March 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহুয়ার এই মন্তব্যের পর অবশ্য চুপ করে থাকেননি গিরিরাজ সিং ৷ তিনি পাল্টা তোপ দাগেন মহুয়ার প্রতি ৷ টুইটে বিজেপি নেতা লেখেন, "ভারতের সভ্যতা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই টিকি ৷ ভোট পাওয়ার জন্য এই সনাতনকে অপমান করা ঠিক নয় ৷ রোহিঙ্গাদের পা ধুয়ে যান, শিগগিরই ভারত আপনাকে জবাব দিয়ে দেবে ৷" সবমিলিয়ে রাজ্যে বিধানসভা ভোটের পারদে নয়া মাত্রা জুড়েছে এই গোত্র রাজনীতি ৷

কলকাতা, 1 এপ্রিল: রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট ৷ তার মাঝেই বঙ্গে গোত্র রাজনীতি নিয়ে টুইট যুদ্ধে অবতীর্ণ শাসক ও বিরোধী দল ৷ তিনি শাণ্ডিল্য গোত্রের অধিকারী বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই তাঁর প্রতি আক্রমণ শানিয়ে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং ৷ রোহিঙ্গাদের টেনে তৃণমূল নেত্রীকে বিঁধেছেন তিনি ৷ তারই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর কটাক্ষ, "টিকিওয়ালা রাক্ষসদের থেকে অনেক ভাল রোহিঙ্গা গোত্র ৷" এই মন্তব্যের জন্য পাল্টা মহুয়ার বিরুদ্ধে তোপ দেগে ফের টুইট করেছেন গিরিরাজ ৷

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার ৷ দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের প্রচারে নন্দীগ্রাম বিধানসভার টেগুয়ায় সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি শাণ্ডিল্য গোত্র ৷ যা ব্রাহ্মণ সম্প্রদায়ের সর্বোচ্চ 8টি গোত্রের একটি ৷

মমতা বলেন, ‘‘দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ৷ তখন পুরোহিত আমাকে আমার গোত্র জিজ্ঞাসা করেন ৷ আমি বলি ‘মা মাটি মানুষ’৷’’ এরপর মমতা তাঁর ত্রিপুরা ভ্রমণের কথা বলেন ৷ সেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়, পুরোহিত তাঁর গোত্র জিজ্ঞাসা করলে, তিনি সেখানেও ‘‘মা মাটি মানুষ’’ বলেছিলেন ৷ যদিও এরপর মমতা বলেন, ‘‘আমার ব্যক্তিগত গোত্র শাণ্ডিল্য’’৷

আরও পড়ুন: ‘‘আমি শাণ্ডিল্য", নন্দীগ্রামে গোত্র-কার্ড মমতার

মমতার এই মন্তব্যের কটাক্ষ করে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷ তিনি লেখেন, "যাঁরা ভোটের জন্য রোহিঙ্গাদের সঙ্গে সমঝোতা করছেন, যাঁরা দুর্গা-কালী পুজো বন্ধ করে দিয়েছেন, যাঁরা হিন্দুদের অসম্মান করেন, তাঁরাই এখন পরাজয়ের ভয়ে গোত্র নিয়ে পড়েছেন ৷ শাণ্ডিল্য গোত্র সনাতন ও দেশের প্রতি উত্সর্গীকৃত, ভোটের জন্য নয় ৷"

গিরিরাজের এই মন্তব্যের জবাব দিয়ে বিস্ফোরক টুইট করেন মহুয়া মৈত্র ৷ তিনি লেখেন, "কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ বলেছেন, মমতা রোহিঙ্গা গোত্রীয় ৷ এ জন্য আমরা গর্বিত ৷ টিকিওয়ালা রাক্ষসদের থেকে তাঁরা ভালো ৷"

  • Union Minister Giriraj Says Mamata's from 'Rohingya Clan'

    Proud of it.

    Far better than being from the Chotiwala Rakshasa Clan!

    — Mahua Moitra (@MahuaMoitra) March 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মহুয়ার এই মন্তব্যের পর অবশ্য চুপ করে থাকেননি গিরিরাজ সিং ৷ তিনি পাল্টা তোপ দাগেন মহুয়ার প্রতি ৷ টুইটে বিজেপি নেতা লেখেন, "ভারতের সভ্যতা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই টিকি ৷ ভোট পাওয়ার জন্য এই সনাতনকে অপমান করা ঠিক নয় ৷ রোহিঙ্গাদের পা ধুয়ে যান, শিগগিরই ভারত আপনাকে জবাব দিয়ে দেবে ৷" সবমিলিয়ে রাজ্যে বিধানসভা ভোটের পারদে নয়া মাত্রা জুড়েছে এই গোত্র রাজনীতি ৷

Last Updated : Apr 1, 2021, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.