ETV Bharat / city

ষষ্ঠ দফার নির্বাচনের আগেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার পদে রদবদল - Jangipur

মুর্শিদাবাদে নির্বাচন এখনও হয়নি ৷ ওই জেলায় ভোট হবে সপ্তম দফায়, 26 এপ্রিল ৷ তার আগে এই রদবদল খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

ষষ্ঠ দফার নির্বাচনের আগেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার পদে রদবদল
ষষ্ঠ দফার নির্বাচনের আগেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার পদে রদবদল
author img

By

Published : Apr 21, 2021, 1:27 PM IST

কলকাতা, 21 এপ্রিল : ফের পুলিশে রদবদল হল নির্বাচন কমিশনের নির্দেশে ৷ এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সুপার বদল করা হল ৷ কমিশনের নির্দেশে ওই পুলিশ জেলার নতুন সুপার হচ্ছেন সূর্যপ্রতাপ যাদব ৷ তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৷

উল্লেখ্য, মুর্শিদাবাদে নির্বাচন এখনও হয়নি ৷ ওই জেলায় ভোট হবে সপ্তম দফায়, 26 এপ্রিল ৷ তার আগে এই রদবদল খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

এবারের নির্বাচনে একাধিকবার পুলিশের বিভিন্ন স্তরে রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন ৷ কয়েকদিন আগেই চার পুলিশ আধিকারিককে বদল করা হয় ৷

আরও পড়ুন : নন্দীগ্রাম থেকে এবার বীরভূমে নগেন্দ্র, বদলি আরও তিন পুলিশ আধিকারিক

ওই নির্দেশে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের দায়িত্বে দেওয়া হয় অজিত কুমার সিংকে ৷ আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার করা হয় মীতেশ জৈনকে ৷ বীরভূমের পুলিশ সুপার করা হয় নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে ৷ একই সঙ্গে বোলপুরের এসডিপিও হিসেবে নাগরাজ দেবড়াকোন্দাকে দায়িত্ব দেওয়া হয় ৷

কলকাতা, 21 এপ্রিল : ফের পুলিশে রদবদল হল নির্বাচন কমিশনের নির্দেশে ৷ এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সুপার বদল করা হল ৷ কমিশনের নির্দেশে ওই পুলিশ জেলার নতুন সুপার হচ্ছেন সূর্যপ্রতাপ যাদব ৷ তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন ৷

উল্লেখ্য, মুর্শিদাবাদে নির্বাচন এখনও হয়নি ৷ ওই জেলায় ভোট হবে সপ্তম দফায়, 26 এপ্রিল ৷ তার আগে এই রদবদল খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

এবারের নির্বাচনে একাধিকবার পুলিশের বিভিন্ন স্তরে রদবদল ঘটিয়েছে নির্বাচন কমিশন ৷ কয়েকদিন আগেই চার পুলিশ আধিকারিককে বদল করা হয় ৷

আরও পড়ুন : নন্দীগ্রাম থেকে এবার বীরভূমে নগেন্দ্র, বদলি আরও তিন পুলিশ আধিকারিক

ওই নির্দেশে পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের দায়িত্বে দেওয়া হয় অজিত কুমার সিংকে ৷ আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার করা হয় মীতেশ জৈনকে ৷ বীরভূমের পুলিশ সুপার করা হয় নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে ৷ একই সঙ্গে বোলপুরের এসডিপিও হিসেবে নাগরাজ দেবড়াকোন্দাকে দায়িত্ব দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.