কলকাতা, 7 সেপ্টেম্বর : বগটুই (Bagtui Massacre) থেকে হাঁসখালি হোক বা বাগুইআটি (Baguiati Double Murder), বারবার পুলিশি ব্যর্থতায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । প্রত্যেকবার অভিযোগ উঠেছে, ঠিকমতো কাজ করছে না পুলিশ । বারবার সতর্ক করেও বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ কোনোভাবেই নিরসন করা যাচ্ছে না ৷ আর সে কারণেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ।
করোনা কালে যেভাবে কলকাতা থেকে জেলা সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে পুলিশকে, যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে সামনে থেকে মানুষের সুরক্ষার কাজে নেতৃত্ব দিয়েছে পুলিশ বাহিনী, তার বারবারই প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী । কিন্তু বারবার পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা তাঁর সাফল্যের ক্ষেত্রেও ভাগ বসাচ্ছে । আর সে কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ।
বুধবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে প্রথমেই ডিজির খোঁজ করেন মুখ্যমন্ত্রী । এবং তাঁর কাছে জানতে চান, ‘‘এটা কী হচ্ছে ?’’ বাগুইহাটির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘এই ধরনের একটা সেনসিটিভ ইস্যু, কেন কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না ।’’ যেহেতু এক্ষেত্রে দু’জন মাধ্যমিক পরীক্ষার্থীর বিষয়, তাই তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দেন এখানে তিনি কোনোভাবে কোনও গাফিলতি বরদাস্ত করবেন না ।
নবান্ন সূত্র থেকে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী ডিজির কাছে জানতে চান, একের পর এক ঘটনায় কেন রাজ্য পুলিশের এই ব্যর্থতা হচ্ছে ? কেন প্রশ্নের মুখে পড়ছে রাজ্য পুলিশের ভূমিকা ! এক্ষেত্রে প্রথম দিন থেকেই যে পদক্ষেপ করার প্রয়োজন ছিল, তা কেন করা হয়নি । বিশেষ করে যখন দুই ছাত্রের বাবা প্রথম থেকেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে, পুলিশের উপর ভরসা করছে, সেখানে এ ধরনের গাফিলতি তিনি কোনোভাবেই মেনে নেবেন না ।
প্রসঙ্গত, এই ঘটনায় বিধাননগরের কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী । তৎক্ষণাৎ তিনি নির্দেশ দেন আগে বাগুইহাটি থানার আইসিকে ক্লোজ করা হোক । পরবর্তীতে অবশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমেই এই ঘটনার আইও এবং বাগুইহাটি থানার আইসিকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয় ।
দিনের শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক সম্মেলন করে সে কথা জানিয়েও দেন । এরপরেও কিন্তু রাজনৈতিক মহল সরকারি পদক্ষেপ বা রাজ্য পুলিশের উপর আর আস্থা রাখতে পারছেন না । এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে বলেই মনে করছেন তাঁরা ।
অন্যদিকে রাজ্যের বিরোধীদল বিজেপি (BJP) অবশ্য মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকেও আই ওয়াশ বলছে । এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী তো প্রতিক্ষেত্রেই এই ধরনের কড়া কথা বলেন । কিন্তু এরপরেও পুলিশের নিষ্ক্রিয় চেহারার বদল হয় না ।’’
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ এলে ৭ দিনেই সমাধান চান মমতা