ETV Bharat / city

বেহালা পশ্চিমের ভোটার, তবে ঠাকুরনগরের বাসিন্দা, তাই ভোট দিতে বাধা 4 ভাইকে - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে 4 ভোটারকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ৷ তাঁরা মতুয়া সম্প্রদায়ের ঠাকুরনগরের বাসিন্দা হওয়াতেই বেহালায় ভোট দিতে পারবেন না ৷ এই দাবি তুলে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ভোট দিতে বাধা দেন তৃণমূলের এজেন্ট ৷ যদিও পরবর্তী সময়ে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে তাঁরা ভোট দেন ৷

bengal-election-2021-allegedly-prevented-4-voters-from-casting-their-votes-in-behala-west-assembly-constituency
বেহালা পশ্চিমের ভোটার, তবে ঠাকুরনগরের বাসিন্দা, তাই ভোট দিতে বাধা 4 ভাইকে
author img

By

Published : Apr 10, 2021, 3:38 PM IST

কলকাতা, 10 এপ্রিল : বেহালা পশ্চিমের ক্ষুদিরামপল্লি সরস্বতী বিদ্যামন্দিরের 300নং বুথে 4 ভাইকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের এজেন্টদের বিরুদ্ধে ৷ অভিযোগ, আঙুলে কালি লাগানোর পরে তাঁদের বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে তাঁদের ভোট দিতে দেওয়া হয় ৷ ওই 4 ভোটার ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের বাসিন্দা ৷ সেই কারণেই তাঁদের ভোট দিতে বাধা দেওয়া হয় ৷ অথচ অনেক বছর ধরেই বেহালার 300নং বুথে ভোট দিয়ে আসছেন তাঁরা ৷

বেহালা পশ্চিমের ভোটার, তবে ঠাকুরনগরের বাসিন্দা, তাই ভোট দিতে বাধা 4 ভাইকে

আরও পড়ুন : কাল শীতলকুচিতে মমতা, ব্লকে ব্লকে হবে প্রতিবাদ মিছিল

ইটিভি ভারতের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, 300নং বুথে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের এজেন্টের এনিয়ে তর্কাতর্কি হচ্ছে ৷ যেখানে ওই 4 ভোটারের একজনের ভোটার কার্ড বিজেপি প্রার্থীর হাতে ছিল ৷ তিনি নিজে ভোটার তালিকা থেকে তাঁদের নাম খুঁজে বের করে ক্যামেরার সামনে দেখান ৷ এর পরেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন ওই 4 জনকে ভোট দিতে দেওয়া হচ্ছে না ? পরবর্তী সময়ে ঠাকুরনগরের বাসিন্দা ওই 4 জনকে ভোট দিতে দেওয়া হয় ৷

কলকাতা, 10 এপ্রিল : বেহালা পশ্চিমের ক্ষুদিরামপল্লি সরস্বতী বিদ্যামন্দিরের 300নং বুথে 4 ভাইকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের এজেন্টদের বিরুদ্ধে ৷ অভিযোগ, আঙুলে কালি লাগানোর পরে তাঁদের বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে তাঁদের ভোট দিতে দেওয়া হয় ৷ ওই 4 ভোটার ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের বাসিন্দা ৷ সেই কারণেই তাঁদের ভোট দিতে বাধা দেওয়া হয় ৷ অথচ অনেক বছর ধরেই বেহালার 300নং বুথে ভোট দিয়ে আসছেন তাঁরা ৷

বেহালা পশ্চিমের ভোটার, তবে ঠাকুরনগরের বাসিন্দা, তাই ভোট দিতে বাধা 4 ভাইকে

আরও পড়ুন : কাল শীতলকুচিতে মমতা, ব্লকে ব্লকে হবে প্রতিবাদ মিছিল

ইটিভি ভারতের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, 300নং বুথে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের এজেন্টের এনিয়ে তর্কাতর্কি হচ্ছে ৷ যেখানে ওই 4 ভোটারের একজনের ভোটার কার্ড বিজেপি প্রার্থীর হাতে ছিল ৷ তিনি নিজে ভোটার তালিকা থেকে তাঁদের নাম খুঁজে বের করে ক্যামেরার সামনে দেখান ৷ এর পরেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন ওই 4 জনকে ভোট দিতে দেওয়া হচ্ছে না ? পরবর্তী সময়ে ঠাকুরনগরের বাসিন্দা ওই 4 জনকে ভোট দিতে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.