কলকাতা, 10 এপ্রিল : বেহালা পশ্চিমের ক্ষুদিরামপল্লি সরস্বতী বিদ্যামন্দিরের 300নং বুথে 4 ভাইকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের এজেন্টদের বিরুদ্ধে ৷ অভিযোগ, আঙুলে কালি লাগানোর পরে তাঁদের বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের হস্তক্ষেপে তাঁদের ভোট দিতে দেওয়া হয় ৷ ওই 4 ভোটার ঠাকুরনগরের মতুয়া সম্প্রদায়ের বাসিন্দা ৷ সেই কারণেই তাঁদের ভোট দিতে বাধা দেওয়া হয় ৷ অথচ অনেক বছর ধরেই বেহালার 300নং বুথে ভোট দিয়ে আসছেন তাঁরা ৷
আরও পড়ুন : কাল শীতলকুচিতে মমতা, ব্লকে ব্লকে হবে প্রতিবাদ মিছিল
ইটিভি ভারতের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, 300নং বুথে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের এজেন্টের এনিয়ে তর্কাতর্কি হচ্ছে ৷ যেখানে ওই 4 ভোটারের একজনের ভোটার কার্ড বিজেপি প্রার্থীর হাতে ছিল ৷ তিনি নিজে ভোটার তালিকা থেকে তাঁদের নাম খুঁজে বের করে ক্যামেরার সামনে দেখান ৷ এর পরেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন ওই 4 জনকে ভোট দিতে দেওয়া হচ্ছে না ? পরবর্তী সময়ে ঠাকুরনগরের বাসিন্দা ওই 4 জনকে ভোট দিতে দেওয়া হয় ৷