কলকাতা, 14 এপ্রিল: রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনে 22 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ আর 3 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷
রিপোর্টে জানা গিয়েছে, ষষ্ঠ দফার 306 জন প্রার্থীর মধ্যে 66 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...
সম্পদের মূল্য | প্রার্থী | প্রার্থীদের হার |
5 কোটি টাকা বা তার বেশি | 10 | 3% |
2 কোটি থেকে 5 কোটি টাকা | 23 | 8% |
50 লাখ থেকে 2 কোটি টাকা | 78 | 25% |
10 লাখ থেকে 50 লাখ টাকা | 98 | 31% |
10 লাখের কম | 101 | 33% |
এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব..
দল | কোটিপতি প্রার্থী |
তৃণমূল কংগ্রেস | 28 (65%) |
বিজেপি | 19 (44%) |
জাতীয় কংগ্রেস | 2 (25%) |
সিপিআইএম | 4 (17%) |
নির্দল | 6 (7%) |
আরও পড়ুন: পঞ্চম দফায় 20% প্রার্থী কোটিপতি, কোন দলের সম্পদ বেশি ?
ষষ্ঠ দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ হল 94.83 লক্ষ টাকা ৷ এই দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে শীর্ষে রয়েছেন উত্তর 24 পরগনার দমদম উত্তরের বিজেপি প্রার্থী ডা. অর্চনা মজুমদার ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 28 কোটি টাকার উপরে ৷ বাকি দুজনের একজন নির্দল ও একজন বিজেপির ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন করণদীঘির নির্দল প্রার্থী বিনয় কুমার দাস ৷ তাঁর সম্পদের পরিমাণ 22 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডু ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 16 কোটি টাকার বেশি ৷
আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন উত্তর 24 পরগনার ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী ৷ দ্বিতীয় স্থানে আছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ তৃতীয় স্থানে আছেন ইটাহারের বিজেপি প্রার্থী অমিত কুমার কুণ্ডু ৷ কম সম্পদের অধিকারী 3 জন প্রার্থীর তালিকায় রয়েছেন গলসির বিএসপি প্রার্থী সন্দীপ সরকার, মঙ্গলকোটের বিএসপি প্রার্থী আবদুস সাবুর শেখ ও আউসগ্রামের এসইউসিআই(সি) প্রার্থী মনসা মেটে ৷
হলফনামায় দলগতভাবে গড় সম্পদের হিসেব পর্যালোচনা করে দেখা গিয়েছে যে, জাতীয় কংগ্রেসের 12 জন প্রার্থীর গড় সম্পদ 1.18 কোটি টাকা, তৃণমূল কংগ্রেসের 43 জন প্রার্থীর গড় সম্পদ 2.14 কোটি টাকা, বিজেপির 43 জন প্রার্থীর গড় সম্পদ 2.34 কোটি টাকা এবং সিপিআইএম-এর 23 জন প্রার্থীর গড় সম্পদ 68.43 লক্ষ টাকা ৷