কলকাতা, 11 জুন : রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির জেরে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা । যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে ৷ কিন্তু কেন পুলিশ-প্রশাসন এই সিদ্ধান্ত নিল, শনিবার সোশ্যাল মিডিয়ায় আপেলের মাধ্যমে সেই ব্যাখ্যা দিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (Bengal DGP Monoj Malaviya Social Media Post on Internet Ban) ।
তাঁর ব্যাখ্যা, একটা পচা আপেল গোটা ঝুড়ির ভালো আপেলকে নষ্ট করে দিতে পারে ৷ ঠিক একই রকম ভাবে কোনও একজনের ছড়ানো গুজব ইন্টারনেটের মাধ্যমে হু হু করে ছড়িয়ে যেতে পারে ৷ তাতে সমস্যা বৃদ্ধির আশঙ্কা থাকে ৷ সেই কারণে ছবিতে একটি ভালো আপেল ও একটি পচা আপেল ব্যবহার করেছেন ডিজি ৷ একই সঙ্গে তিনি বোঝাতে চেয়েছেন যে ইন্টারনেটকে হাতিয়ার করে গুজব যাতে ছড়ানো না হয়, তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে ৷
-
শান্তি নষ্ট হতে দেবেন না। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। মিথ্যা খবর সম্পর্কে নিকটবর্তী থানায় জানান।#সত্যেরসাথেসুরক্ষারসাথে#WestBengalPolice4U @WBPolice pic.twitter.com/RzVc5H6R1l
— M Malaviya IPS (@mmalaviya1) June 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">শান্তি নষ্ট হতে দেবেন না। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। মিথ্যা খবর সম্পর্কে নিকটবর্তী থানায় জানান।#সত্যেরসাথেসুরক্ষারসাথে#WestBengalPolice4U @WBPolice pic.twitter.com/RzVc5H6R1l
— M Malaviya IPS (@mmalaviya1) June 11, 2022শান্তি নষ্ট হতে দেবেন না। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। মিথ্যা খবর সম্পর্কে নিকটবর্তী থানায় জানান।#সত্যেরসাথেসুরক্ষারসাথে#WestBengalPolice4U @WBPolice pic.twitter.com/RzVc5H6R1l
— M Malaviya IPS (@mmalaviya1) June 11, 2022
গত কয়েকদিন ধরে বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়া ৷ এছাড়া রাজ্যের অন্য কয়েকটি এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে ৷ ফলে হাওড়ায় সোমবার সকাল 6টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে (Internet Ban on Howrah) ৷ মুর্শিদাবাদের একাংশেও এই নির্দেশ জারি করা হয়েছে ৷
কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হচ্ছে ৷ কারণ, ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে ইন্টারনেট না থাকলে খুবই সমস্যায় পড়তে হয় ৷ তাই পুলিশের এই সিদ্ধান্তের এই বিরোধিতা করছেন অনেকে ৷ কিন্তু ডিজির সোশ্য়াল মিডিয়া পোস্টে স্পষ্ট যে পরিস্থিতি নিয়ন্ত্রণেই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে পুলিশ ৷
আরও পড়ুন : Prophet Remarks Row: হাওড়ায় বন্ধ ইন্টারনেট, গ্রেফতার অন্তত 53