ETV Bharat / city

দ্বিতীয় দফায় 15% প্রার্থী কোটিপতি, রিপোর্ট এডিআর-এর

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে মোট 171 জন প্রার্থীর মধ্যে কোটিপতি আছেন 26 জন ৷ এডিআর-এর রিপোর্টে এ কথা জানা গিয়েছে ৷ কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছে প্রায় সব দলের প্রতিনিধিত্ব ৷

bengal election 2021: 15% candidates are crorepati in second Phase Bengal polls: adr report
দ্বিতীয় দফায় 15% প্রার্থী কোটিপতি, রিপোর্ট এডিআর-এর
author img

By

Published : Mar 25, 2021, 3:05 PM IST

Updated : Mar 25, 2021, 5:53 PM IST

কলকাতা, 25 মার্চ: রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে 15 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ আর 5 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷

রিপোর্টে জানা গিয়েছে, দ্বিতীয় দফার 171 জন প্রার্থীর মধ্যে 26 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...

সম্পদের মূল্যপ্রার্থীপ্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি85%
2 কোটি থেকে 5 কোটি টাকা95%
50 লাখ থেকে 2 কোটি টাকা4124%
10 লাখ থেকে 50 লাখ টাকা5432%
10 লাখের কম5934%

এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব...

দলদ্বিতীয় দফায় মোট প্রার্থীকোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস3011 (37%)
বিজেপি3010 (33%)
জাতীয় কংগ্রেস92 (22%)
ফরওয়ার্ড ব্লক11 (100%)
লোকসাম্য পার্টি11 (100%)
নির্দল 1 (3%)

দ্বিতীয় দফায় প্রার্থীদের মাথাপিছু সম্পদ হল 92.66 লক্ষ টাকা ৷ দ্বিতীয় দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে দুজন বিজেপির ও একজন তৃণমূলের ৷ এই তালিকায় সবার উপরে আছেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 19 কোটি টাকার উপরে ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা ৷ তাঁর সম্পদের পরিমাণ 14 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন তালডাংরার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 8 কোটি টাকার বেশি ৷

আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন দীপঙ্কর জানা ৷ দ্বিতীয় স্থানে আছেন অরূপ চক্রবর্তী ও তৃতীয় স্থানে আছেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী ৷ আয়করে দেখানো সোহমের নিজের রোজগার 52 লক্ষ টাকা ৷

প্রার্থীদের সম্পদ বৃদ্ধি নিয়ে ইলেকশন ওয়াচের অন্যতম পুরোধা উজ্জয়িনী হালিম বলেন, দীর্ঘদিন ধরে প্রার্থীদের সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। হলফনামা বিশ্লেষণ করে সেই অভিযোগ যে সত্য তার প্রমাণ উঠে এসেছে।

কলকাতা, 25 মার্চ: রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে 15 শতাংশ প্রার্থী কোটিপতি ৷ আর 5 শতাংশ প্রার্থীর সম্পদ 5 কোটি বা তারও বেশি ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে এসেছে ৷

রিপোর্টে জানা গিয়েছে, দ্বিতীয় দফার 171 জন প্রার্থীর মধ্যে 26 জন কোটিপতি ৷ একনজরে দেখে নেব প্রার্থীদের সম্পদ বণ্টনের হিসেব...

সম্পদের মূল্যপ্রার্থীপ্রার্থীদের হার
5 কোটি টাকা বা তার বেশি85%
2 কোটি থেকে 5 কোটি টাকা95%
50 লাখ থেকে 2 কোটি টাকা4124%
10 লাখ থেকে 50 লাখ টাকা5432%
10 লাখের কম5934%

এ বার দেখে নেওয়া যাক দলগতভাবে কোটিপতি প্রার্থীদের হিসেব...

দলদ্বিতীয় দফায় মোট প্রার্থীকোটিপতি প্রার্থী
তৃণমূল কংগ্রেস3011 (37%)
বিজেপি3010 (33%)
জাতীয় কংগ্রেস92 (22%)
ফরওয়ার্ড ব্লক11 (100%)
লোকসাম্য পার্টি11 (100%)
নির্দল 1 (3%)

দ্বিতীয় দফায় প্রার্থীদের মাথাপিছু সম্পদ হল 92.66 লক্ষ টাকা ৷ দ্বিতীয় দফায় উচ্চ সম্পদশালী প্রথম তিনজন প্রার্থীর মধ্যে দুজন বিজেপির ও একজন তৃণমূলের ৷ এই তালিকায় সবার উপরে আছেন ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 19 কোটি টাকার উপরে ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা ৷ তাঁর সম্পদের পরিমাণ 14 কোটি টাকার বেশি ৷ তৃতীয় স্থানে আছেন তালডাংরার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী ৷ তাঁর মোট সম্পদের পরিমাণ 8 কোটি টাকার বেশি ৷

আয়করে ঘোষিত উচ্চ আয়সম্পন্ন প্রার্থীদের প্রথম তিনজনের মধ্যে সবার উপরে আছেন দীপঙ্কর জানা ৷ দ্বিতীয় স্থানে আছেন অরূপ চক্রবর্তী ও তৃতীয় স্থানে আছেন তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী ৷ আয়করে দেখানো সোহমের নিজের রোজগার 52 লক্ষ টাকা ৷

প্রার্থীদের সম্পদ বৃদ্ধি নিয়ে ইলেকশন ওয়াচের অন্যতম পুরোধা উজ্জয়িনী হালিম বলেন, দীর্ঘদিন ধরে প্রার্থীদের সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। হলফনামা বিশ্লেষণ করে সেই অভিযোগ যে সত্য তার প্রমাণ উঠে এসেছে।

Last Updated : Mar 25, 2021, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.