ETV Bharat / city

State BJP Plan: লক্ষ্য 2024 লোকসভা ভোট, রাজ্য বিজেপি'তে নতুন মুখেদের প্রাধান্য - State BJP Plan

রাজ্য বিজেপি'র পাখির চোখ 2024 লোকসভা নির্বাচন ৷ সেই লক্ষ্য়ে সংগঠনে নতুন মুখেদের প্রাধান্য রাজ্য বিজেপি'তে (bengal BJP will give priority to the new faces in all its state committees) ৷

State BJP Plan
রাজ্যের সংগঠনে নতুন মুখেদের প্রাধান্য দিচ্ছে বিজেপি
author img

By

Published : Jan 7, 2022, 9:29 AM IST

Updated : Jan 7, 2022, 10:13 AM IST

কলকাতা, 7 জানুয়ারি : মিশন 2024 এর লোকসভা নির্বাচন । সেই লক্ষ্যে এখন থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য কমিটি, জেলা কমিটি-সহ সব কমিটিতেই নতুনদের প্রাধান্য দিতে চলেছে বিজেপি (bengal BJP will give priority to the new faces in all its state committees) । লোকসভা নির্বাচনের এখনও প্রায় 2 বছর বাকি থাকলেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন থেকেই তার মাটি প্রস্তুত করতে চাইছে বাংলায় । লক্ষ্য 2019 সালে এরাজ্যে জেতা 18টি আসন ধরে রাখা ।

নিজেদের এই লক্ষ্যপূরণের জন্য রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রকে 42টি সাংগঠনিক জেলায় ভাগ করছে গেরুয়া শিবির । আর এরমধ্যে 30টি জেলাতেই বিজেপি নিজেদের সংগঠনে নতুন মুখকে প্রাধান্য দিয়েছে । এখানে 70 শতাংশই নতুন মুখ । রয়েছে 30 বছরের কম বয়সিদের প্রাধান্যও । কমিটিগুলিতে জায়গা করে দেওয়া হয়েছে নবীন প্রজন্মকে ।

বিজেপি সূত্রে খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ নির্দেশ দিয়েছেন, পৌরসভা বা পঞ্চায়েত ভোট তাদের লক্ষ্য নয় । বিজেপি'র পখির চোখ 2024 লোকসভা ও 2026 বিধানসভা নির্বাচন । তার জন্য এখন থেকেই জমি তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি । পদ্ম শিবির মনে করছে, এই মুহূর্তে রাজ্যে তৃণমূলের সংগঠন এতটাই শক্তিশালী যে স্থানীয় নির্বাচনগুলিকে এখন আর টার্গেট করে লাভ নেই ৷ এপ্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমরা 2024-এর জন্যই প্রস্তুতি নিচ্ছি । দিল্লিতে নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার তৈরির জন্য বাংলা থেকে যথেষ্ট সংখ্যক আসন আমরা তাঁর হাত শক্ত করার জন্য তুলে দেব । তার জন্যই সংগঠনের কাজ চলছে ৷"

আরও পড়ুন : "গঙ্গাসাগর মেলা নিয়ে সিদ্ধান্ত রাজ্য সরকারকেই নিতে হবে": সুকান্ত

বিজেপির সূত্রে খবর, দল চাইছে নবীন প্রজন্মের নেতৃত্ব আরও অভিজ্ঞ হোক ৷ তার আগে রাজ্যে সংগঠনের জমি তৈরি করার নির্দেশ দেওয়া হচ্ছে । রাজ্য বিজেপি'র নয়া কমিটি নিয়ে জেলায় জেলায় দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে ইতিমধ্যেই । তবে সেই ক্ষোভকে পাত্তা দিচ্ছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । কারণ দিল্লি থেকেই সব কমিটিতেই নতুন মুখ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । সামনেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে নির্বাচন ৷ গেরুয়া শিবিরের ধারণা, যদি ওই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করে, তা হলে রাজ্যেও দলের পক্ষে একটা হাওয়া তৈরি হবে । সেই হাওয়ায় বাংলায় দলীয় সংগঠন আরও চাঙ্গা হবে ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও রাজ্য নেতৃত্বকে 2024 লোকসভা নির্বাচনের জন্য প্রস্ততি শুরু করার নির্দেশ দিয়েছেন ৷ বিজেপি এখন বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করায় মন দিতে চাইছে ৷ তাই প্রতি বুথে 5 জন করে বুথ সৈনিক পদও তৈরি করা হয়েছে । প্রথমে বুথ তারপরে মণ্ডল, এরপর জেলা, এভাবেই রাজ্যে নিজেদের সংগঠন সাজাতে চায় বিজেপি ৷

