ETV Bharat / city

আজ রাজ্যজুড়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস পালন করবে BJP - বঙ্গ BJP

বাঙালি আবেগ উসকে দিতে সমারোহে 'বাইশে শ্রাবণ' উদযাপনের পরিকল্পনা BJP-র

bengal bjp
বঙ্গ BJP
author img

By

Published : Aug 7, 2020, 6:39 AM IST

কলকাত, 7 অগাস্ট : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস রাজ্য জুড়ে সমারোহে পালন করবে বঙ্গ BJP । রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। যেহেতু শাসকদলের পক্ষে BJP-র বিরুদ্ধে একটা প্রচার করা হয় গেরুয়া শিবির অ-বাঙালির দল। তাই আজ 22 শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস সমারোহে পালনের জন্য BJP-র 39 টি সাংগঠনিক জেলাতেই নির্দেশ দেওয়া হয়েছে।



BJP- সূত্রে খবর, বাইশে শ্রাবণের সকালে ঠিক 9 টায় নিমতলা মহাশ্মশানে রবীন্দ্র স্মৃতি সৌধে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। এরপর দিনভর রবীন্দ্র স্মরণে নানা কর্মসূচিতে সামিল হবেন। BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রবীন্দ্রনাথ কারও একার নয়। রবীন্দ্রনাথ, নজরুল সবার কবি। আমরা এবার যথাযথ মর্যাদায় রবীন্দ্র প্রয়াণ দিবস পালন করব। দলের রাজ্য দপ্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।"


সূত্রের খবর, BJP রাজ্য দপ্তরের বাইরে মঞ্চ বেঁধে রবীন্দ্র প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হবে। রাজ্য নেতাদের পাশাপাশি দলের শিল্পী, বুদ্ধিজীবীরা অংশ নেবেন। শহরজুড়েও বিভিন্ন মণ্ডলে পালিত হবে কবির স্মরণ অনুষ্ঠান। এক কথায় পাড়ায় পাড়ায় বাইশে শ্রাবণের ঢেউ পৌঁছে দেওয়াই গেরুয়া শিবিরের উদ্দেশ্যে।

কলকাত, 7 অগাস্ট : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস রাজ্য জুড়ে সমারোহে পালন করবে বঙ্গ BJP । রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। যেহেতু শাসকদলের পক্ষে BJP-র বিরুদ্ধে একটা প্রচার করা হয় গেরুয়া শিবির অ-বাঙালির দল। তাই আজ 22 শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস সমারোহে পালনের জন্য BJP-র 39 টি সাংগঠনিক জেলাতেই নির্দেশ দেওয়া হয়েছে।



BJP- সূত্রে খবর, বাইশে শ্রাবণের সকালে ঠিক 9 টায় নিমতলা মহাশ্মশানে রবীন্দ্র স্মৃতি সৌধে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। এরপর দিনভর রবীন্দ্র স্মরণে নানা কর্মসূচিতে সামিল হবেন। BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "রবীন্দ্রনাথ কারও একার নয়। রবীন্দ্রনাথ, নজরুল সবার কবি। আমরা এবার যথাযথ মর্যাদায় রবীন্দ্র প্রয়াণ দিবস পালন করব। দলের রাজ্য দপ্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।"


সূত্রের খবর, BJP রাজ্য দপ্তরের বাইরে মঞ্চ বেঁধে রবীন্দ্র প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হবে। রাজ্য নেতাদের পাশাপাশি দলের শিল্পী, বুদ্ধিজীবীরা অংশ নেবেন। শহরজুড়েও বিভিন্ন মণ্ডলে পালিত হবে কবির স্মরণ অনুষ্ঠান। এক কথায় পাড়ায় পাড়ায় বাইশে শ্রাবণের ঢেউ পৌঁছে দেওয়াই গেরুয়া শিবিরের উদ্দেশ্যে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.