কলকাতা, 16 এপ্রিল : বঙ্গের ভোট পঞ্চমীর ঠিক আগের সন্ধ্যায় সামনে এল আরও একটি অডিয়ো ক্লিপ ৷ যা শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি ৷ তাদের দাবি, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সেখানে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে ৷ সেই ফোনকলের অডিয়ো রেকর্ডিংই তারা সামনে এনেছে ৷ যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইটিভি ভারত ৷
উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয় ৷ এই ঘটনা নিয়ে সেদিন থেকেই সরগরম রাজ্য রাজনীতি ৷ একদিকে বিজেপি দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির ফলেই এই ঘটনা ঘটেছে ৷ অন্যদিকে তৃণমূলের দাবি, নিরীহ ভোটারদের হত্যা করেছেন কেন্দ্রীয় বাহিনী ৷ বিজেপির নির্দেশেই এই কাজ হয়েছে ৷
এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় বিজেপির তরফে অমিত মালব্য ও লকেট চট্টোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন ৷ বিজেপির দাবি, অডিয়ো ক্লিপের একপ্রাপ্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে ৷ আর অন্যপ্রান্তে শোনা যাচ্ছে শীতকুচিতে তৃণমূলের প্রার্থী তথা কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়ের কণ্ঠস্বর ৷
বিজেপির প্রকাশ করা অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে যে মহিলা কণ্ঠস্বর বলছেন, যে চার জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে যেন এফআইআর করতে দেওয়া না হয় ৷ পুলিশের কাছে যেন কোনও আইনজীবীকে দিয়ে অভিযোগ করানো হয় ৷ পরিবার ভোটের পর অভিযোগ জানাবে ৷
ওই মহিলা কণ্ঠ আরও বলছেন যে ভোট বানচাল করতে বিজেপি এটা করেছে ৷ এনপিআর, ডিটেনশন ক্যাম্প করতে এসব করা হচ্ছে৷ সেই দিকে তিনি নজর রাখার নির্দেশ দেন ৷ পাশাপাশি এই ঘটনা কারা ঘটিয়েছে, সেটাও জানতে চান ৷ উল্টোদিক থেকে যখন কেন্দ্রীয় বাহিনীর নাম শোনা যায়, তখনই ওই মহিলা কণ্ঠস্বরকে নির্দেশ দিতে শোনা যায় যে কেন্দ্রীয় বাহিনী, জেলার পুলিশ সুপার, আইসিকে ‘ফাঁসানো’ হবে ৷ একই সঙ্গে অডিয়োতে শোনা যাচ্ছে যে মৃতদেহ নিয়ে মিছিল করার কথা বলা হচ্ছে ৷
আরও পড়ুন : শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে অধীর
বিজেপির দাবি, মহিলা কণ্ঠস্বরটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনি কীভাবে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ফাঁসানোর কথা বলতে পারেন, সেই প্রশ্নও তুলেছে বিজেপি ৷ পাশাপাশি তাদের দাবি, এসব বলে বঙ্গ ভোটে আরও মেরুকরণ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই এই সব নির্দেশ তিনি দিয়েছেন৷