ETV Bharat / city

মোদি-মমতা মিথ্যে কথায় ডক্টরেট, ইস্তাহার প্রকাশ করে বললেন বিমান বসু - Biman Basu

মিথ্যা কথায় দেশের প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টরেট উপাধি পাবেন । এভাবেই বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে কড়া সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

মোদি-মমতা মিথ্যে কথায় ডক্টরেট, ইস্তাহার প্রকাশ করে বললেন বিমান বসু
মোদি-মমতা মিথ্যে কথায় ডক্টরেট, ইস্তাহার প্রকাশ করে বললেন বিমান বসু
author img

By

Published : Mar 20, 2021, 11:26 PM IST

কলকাতা, 20 মার্চ : মিথ্যা কথায় দেশের প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টরেট উপাধি পাবেন । এভাবেই বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে কড়া সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । বর্ষীয়ান নেতা জানিয়েছেন যে তিনি মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন । সেখানে ডাবল ইঞ্জিন সরকারের প্রশংসা করা হয়েছে । অথচ যে রাজ্যগুলোতে ডাবল ইঞ্জিন সরকার চলছে, তার হাল সবাই দেখতে পাচ্ছে । কেন্দ্র এবং রাজ্য একই রাজনৈতিক দলের সরকার, এর অর্থ পিছিয়ে পড়া ।

একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পায়ের দুর্ঘটনা নিয়ে মিথ্যাচার করলেন বলে অভিযোগ করেছেন বিমান বসু ৷ তাঁর দাবি, মিথ্যা দিয়ে শুরু মিথ্যায় শেষ । চোটের ধরনের যে ছবি প্রকাশ হয়েছে তাতে মমতার দেওয়া চক্রান্ত, আক্রমণ তত্ত্ব খারিজ হয়ে যায় । বরং রাজ্যের অনেক বেহাল দশার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা পরিস্কার হয়েছে ।

বিমান বসুর দাবি, অথচ প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যখন বেথুয়াডোহরিতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তাঁর প্রাথমিক চিকিৎসা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে হয়েছিল । যার কোনও ত্রুটি দিল্লিতে এইমসের চিকিৎসকরা খুজে পাননি । সুপার স্পেশালিটি হাসপাতাল নামক ঢক্কা নিনাদ সেসময় ছিল না । গ্রিন করিডর করে নিয়ে আসার প্রয়োজন হয়নি । তাঁর কটাক্ষ, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রাথমিক চিকিৎসা তথাকথিত সুপার স্পেশালিটি হাসপাতালে হল না । কলকাতায় আসতে হল ।

আরও পড়ুন : প্যারোডির পর পোস্টারেও চমক বামেদের

আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতির পাশাপাশি কোনও নাগরিক বস্তিতে কুড়ি বছর থাকলে সেই জমি তাঁকে 99 বছরের জন্য লিজে দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে । তার জন্য মাত্র এক টাকা দিতে হবে । পাশাপাশি সবুজ রক্ষায় জোর দেওয়া, শিল্পে জোর এবং সিঙ্গুরের ভুল থেকে শিক্ষা-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । যেকোনও মূল্যে বিজেপি, তৃণমূল কংগ্রেসকে রুখে দেওয়ার আবেদন করা হয়েছে । কয়েক দিন পরে জোটের তরফে একটি আবেদন প্রকাশ করার কথা বিমান বসু জানিয়েছেন ।

কলকাতা, 20 মার্চ : মিথ্যা কথায় দেশের প্রধানমন্ত্রী এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টরেট উপাধি পাবেন । এভাবেই বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে কড়া সমালোচনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । বর্ষীয়ান নেতা জানিয়েছেন যে তিনি মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন । সেখানে ডাবল ইঞ্জিন সরকারের প্রশংসা করা হয়েছে । অথচ যে রাজ্যগুলোতে ডাবল ইঞ্জিন সরকার চলছে, তার হাল সবাই দেখতে পাচ্ছে । কেন্দ্র এবং রাজ্য একই রাজনৈতিক দলের সরকার, এর অর্থ পিছিয়ে পড়া ।

একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পায়ের দুর্ঘটনা নিয়ে মিথ্যাচার করলেন বলে অভিযোগ করেছেন বিমান বসু ৷ তাঁর দাবি, মিথ্যা দিয়ে শুরু মিথ্যায় শেষ । চোটের ধরনের যে ছবি প্রকাশ হয়েছে তাতে মমতার দেওয়া চক্রান্ত, আক্রমণ তত্ত্ব খারিজ হয়ে যায় । বরং রাজ্যের অনেক বেহাল দশার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা পরিস্কার হয়েছে ।

বিমান বসুর দাবি, অথচ প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যখন বেথুয়াডোহরিতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তাঁর প্রাথমিক চিকিৎসা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে হয়েছিল । যার কোনও ত্রুটি দিল্লিতে এইমসের চিকিৎসকরা খুজে পাননি । সুপার স্পেশালিটি হাসপাতাল নামক ঢক্কা নিনাদ সেসময় ছিল না । গ্রিন করিডর করে নিয়ে আসার প্রয়োজন হয়নি । তাঁর কটাক্ষ, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রাথমিক চিকিৎসা তথাকথিত সুপার স্পেশালিটি হাসপাতালে হল না । কলকাতায় আসতে হল ।

আরও পড়ুন : প্যারোডির পর পোস্টারেও চমক বামেদের

আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতির পাশাপাশি কোনও নাগরিক বস্তিতে কুড়ি বছর থাকলে সেই জমি তাঁকে 99 বছরের জন্য লিজে দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে । তার জন্য মাত্র এক টাকা দিতে হবে । পাশাপাশি সবুজ রক্ষায় জোর দেওয়া, শিল্পে জোর এবং সিঙ্গুরের ভুল থেকে শিক্ষা-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । যেকোনও মূল্যে বিজেপি, তৃণমূল কংগ্রেসকে রুখে দেওয়ার আবেদন করা হয়েছে । কয়েক দিন পরে জোটের তরফে একটি আবেদন প্রকাশ করার কথা বিমান বসু জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.