ETV Bharat / city

48 ঘণ্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা, নোটিশ দিলীপকে - assembly election ২০২১

রাহুল সিনহা
রাহুল সিনহা
author img

By

Published : Apr 13, 2021, 11:58 AM IST

Updated : Apr 13, 2021, 2:07 PM IST

11:54 April 13

কলকাতা, 13 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রাহুল সিনহা । 48 ঘণ্টার জন্য তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের । আজ বেলা 12 টা থেকে 15 এপ্রিল বেলা 12 টা পর্যন্ত তিনি কোনওরকম প্রচার করতে পারবেন না । অন্যদিকে দিলীপ ঘোষকে নোটিশ পাঠিয়েছে কমিশন । শীতলকুচি নিয়ে তাঁর মন্তব্য প্রসঙ্গে 24 ঘণ্টার মধ্য়ে জবাব চাওয়া হয়েছে ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গতকাল প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন । যার 24 ঘণ্টা কাটতে না কাটতে কমিশনের শাস্তির মুখে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা । শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন । আগামী 48 ঘণ্টা তিনি কোনও প্রচার  করতে পারবেন না ।

আরও পড়ুন : চার জন নয়, আট জনকে মারা উচিত ছিল : রাহুল সিনহা

সম্প্রতি শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল সিনহা । গত সোমবার বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা ছিল । প্রধানমন্ত্রী আসার আগে সেই মঞ্চে দাঁড়িয়ে রাহুল বলেন, "শীতলকুচিতে চারজনের জায়গায় আটজনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর । যাঁরা গুলি চালিয়ে চার জনকে মেরেছেন, তাঁদের মেডেল দেওয়া উচিত ।"

রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা কুকথা বলছেন । তাই শুধু রাহুল সিনহা নয়, বাকিদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে ।" মমতা বন্দ্যোপাধ্যায় আজ গান্ধিমূর্তির পাশে ধর্নায় বসেন । সেই প্রসঙ্গ টেনে বাম পরিষদীয় নেতা বলেন, "ধর্নায় বসা এক ধরনের প্রচার । তাই রাহুল সিনহা যাতে নিষেধাজ্ঞার পর ধর্নায় না বসেন, সেদিকে নির্বাচন কমিশনকে নজর রাখতে হবে ।"

11:54 April 13

কলকাতা, 13 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রাহুল সিনহা । 48 ঘণ্টার জন্য তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের । আজ বেলা 12 টা থেকে 15 এপ্রিল বেলা 12 টা পর্যন্ত তিনি কোনওরকম প্রচার করতে পারবেন না । অন্যদিকে দিলীপ ঘোষকে নোটিশ পাঠিয়েছে কমিশন । শীতলকুচি নিয়ে তাঁর মন্তব্য প্রসঙ্গে 24 ঘণ্টার মধ্য়ে জবাব চাওয়া হয়েছে ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গতকাল প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন । যার 24 ঘণ্টা কাটতে না কাটতে কমিশনের শাস্তির মুখে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা । শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন । আগামী 48 ঘণ্টা তিনি কোনও প্রচার  করতে পারবেন না ।

আরও পড়ুন : চার জন নয়, আট জনকে মারা উচিত ছিল : রাহুল সিনহা

সম্প্রতি শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল সিনহা । গত সোমবার বারাসতের কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা ছিল । প্রধানমন্ত্রী আসার আগে সেই মঞ্চে দাঁড়িয়ে রাহুল বলেন, "শীতলকুচিতে চারজনের জায়গায় আটজনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর । যাঁরা গুলি চালিয়ে চার জনকে মেরেছেন, তাঁদের মেডেল দেওয়া উচিত ।"

রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, "প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা কুকথা বলছেন । তাই শুধু রাহুল সিনহা নয়, বাকিদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে ।" মমতা বন্দ্যোপাধ্যায় আজ গান্ধিমূর্তির পাশে ধর্নায় বসেন । সেই প্রসঙ্গ টেনে বাম পরিষদীয় নেতা বলেন, "ধর্নায় বসা এক ধরনের প্রচার । তাই রাহুল সিনহা যাতে নিষেধাজ্ঞার পর ধর্নায় না বসেন, সেদিকে নির্বাচন কমিশনকে নজর রাখতে হবে ।"

Last Updated : Apr 13, 2021, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.