ETV Bharat / city

শীতলকুচির গুলি-কাণ্ডে তাদের কোনও যোগ নেই, জানাল সিআরপিএফ - CRPF

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সরাসরি সিআরপিএফ-এর বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও এই ঘটনায় তাদের কোনও যোগ নেই ৷

শীতলকুচির গুলি-কাণ্ডে তাদের কোনও যোগ নেই, জানাল সিআরপিএফ
শীতলকুচির গুলি-কাণ্ডে তাদের কোনও যোগ নেই, জানাল সিআরপিএফ
author img

By

Published : Apr 10, 2021, 3:52 PM IST

কলকাতা, 10 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চার জন ৷ আহত আরও বেশ কয়েকজন ৷ শনিবার চতুর্থ দফার ভোটচলাকালীন এই ঘটনা ঘটে কোচবিহারের শীতলকুচির জোড়পাটকির 126 নম্বর বুথে ৷

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সরাসরি সিআরপিএফ-এর বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘সিআরপিএফ গুলি চালিয়ে চারজন মানুষকে মেরে দিয়েছে গুলি চালিয়ে ৷ সকালেও একজনকে মেরে দিয়েছে ৷ আমি বারবার বলে আসছি, সিআরপিএফ আমার শত্রু নয় ৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে চক্রান্ত চলছে, তা আজ প্রমাণ হয়ে গিয়েছে ৷’’

  • Regarding recent incident being reported in media about killing of 4 civilians outside booth 126, Jorpatki in Sitalkuchi Assembly Constituency, Cooch Behar, it's clarified that CRPF component was neither deployed at the said booth nor involved in the incident in any way: CRPF

    — ANI (@ANI) April 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই ঘটনায় তাদের কোনও যোগ নেই ৷ একটি সংবাদ সংস্থার তরফে সিআরপিএফ-কে উদ্ধৃত করে একটি টুইট করা হয়েছে ৷ সেখানেই এই দাবি করা হয় ৷ সিআরপিএফ জানিয়েছে, ওই বুথে সিআরপিএফ মোতায়েন ছিল না ৷ ওই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷

আরও পড়ুন : ‘চক্রান্তকারী’ অমিত শাহ-এর পদত্যাগ চাইলেন মমতা

উল্লেখ্য, নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে কমিশন ৷ কেন্দ্রের একাধিক আধাসেনা ভোটের দায়িত্বে পশ্চিমবঙ্গে এসেছে ৷ সেই তালিকায়- সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি-সহ একাধিক বাহিনী রয়েছে ৷ কিন্তু শীতলকুচির ওই বুথের নিরাপত্তায় কোন বাহিনী ছিল, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷

কলকাতা, 10 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চার জন ৷ আহত আরও বেশ কয়েকজন ৷ শনিবার চতুর্থ দফার ভোটচলাকালীন এই ঘটনা ঘটে কোচবিহারের শীতলকুচির জোড়পাটকির 126 নম্বর বুথে ৷

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সরাসরি সিআরপিএফ-এর বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘সিআরপিএফ গুলি চালিয়ে চারজন মানুষকে মেরে দিয়েছে গুলি চালিয়ে ৷ সকালেও একজনকে মেরে দিয়েছে ৷ আমি বারবার বলে আসছি, সিআরপিএফ আমার শত্রু নয় ৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে চক্রান্ত চলছে, তা আজ প্রমাণ হয়ে গিয়েছে ৷’’

  • Regarding recent incident being reported in media about killing of 4 civilians outside booth 126, Jorpatki in Sitalkuchi Assembly Constituency, Cooch Behar, it's clarified that CRPF component was neither deployed at the said booth nor involved in the incident in any way: CRPF

    — ANI (@ANI) April 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই ঘটনায় তাদের কোনও যোগ নেই ৷ একটি সংবাদ সংস্থার তরফে সিআরপিএফ-কে উদ্ধৃত করে একটি টুইট করা হয়েছে ৷ সেখানেই এই দাবি করা হয় ৷ সিআরপিএফ জানিয়েছে, ওই বুথে সিআরপিএফ মোতায়েন ছিল না ৷ ওই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷

আরও পড়ুন : ‘চক্রান্তকারী’ অমিত শাহ-এর পদত্যাগ চাইলেন মমতা

উল্লেখ্য, নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে কমিশন ৷ কেন্দ্রের একাধিক আধাসেনা ভোটের দায়িত্বে পশ্চিমবঙ্গে এসেছে ৷ সেই তালিকায়- সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি-সহ একাধিক বাহিনী রয়েছে ৷ কিন্তু শীতলকুচির ওই বুথের নিরাপত্তায় কোন বাহিনী ছিল, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.