কলকাতা, 7 জানুয়ারি : মিশন 2024 এর লোকসভা নির্বাচন । সেই লক্ষ্যে এখন থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য কমিটি, জেলা কমিটি-সহ সব কমিটিতেই নতুনদের প্রাধান্য দিতে চলেছে বিজেপি (bengal BJP will give priority to the new faces in all its state committees) । লোকসভা নির্বাচনের এখনও প্রায় 2 বছর বাকি থাকলেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন থেকেই তার মাটি প্রস্তুত করতে চাইছে বাংলায় । লক্ষ্য 2019 সালে এরাজ্যে জেতা 18টি আসন ধরে রাখা ।

নিজেদের এই লক্ষ্যপূরণের জন্য রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রকে 42টি সাংগঠনিক জেলায় ভাগ করছে গেরুয়া শিবির । আর এরমধ্যে 30টি জেলাতেই বিজেপি নিজেদের সংগঠনে নতুন মুখকে প্রাধান্য দিয়েছে । এখানে 70 শতাংশই নতুন মুখ । রয়েছে 30 বছরের কম বয়সিদের প্রাধান্যও । কমিটিগুলিতে জায়গা করে দেওয়া হয়েছে নবীন প্রজন্মকে ।

বিজেপি সূত্রে খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ নির্দেশ দিয়েছেন, পৌরসভা বা পঞ্চায়েত ভোট তাদের লক্ষ্য নয় । বিজেপি'র পখির চোখ 2024 লোকসভা ও 2026 বিধানসভা নির্বাচন । তার জন্য এখন থেকেই জমি তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি । পদ্ম শিবির মনে করছে, এই মুহূর্তে রাজ্যে তৃণমূলের সংগঠন এতটাই শক্তিশালী যে স্থানীয় নির্বাচনগুলিকে এখন আর টার্গেট করে লাভ নেই ৷ এপ্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমরা 2024-এর জন্যই প্রস্তুতি নিচ্ছি । দিল্লিতে নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার তৈরির জন্য বাংলা থেকে যথেষ্ট সংখ্যক আসন আমরা তাঁর হাত শক্ত করার জন্য তুলে দেব । তার জন্যই সংগঠনের কাজ চলছে ৷"

আরও পড়ুন : "গঙ্গাসাগর মেলা নিয়ে সিদ্ধান্ত রাজ্য সরকারকেই নিতে হবে": সুকান্ত

বিজেপির সূত্রে খবর, দল চাইছে নবীন প্রজন্মের নেতৃত্ব আরও অভিজ্ঞ হোক ৷ তার আগে রাজ্যে সংগঠনের জমি তৈরি করার নির্দেশ দেওয়া হচ্ছে । রাজ্য বিজেপি'র নয়া কমিটি নিয়ে জেলায় জেলায় দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে ইতিমধ্যেই । তবে সেই ক্ষোভকে পাত্তা দিচ্ছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । কারণ দিল্লি থেকেই সব কমিটিতেই নতুন মুখ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । সামনেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে নির্বাচন ৷ গেরুয়া শিবিরের ধারণা, যদি ওই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করে, তা হলে রাজ্যেও দলের পক্ষে একটা হাওয়া তৈরি হবে । সেই হাওয়ায় বাংলায় দলীয় সংগঠন আরও চাঙ্গা হবে ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও রাজ্য নেতৃত্বকে 2024 লোকসভা নির্বাচনের জন্য প্রস্ততি শুরু করার নির্দেশ দিয়েছেন ৷ বিজেপি এখন বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করায় মন দিতে চাইছে ৷ তাই প্রতি বুথে 5 জন করে বুথ সৈনিক পদও তৈরি করা হয়েছে । প্রথমে বুথ তারপরে মণ্ডল, এরপর জেলা, এভাবেই রাজ্যে নিজেদের সংগঠন সাজাতে চায় বিজেপি ৷

Last Updated : Jan 7, 2022, 10:13 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.