ETV Bharat / city

অভিজিতের নোবেলে উচ্ছ্বসিত বাংলার অর্থনীতিমহল - অভিরূপ সরকার

অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ তাঁর নোবেল প্রাপ্তিতে খুশির হাওয়ার বাংলার অর্থনীতিমহলে ৷

অর্থনীতিমহল
author img

By

Published : Oct 14, 2019, 5:23 PM IST

Updated : Oct 14, 2019, 9:06 PM IST

কলকাতা, 14 অক্টোবর : অর্মত্য সেনের পর ফের অর্থনীতিতে নোবেল পেলেন এক বাঙালি ৷ তিনি অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত বাংলার অর্থনীতিমহল ৷ বিশ্বের দরবারে ফের একবার বাঙালির নাম উজ্জ্বল হওয়ায় গর্বিত অর্থনীতিবিদরা ৷

বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্য চলতি বছরে নোবেল দেওয়া হল অভিজিৎ ব্যানার্জি, এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারকে ৷ দীর্ঘদিন ধরেই যৌথভাবে তাঁরা বিশ্বে দারিদ্র্য নিয়ে কাজ করছেন ৷ আগেই ভারতীয় উপমহাদেশ সহ আফ্রিকার বিভিন্ন দেশে তাঁদের কাজ প্রশংসা কুড়িয়েছে ৷ এবার নোবেল কমিটির স্বীকৃতি পেলেন তিন অর্থনীতিবিদ ৷ 58 বছরের অভিজিতের জন্ম ভারতে ৷ বর্তমানে অ্যামেরিকার নাগরিক হলেও তিনি তো একজন বাঙালি ৷ তাই উচ্ছ্বসিত বাংলার অর্থনীতিমহল ৷

এই সংক্রান্ত আরও খবর : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

অভিজিতের নোবেল প্রাপ্তিতে কী বললেন বাংলার অর্থনীতিবিদরা ?

অভিরূপ সরকার : এর থেকে আর ভালো খবর আর কী হতে পারে ! অভিজিৎ নোবেল পেয়েছে, এটাই সবচেয়ে বড় খবর । মূলত উন্নয়নমূলক অর্থনীতির উপর কাজ করেন সস্ত্রীক অভিজিৎ । ভারত, আফ্রিকার 'পোভার্টি লাইন ইকোনমি'-র উপর কাজের স্বীকৃতি পেলেন তিনি । আমার সত্যিই গর্ব হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : সাগরপারে ছেলের জয়ে উচ্ছ্বসিত মা

অসীম দাশগুপ্ত : অভিজিৎ নোবেল পাওয়ায় আমি খুব খুশি ৷ তাঁকে অভিনন্দন জানাচ্ছি ৷

এই সংক্রান্ত আরও খবর : দেখেই বোঝা যেত অনেক দূর যাবে, বললেন অভিজিতের সহপাঠী

কলকাতা, 14 অক্টোবর : অর্মত্য সেনের পর ফের অর্থনীতিতে নোবেল পেলেন এক বাঙালি ৷ তিনি অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত বাংলার অর্থনীতিমহল ৷ বিশ্বের দরবারে ফের একবার বাঙালির নাম উজ্জ্বল হওয়ায় গর্বিত অর্থনীতিবিদরা ৷

বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্য চলতি বছরে নোবেল দেওয়া হল অভিজিৎ ব্যানার্জি, এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারকে ৷ দীর্ঘদিন ধরেই যৌথভাবে তাঁরা বিশ্বে দারিদ্র্য নিয়ে কাজ করছেন ৷ আগেই ভারতীয় উপমহাদেশ সহ আফ্রিকার বিভিন্ন দেশে তাঁদের কাজ প্রশংসা কুড়িয়েছে ৷ এবার নোবেল কমিটির স্বীকৃতি পেলেন তিন অর্থনীতিবিদ ৷ 58 বছরের অভিজিতের জন্ম ভারতে ৷ বর্তমানে অ্যামেরিকার নাগরিক হলেও তিনি তো একজন বাঙালি ৷ তাই উচ্ছ্বসিত বাংলার অর্থনীতিমহল ৷

এই সংক্রান্ত আরও খবর : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

অভিজিতের নোবেল প্রাপ্তিতে কী বললেন বাংলার অর্থনীতিবিদরা ?

অভিরূপ সরকার : এর থেকে আর ভালো খবর আর কী হতে পারে ! অভিজিৎ নোবেল পেয়েছে, এটাই সবচেয়ে বড় খবর । মূলত উন্নয়নমূলক অর্থনীতির উপর কাজ করেন সস্ত্রীক অভিজিৎ । ভারত, আফ্রিকার 'পোভার্টি লাইন ইকোনমি'-র উপর কাজের স্বীকৃতি পেলেন তিনি । আমার সত্যিই গর্ব হচ্ছে ।

এই সংক্রান্ত আরও খবর : সাগরপারে ছেলের জয়ে উচ্ছ্বসিত মা

অসীম দাশগুপ্ত : অভিজিৎ নোবেল পাওয়ায় আমি খুব খুশি ৷ তাঁকে অভিনন্দন জানাচ্ছি ৷

এই সংক্রান্ত আরও খবর : দেখেই বোঝা যেত অনেক দূর যাবে, বললেন অভিজিতের সহপাঠী

Intro:কলকাতা, 14 অক্টোবর: ফের অর্থনীতিতে বাঙালির জয়জয়কার। অমর্ত্য সেনের পর ফের নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী এস্থার ডাফলো, ক্রেমার যৌথভাবেই প্রভার্টি লাইন ইকোনমির উপর কাজ করছিলেন। এই উপমহাদেশসহ,আফ্রিকার বেশ কয়েকটি দেশের উপর তার কাজ এর আগেই প্রশংসা কুড়িয়েছিল। Body:অভিজিতের নোবেল পাওয়ার বিষয়টি পৃথিবী ভারতের কাছেই প্রথম শোনেন অভিরূপ সরকার। তারপর রীতিমত উচ্ছ্বাসের ঢঙে বললেন, “ এর থেকে আর ভালো খবর কি বা হতে পারে। অভিজিৎ নোবেল পেয়েছে এটাই সবচেয়ে বড় খবর। মূলত উন্নয়নের অর্থনীতির ওপর কাজ করেন সস্ত্রীক অভিজিৎ। ভারত, আফ্রিকার পোভার্টি লাইন ইকোনমির ওপর তার কাজের স্বীকৃতি পেলেন তিনি। আমার সত্যিই গর্ব হচ্ছে।" Conclusion:
Last Updated : Oct 14, 2019, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.