কলকাতা, 27 মার্চ : লক ডাউন পরিস্থিতিতে আপামর জনতা কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন । তবে সব থেকে বেশি অসুবিধায় পড়ছেন দিন আনা দিন খাওয়া মানুষজন । তাই এবার গণ পরিবহণের সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মীর কথা মাথায় রেখেই আগামী ছ’মাসের জন্য বিমা ও ট্যাক্সের উপর ছাড় দেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্র সরকারকে চিঠি দেবে বাস সংগঠন ।
জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "ভারতবর্ষে কৃষি কাজের পরেই গণ পরিবহণে কর্মীর সংখ্যা অনেক বেশি । কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্তরে আর্থিক সাহায্য বা রিলিফের ঘোষণা করলেও গণ পরিবহণের ক্ষেত্রে এখনও তেমন কোনও প্যাকেজের ঘোষণা করেনি । তাই কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন, তারা যেন গণ পরিবহণের শ্রমিকদের কথা চিন্তা করে দ্রুত একটি আর্থিক সাহায্য ঘোষণা করেন ৷ যাতে আমাদের সত্যিই উপকার হবে ।" তিনি আরও বলেন যে, ‘‘প্রতি মাসে একটি বাস চলুক বা না চলুক বিভিন্ন খাতে মালিকদের 40 থেকে 50 হাজার টাকা দিতে হয় । তাই দু’মাস বা তার বেশি যদি বাসগুলি না চলে তাহলে ব্যাপক আর্থিক অনটনের মধ্যে পড়তে হবে বাস মালিকদের ।" তাই হাজার হাজার কর্মীর কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের কাছে আগামী ছ’মাস EMI, ইন্সিওরেন্স এবং ট্যাক্স মকুব করার জন্য আর্জি জানাচ্ছি ।"
এই বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে দ্রুত চিঠিও দেওয়া হবে বলে জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট । রিজার্ভ ব্যাংক আগামী তিন মাস EMI স্থগিত করে মরাটরিয়াম পিরিয়ড চালু করতে ব্যাঙ্কগুলিকে সুপারিশ করেছে । তাই এই বিষয়টিকে মাথায় রেখেই ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বোস বলেন যে, "বাণিজ্যিক যানবাহনের লোনের ক্ষেত্রে আমাদের দাবি, এই তিন মাসের মরাটরিয়াম পিরিয়ডে বকেয়া মূলধনী ঋণের উপর সুদও চালু রাখা যাবে না । এই মেয়াদ প্রয়োজনে ছ’মাস পর্যন্ত করতে হবে । যে কোনও ঋণ চুক্তিতে যে অঙ্কের EMI এবং যে ক’মাসের কিস্তি বকেয়া, সেই ক'মাস এবং সেই পূর্ব সিদ্ধান্ত EMI শোধ করবেন ঋণ গ্রহীতারা ।"