ETV Bharat / city

ষষ্ঠ দফায় 66 প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ? - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বঙ্গে ষষ্ঠ দফার ভোটে মোট 306 জন প্রার্থীর মধ্যে কোটিপতি আছেন 66 জন ৷ এডিআর-এর রিপোর্টে এ কথা জানা গিয়েছে ৷ কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছে প্রায় সব দলের প্রতিনিধিত্ব ৷

bengal election 2021: 66 crorepati candidates in phase 6 polls in west bengal, finds adr
ষষ্ঠ দফায় 66 প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?
author img

By

Published : Apr 14, 2021, 3:02 PM IST

কলকাতা, 14 এপ্রিল: রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনে 22 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ আর 3 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷

রিপোর্টে জানা গিয়েছে, ষষ্ঠ দফার 306 জন প্রার্থীর মধ্যে 66 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...

সম্পদের মূল্যপ্রার্থীপ্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি103%
2 কোটি থেকে 5 কোটি টাকা238%
50 লাখ থেকে 2 কোটি টাকা7825%
10 লাখ থেকে 50 লাখ টাকা9831%
10 লাখের কম10133%

এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব..

দলকোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস28 (65%)
বিজেপি19 (44%)
জাতীয় কংগ্রেস2 (25%)
সিপিআইএম4 (17%)
নির্দল6 (7%)

আরও পড়ুন: পঞ্চম দফায় 20% প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?

ষষ্ঠ দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ হল 94.83 লক্ষ টাকা ৷ এই দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন উত্তর 24 পরগনার দমদম উত্তরের বিজেপি প্রার্থী ডা. অর্চনা মজুমদার ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 28 কোটি টাকার উপরে ৷ বাকি দুজনের একজন নির্দল ও একজন বিজেপির ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন করণদীঘির নির্দল প্রার্থী বিনয় কুমার দাস ৷ তাঁর সম্পদের পরিমাণ 22 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডু ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 16 কোটি টাকার বেশি ৷

আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন উত্তর 24 পরগনার ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ৷ দ্বিতীয় স্থানে আছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ তৃতীয় স্থানে আছেন ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডু ৷ কম সম্পদের অধিকারী 3 জন প্রার্থীর তালিকায় রয়েছেন গলসির বিএসপি প্রার্থী সন্দীপ সরকার, মঙ্গলকোটের বিএসপি প্রার্থী আবদুস সাবুর শেখ ও আউসগ্রামের এসইউসিআই(সি) প্রার্থী মনসা মেটে ৷

হলফনামায় দলগতভাবে গড় সম্পদের হিসেব পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, জাতীয় কংগ্রেসের 12 জন প্রার্থীর গড় সম্পদ 1.18 কোটি টাকা, তৃণমূল কংগ্রেসের 43 জন প্রার্থীর গড় সম্পদ 2.14 কোটি টাকা, বিজেপির 43 জন প্রার্থীর গড় সম্পদ 2.34 কোটি টাকা এবং সিপিআইএম-এর 23 জন প্রার্থীর গড় সম্পদ 68.43 লক্ষ টাকা ৷

কলকাতা, 14 এপ্রিল: রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনে 22 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ আর 3 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷

রিপোর্টে জানা গিয়েছে, ষষ্ঠ দফার 306 জন প্রার্থীর মধ্যে 66 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...

সম্পদের মূল্যপ্রার্থীপ্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি103%
2 কোটি থেকে 5 কোটি টাকা238%
50 লাখ থেকে 2 কোটি টাকা7825%
10 লাখ থেকে 50 লাখ টাকা9831%
10 লাখের কম10133%

এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব..

দলকোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস28 (65%)
বিজেপি19 (44%)
জাতীয় কংগ্রেস2 (25%)
সিপিআইএম4 (17%)
নির্দল6 (7%)

আরও পড়ুন: পঞ্চম দফায় 20% প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?

ষষ্ঠ দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ হল 94.83 লক্ষ টাকা ৷ এই দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন উত্তর 24 পরগনার দমদম উত্তরের বিজেপি প্রার্থী ডা. অর্চনা মজুমদার ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 28 কোটি টাকার উপরে ৷ বাকি দুজনের একজন নির্দল ও একজন বিজেপির ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন করণদীঘির নির্দল প্রার্থী বিনয় কুমার দাস ৷ তাঁর সম্পদের পরিমাণ 22 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডু ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 16 কোটি টাকার বেশি ৷

আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন উত্তর 24 পরগনার ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ৷ দ্বিতীয় স্থানে আছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ তৃতীয় স্থানে আছেন ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডু ৷ কম সম্পদের অধিকারী 3 জন প্রার্থীর তালিকায় রয়েছেন গলসির বিএসপি প্রার্থী সন্দীপ সরকার, মঙ্গলকোটের বিএসপি প্রার্থী আবদুস সাবুর শেখ ও আউসগ্রামের এসইউসিআই(সি) প্রার্থী মনসা মেটে ৷

হলফনামায় দলগতভাবে গড় সম্পদের হিসেব পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, জাতীয় কংগ্রেসের 12 জন প্রার্থীর গড় সম্পদ 1.18 কোটি টাকা, তৃণমূল কংগ্রেসের 43 জন প্রার্থীর গড় সম্পদ 2.14 কোটি টাকা, বিজেপির 43 জন প্রার্থীর গড় সম্পদ 2.34 কোটি টাকা এবং সিপিআইএম-এর 23 জন প্রার্থীর গড় সম্পদ 68.43 লক্ষ টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.