ETV Bharat / city

বাংলাকে গুজরাত হতে দেব না : মমতা

ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাবেন । একাধিকবার একথা শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । একই কথা শোনা গিয়েছে অন্য বিজেপি নেতাদের গলাতেও । আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে গুজরাত হতে দেবেন না ।

Mamata Banerjee
বাংলাকে গুজরাত হতে দেবনা
author img

By

Published : Dec 23, 2020, 10:14 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : বাংলাকে গুজরাত হতে দেবেন না ৷ বাংলা সংগীত মেলার উদ্বোধনে এসে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে একাধিকবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাবেন ।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যতই বাংলার নামে বদনাম করার চেষ্টা করুক, কিন্তু এমন দিন আসবে যখন বাংলাকে সারা বিশ্ব স্যালুট করবে ৷ বাংলাকে গুজরাত হতে দেব না ৷" একই সঙ্গে তাঁর সংযোজন,"জাতীয় সংগীত, জাতীয় স্তোত্র, জয়হিন্দ স্লোগান বাংলা থেকেই সারা বিশ্বে ছড়িয়েছে ৷ "

নাম না করেই বিজেপিকে আক্রমণ মমতার

বাংলা সংগীত মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিভিন্ন ঘরানার শিল্পীরা ৷ তাঁদের উদ্দেশে তিনি বলেন, "এক একটা শিল্প গোষ্ঠীর এক একটা কালার ৷ তার মানে মাল্টি কালার ৷ কোনও ভেদাভেদ নেই ৷" তিনি নাম না করলেও বিজেপির সমালোচনা করতে ছাড়েননি ৷ শিল্পীদের কাছে তাঁর আবেদন, "আমরা সবাই এক ৷ উই আর ফর অল ৷ মানব জীবনে কেউ হিন্দু, কেউ মুসলমান কেউ আলাদা ৷ সবাই মিলিতভাবে একটা পরিবার ৷ দয়া করে এই ভাবকে বদলাবেন না ৷"

আজ লোকশিল্পীদের সরকারি কর্মসূচির প্রচারে আরও উদ্যোগী হতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন,"লোকশিল্পীদের যাঁদের লোকপ্রসার গ্রুপের আওতায় এনেছি তাঁদের কাছে অনুরোধ করব, তাঁরা যেন সরকারি কর্মসূচির প্রচারে অংশ নেন ৷ এর ফলে আপনাদের রোজগারও বাড়বে ৷ জানুযারি-ফেব্রুয়ারিতে আমরা 630টা মেলা করব ৷ এই মেলায় শিল্পীরাও গান গাইবার সুযোগ পাবেন ৷"

আরও পড়ুন :কৃষকদের সঙ্গে থাকার বার্তা মমতার, সিঙ্ঘু বর্ডারে তৃণমূলের 5 সাংসদ

আগামী আট দিন ধরে সংগীত মেলা চলবে ৷ রবীন্দ্র সদনের একতারা মঞ্চ, শিশির মঞ্চ, মধুসূদন মুক্তমঞ্চ, ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চ, হেদুয়া পার্ক, মোহন কুঞ্জ, দেশপ্রিয় পার্ক, রবীন্দ্র ওকাকুরা ভবন ও রাজ্যের সংগীত অ্যাকাডেমির মুক্ত মঞ্চে অংশগ্রহণ করবেন প্রায় পাঁচ হাজার শিল্পী ৷ মুখ্যমন্ত্রী বলেন,"বাউল, ফকিরি, ঝুমুর, হাওয়াইয়া, লেপচাদের গান সহ লোকসংগীতকে বিশ্বের দরবারে তুলে ধরা হবে ৷"

কলকাতা, 23 ডিসেম্বর : বাংলাকে গুজরাত হতে দেবেন না ৷ বাংলা সংগীত মেলার উদ্বোধনে এসে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে একাধিকবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ক্ষমতায় এলে বাংলাকে গুজরাত বানাবেন ।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যতই বাংলার নামে বদনাম করার চেষ্টা করুক, কিন্তু এমন দিন আসবে যখন বাংলাকে সারা বিশ্ব স্যালুট করবে ৷ বাংলাকে গুজরাত হতে দেব না ৷" একই সঙ্গে তাঁর সংযোজন,"জাতীয় সংগীত, জাতীয় স্তোত্র, জয়হিন্দ স্লোগান বাংলা থেকেই সারা বিশ্বে ছড়িয়েছে ৷ "

নাম না করেই বিজেপিকে আক্রমণ মমতার

বাংলা সংগীত মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বিভিন্ন ঘরানার শিল্পীরা ৷ তাঁদের উদ্দেশে তিনি বলেন, "এক একটা শিল্প গোষ্ঠীর এক একটা কালার ৷ তার মানে মাল্টি কালার ৷ কোনও ভেদাভেদ নেই ৷" তিনি নাম না করলেও বিজেপির সমালোচনা করতে ছাড়েননি ৷ শিল্পীদের কাছে তাঁর আবেদন, "আমরা সবাই এক ৷ উই আর ফর অল ৷ মানব জীবনে কেউ হিন্দু, কেউ মুসলমান কেউ আলাদা ৷ সবাই মিলিতভাবে একটা পরিবার ৷ দয়া করে এই ভাবকে বদলাবেন না ৷"

আজ লোকশিল্পীদের সরকারি কর্মসূচির প্রচারে আরও উদ্যোগী হতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন,"লোকশিল্পীদের যাঁদের লোকপ্রসার গ্রুপের আওতায় এনেছি তাঁদের কাছে অনুরোধ করব, তাঁরা যেন সরকারি কর্মসূচির প্রচারে অংশ নেন ৷ এর ফলে আপনাদের রোজগারও বাড়বে ৷ জানুযারি-ফেব্রুয়ারিতে আমরা 630টা মেলা করব ৷ এই মেলায় শিল্পীরাও গান গাইবার সুযোগ পাবেন ৷"

আরও পড়ুন :কৃষকদের সঙ্গে থাকার বার্তা মমতার, সিঙ্ঘু বর্ডারে তৃণমূলের 5 সাংসদ

আগামী আট দিন ধরে সংগীত মেলা চলবে ৷ রবীন্দ্র সদনের একতারা মঞ্চ, শিশির মঞ্চ, মধুসূদন মুক্তমঞ্চ, ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চ, হেদুয়া পার্ক, মোহন কুঞ্জ, দেশপ্রিয় পার্ক, রবীন্দ্র ওকাকুরা ভবন ও রাজ্যের সংগীত অ্যাকাডেমির মুক্ত মঞ্চে অংশগ্রহণ করবেন প্রায় পাঁচ হাজার শিল্পী ৷ মুখ্যমন্ত্রী বলেন,"বাউল, ফকিরি, ঝুমুর, হাওয়াইয়া, লেপচাদের গান সহ লোকসংগীতকে বিশ্বের দরবারে তুলে ধরা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.