কলকাতা, 14 অক্টোবর : অর্মত্য সেনের পর ফের অর্থনীতিতে নোবেল পেলেন এক বাঙালি ৷ তিনি অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ৷ এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত বাংলার অর্থনীতিমহল ৷ বিশ্বের দরবারে ফের একবার বাঙালির নাম উজ্জ্বল হওয়ায় গর্বিত অর্থনীতিবিদরা ৷
বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্য চলতি বছরে নোবেল দেওয়া হল অভিজিৎ ব্যানার্জি, এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারকে ৷ দীর্ঘদিন ধরেই যৌথভাবে তাঁরা বিশ্বে দারিদ্র্য নিয়ে কাজ করছেন ৷ আগেই ভারতীয় উপমহাদেশ সহ আফ্রিকার বিভিন্ন দেশে তাঁদের কাজ প্রশংসা কুড়িয়েছে ৷ এবার নোবেল কমিটির স্বীকৃতি পেলেন তিন অর্থনীতিবিদ ৷ 58 বছরের অভিজিতের জন্ম ভারতে ৷ বর্তমানে অ্যামেরিকার নাগরিক হলেও তিনি তো একজন বাঙালি ৷ তাই উচ্ছ্বসিত বাংলার অর্থনীতিমহল ৷
এই সংক্রান্ত আরও খবর : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি
অভিজিতের নোবেল প্রাপ্তিতে কী বললেন বাংলার অর্থনীতিবিদরা ?
অভিরূপ সরকার : এর থেকে আর ভালো খবর আর কী হতে পারে ! অভিজিৎ নোবেল পেয়েছে, এটাই সবচেয়ে বড় খবর । মূলত উন্নয়নমূলক অর্থনীতির উপর কাজ করেন সস্ত্রীক অভিজিৎ । ভারত, আফ্রিকার 'পোভার্টি লাইন ইকোনমি'-র উপর কাজের স্বীকৃতি পেলেন তিনি । আমার সত্যিই গর্ব হচ্ছে ।
এই সংক্রান্ত আরও খবর : সাগরপারে ছেলের জয়ে উচ্ছ্বসিত মা
অসীম দাশগুপ্ত : অভিজিৎ নোবেল পাওয়ায় আমি খুব খুশি ৷ তাঁকে অভিনন্দন জানাচ্ছি ৷
এই সংক্রান্ত আরও খবর : দেখেই বোঝা যেত অনেক দূর যাবে, বললেন অভিজিতের সহপাঠী