ETV Bharat / city

নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় তদন্তভার সিআইডিকে

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা কীভাবে ঘটল, তা এবার তদন্ত করবে সিআইডি৷ শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে নন্দীগ্রামের ওই দুর্ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে৷

author img

By

Published : Mar 20, 2021, 7:54 PM IST

Updated : Mar 20, 2021, 8:02 PM IST

নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় তদন্তভার সিআইডিকে
নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় তদন্তভার সিআইডিকে

কলকাতা, 20 মার্চ : নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা কীভাবে ঘটল, তা এবার তদন্ত করবে সিআইডি ৷ শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে নন্দীগ্রামের ওই দুর্ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে যে এডিজি সিআইডি অনুজ শর্মার নেতৃত্বে 6 সদস্যের একটি দল তৈরি করা হয়েছে ৷ ওই দলই তদন্ত চালাবে৷ সোমবার ওই দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে যাবে ৷

উল্লেখ্য, গত 10 মার্চ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দুর্ঘটনার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবার নন্দীগ্রাম আসন থেকে বিধানসভা ভোটে লড়ছেন ৷ সেদিন মনোনয়ন জমা দিয়ে আরও কিছু জনসংযোগ সেরে সেখানে তাঁর নির্দিষ্ট থাকার জায়গায় ফিরছিলেন ৷ সেই সময় কোনও ভাবে গাড়ির দরজা পা চেপে তিনি আহত হন ৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা যায় ৷ তাঁর পায়ে চিড় ধরেছে ৷ এখন প্লাস্টার করা ৷

যদিও এই ঘটনা নিয়ে শুরু থেকেই বিস্তর জলঘোলা হচ্ছে ৷ আহত হওয়ার পর যখন যন্ত্রণায় ছটফট করছেন তৃণমূল নেত্রী, তখন তিনি এই ঘটনাটিকে চক্রান্ত বলে অভিযোগ করেছিলেন ৷ তার পর এই নিয়ে সরব হয় তৃণমূল ৷ বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে ৷ নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল ৷ বিজেপিও পালটা নির্বাচন কমিশনে যায় ৷

আরও পড়ুন : বিজেপির লড়াই ফেসবুক-টুইটারে, আমাদের মাঠে-ময়দানে; মোদিকে নিশানা অভিষেকের

তবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে ৷ সরিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা বিবেক সহায়কে ৷ পাশাপাশি ব্যবস্থা নেওয়া হয়েছে আরও কয়েকজনের বিরুদ্ধে ৷ রাজ্য সরকারের রিপোর্টেও বিষয়টিকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে ৷ এখন দেখার সিআইডি তদন্তের পর কী সামনে আসে ৷

কলকাতা, 20 মার্চ : নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা কীভাবে ঘটল, তা এবার তদন্ত করবে সিআইডি ৷ শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে নন্দীগ্রামের ওই দুর্ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে যে এডিজি সিআইডি অনুজ শর্মার নেতৃত্বে 6 সদস্যের একটি দল তৈরি করা হয়েছে ৷ ওই দলই তদন্ত চালাবে৷ সোমবার ওই দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে যাবে ৷

উল্লেখ্য, গত 10 মার্চ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দুর্ঘটনার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবার নন্দীগ্রাম আসন থেকে বিধানসভা ভোটে লড়ছেন ৷ সেদিন মনোনয়ন জমা দিয়ে আরও কিছু জনসংযোগ সেরে সেখানে তাঁর নির্দিষ্ট থাকার জায়গায় ফিরছিলেন ৷ সেই সময় কোনও ভাবে গাড়ির দরজা পা চেপে তিনি আহত হন ৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা যায় ৷ তাঁর পায়ে চিড় ধরেছে ৷ এখন প্লাস্টার করা ৷

যদিও এই ঘটনা নিয়ে শুরু থেকেই বিস্তর জলঘোলা হচ্ছে ৷ আহত হওয়ার পর যখন যন্ত্রণায় ছটফট করছেন তৃণমূল নেত্রী, তখন তিনি এই ঘটনাটিকে চক্রান্ত বলে অভিযোগ করেছিলেন ৷ তার পর এই নিয়ে সরব হয় তৃণমূল ৷ বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে ৷ নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল ৷ বিজেপিও পালটা নির্বাচন কমিশনে যায় ৷

আরও পড়ুন : বিজেপির লড়াই ফেসবুক-টুইটারে, আমাদের মাঠে-ময়দানে; মোদিকে নিশানা অভিষেকের

তবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই ঘটনায় কড়া পদক্ষেপ করেছে ৷ সরিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা বিবেক সহায়কে ৷ পাশাপাশি ব্যবস্থা নেওয়া হয়েছে আরও কয়েকজনের বিরুদ্ধে ৷ রাজ্য সরকারের রিপোর্টেও বিষয়টিকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে ৷ এখন দেখার সিআইডি তদন্তের পর কী সামনে আসে ৷

Last Updated : Mar 20, 2021, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.