ETV Bharat / city

স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হল ৷ টলিউডের বিজেপিপন্থী তারকারা এই অভিযোগ দায়ের করেছেন ৷

bengal-election-2021-bjp-files-allegation-at-kolkata-ps-against-swarup-biswas
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপির
author img

By

Published : Apr 9, 2021, 4:26 PM IST

কলকাতা, 9 এপ্রিল: মিছিলে না-হাঁটায় মেসেজ করে টলিউডের কলাকুশলীদের হুমকি দিচ্ছেন স্বরূপ বিশ্বাস । এই অভিযোগে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন টলিপাড়ার বিজেপিপন্থী তারকারা ।

টলিউডে মাফিয়ারাজ চলছে বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ । এরপরেই টলিউডের তারকারা একটি মৌন মিছিল করেন । সেই মিছিলে অনেকেই সে দিন যোগদান করতে পারেননি ।

আরও পড়ুন: তৃণমূল ছাড়লেও মেলেনি টিকিট, বিজেপি রাজ্য কমিটিতে সেই বিধায়করা

এরপরেই মিছিলে না হাঁটা টলিউড তারকাদের নাকি ফোনে মেসেজ করে হুমকি দেওয়া হয় । অভিযোগ, সেই হুমকি চিঠিতে স্বরূপ বিশ্বাসের সই করা ছিল । এই ঘটনায় তাঁর বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

কলকাতা, 9 এপ্রিল: মিছিলে না-হাঁটায় মেসেজ করে টলিউডের কলাকুশলীদের হুমকি দিচ্ছেন স্বরূপ বিশ্বাস । এই অভিযোগে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন টলিপাড়ার বিজেপিপন্থী তারকারা ।

টলিউডে মাফিয়ারাজ চলছে বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ । এরপরেই টলিউডের তারকারা একটি মৌন মিছিল করেন । সেই মিছিলে অনেকেই সে দিন যোগদান করতে পারেননি ।

আরও পড়ুন: তৃণমূল ছাড়লেও মেলেনি টিকিট, বিজেপি রাজ্য কমিটিতে সেই বিধায়করা

এরপরেই মিছিলে না হাঁটা টলিউড তারকাদের নাকি ফোনে মেসেজ করে হুমকি দেওয়া হয় । অভিযোগ, সেই হুমকি চিঠিতে স্বরূপ বিশ্বাসের সই করা ছিল । এই ঘটনায় তাঁর বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.