ETV Bharat / city

Teachers Recruitment : আগামী 2 মাসে 15 হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা ব্রাত্যের

স্কুল সার্ভিস কমিশনে (The West Bengal Central School Service Commission) নিয়োগের কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ৷ মঙ্গলবার বিধানসভায় মন্ত্রী আগামী 2 মাসে 15 হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন ৷

Teachers Recruitment through SSC
আগামী 2 মাসে 15 হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা ব্রাত্যের, Teachers Recruitment
author img

By

Published : Nov 16, 2021, 12:57 PM IST

Updated : Nov 16, 2021, 3:45 PM IST

কলকাতা, 16 নভেম্বর : আগামী 2 মাসে 15 হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ৷ মঙ্গলবার বিধানসভায় এই ঘোষণা করেন তিনি ৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের জট কাটলে আগামী দু'মাসের মধ্যে শিক্ষা দফতরে 15 হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে । রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সবটাই অনলাইনে হওয়ায় স্বচ্ছতা রয়েছে । মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় তার বাস্তবায়ন হয়েছে ।

জাতীয় শিক্ষানীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মন্ত্রী ৷ বলেন, "জাতীয় শিক্ষানীতি নিয়ে ফতোয়া চাপিয়ে দিলে মেনে নেব তার কোনও মানে নেই‌ । বাঙালির শিক্ষা বিষয়ে একটা চিন্তা আছে । জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে । একতরফা ফতোয়া মানব না ।"

আগামী 2 মাসে 15 হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা ব্রাত্যের

আরও পড়ুন : Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল

কলকাতা, 16 নভেম্বর : আগামী 2 মাসে 15 হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ৷ মঙ্গলবার বিধানসভায় এই ঘোষণা করেন তিনি ৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের জট কাটলে আগামী দু'মাসের মধ্যে শিক্ষা দফতরে 15 হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যে । রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সবটাই অনলাইনে হওয়ায় স্বচ্ছতা রয়েছে । মুখ্যমন্ত্রীর চিন্তাধারায় তার বাস্তবায়ন হয়েছে ।

জাতীয় শিক্ষানীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মন্ত্রী ৷ বলেন, "জাতীয় শিক্ষানীতি নিয়ে ফতোয়া চাপিয়ে দিলে মেনে নেব তার কোনও মানে নেই‌ । বাঙালির শিক্ষা বিষয়ে একটা চিন্তা আছে । জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে । একতরফা ফতোয়া মানব না ।"

আগামী 2 মাসে 15 হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা ব্রাত্যের

আরও পড়ুন : Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল

Last Updated : Nov 16, 2021, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.