ETV Bharat / city

মমতাকে ব্ল্যাকমেইল করে নিজের প্রার্থী ঢোকাচ্ছেন অনুব্রত, বিস্ফোরক ফিরহাদ - anubrata mandal

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জোর খাটিয়ে নিজের পছন্দের প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করেছেন অনুব্রত ৷

firhad_hakim attacks anubrata_mandal
মমতাকে ব্ল্যাকমেইল করে নিজের প্রার্থী ঢোকাচ্ছেন অনুব্রত, বিস্ফোরক ফিরহাদ
author img

By

Published : Mar 24, 2021, 5:22 PM IST

Updated : Mar 24, 2021, 5:45 PM IST

কলকাতা, 24 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোমানুষির সুযোগ নিয়ে তাঁর উপর জোর খাটাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তৃণমূল নেত্রীকে ব্ল্যাকমেইল করে তিনি নিজের পছন্দের ব্যক্তিকে প্রার্থী করিয়ে নিয়েছেন ৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷

আসন্ন বিধানসভা নির্বাচনে নাজিমুদ্দিন শামসের নাম না-থাকার প্রসঙ্গে এ কথা বলেন ফিরহাদ ৷ নিজের নির্বাচনী কেন্দ্র কলকাতা বন্দর এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা বলেন, মুখ্যমন্ত্রীকে নানাভাবে প্রভাবিত করছেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর ভালোমানুষির সুযোগ নিয়ে অনুব্রত নিজের জোর খাটাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি ।

মমতাকে ব্ল্যাকমেইল করে নিজের প্রার্থী ঢোকাচ্ছেন অনুব্রত, বিস্ফোরক ফিরহাদ

আরও পড়ুন: সিপিএমই হাত ধরে বাংলায় বিজেপিকে এনেছে, বিষ্ণুপুরে তোপ মমতার

ফিরহাদের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করেই অনুব্রত নিজের পছন্দের প্রার্থীর নাম জোর করে তালিকাভুক্ত করিয়েছেন। অনুব্রতর চাপে পড়েই তৃণমূলের প্রার্থী তালিকা থেকে নাজিমুদ্দিন শামসের নাম বাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

তাঁর অভিযোগ, "মুখ্যমন্ত্রী নানা কাজে ব্যস্ত থাকেন ৷ তিনি অত্যন্ত ভালো মানুষ । কিছু মানুষ তাঁর সুযোগ নেন । অনুব্রত মণ্ডলও সেই সুযোগ নিয়েছে ৷"

কলকাতা, 24 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোমানুষির সুযোগ নিয়ে তাঁর উপর জোর খাটাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তৃণমূল নেত্রীকে ব্ল্যাকমেইল করে তিনি নিজের পছন্দের ব্যক্তিকে প্রার্থী করিয়ে নিয়েছেন ৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷

আসন্ন বিধানসভা নির্বাচনে নাজিমুদ্দিন শামসের নাম না-থাকার প্রসঙ্গে এ কথা বলেন ফিরহাদ ৷ নিজের নির্বাচনী কেন্দ্র কলকাতা বন্দর এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা বলেন, মুখ্যমন্ত্রীকে নানাভাবে প্রভাবিত করছেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর ভালোমানুষির সুযোগ নিয়ে অনুব্রত নিজের জোর খাটাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি ।

মমতাকে ব্ল্যাকমেইল করে নিজের প্রার্থী ঢোকাচ্ছেন অনুব্রত, বিস্ফোরক ফিরহাদ

আরও পড়ুন: সিপিএমই হাত ধরে বাংলায় বিজেপিকে এনেছে, বিষ্ণুপুরে তোপ মমতার

ফিরহাদের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেল করেই অনুব্রত নিজের পছন্দের প্রার্থীর নাম জোর করে তালিকাভুক্ত করিয়েছেন। অনুব্রতর চাপে পড়েই তৃণমূলের প্রার্থী তালিকা থেকে নাজিমুদ্দিন শামসের নাম বাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

তাঁর অভিযোগ, "মুখ্যমন্ত্রী নানা কাজে ব্যস্ত থাকেন ৷ তিনি অত্যন্ত ভালো মানুষ । কিছু মানুষ তাঁর সুযোগ নেন । অনুব্রত মণ্ডলও সেই সুযোগ নিয়েছে ৷"

Last Updated : Mar 24, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.