ETV Bharat / city

Sukanta Majumdar: আদি কর্মীদের গুরুত্ব দিয়ে রাজ্য থেকে ‘তালিবান’ সরকারকে উৎখাত করতে চান সুকান্ত - বিজেপি রাজ্য সভাপতি

দায়িত্ব পেয়েই আদি কর্মীদের গুরুত্ব দিয়ে দলকে গোছানোর চেষ্টা শুরু করে দিলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি (Bengal BJP President) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ এঁদের সঙ্গে নিয়েই রাজ্য থেকে ‘তালিবান’ সরকারকে উৎখাত করতে চান তিনি ৷ 2024 সালে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) বলে দাবি তাঁর ৷

narendra-modi-will-be-the-prime-minister-in-2024-lok-sabha-election-says-new-bengal-bjp-chief-sukanta-majumdar
আদি কর্মীদের গুরুত্ব দিয়ে দলকে গোছানোর চেষ্টা সুকান্তর, আস্থা মোদিতেই
author img

By

Published : Sep 21, 2021, 6:11 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: রাজ্য বিজেপির দায়িত্বভার পাওয়ার পরই দলকে গোছানোর কাজে মন দিলেন নয়া সভাপতি (Bengal BJP President) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ দলে আদি ও প্রবীণ কর্মীদের গুরুত্ব তুলে ধরে বোঝালেন, কর্মীরাই দলের সম্পদ ৷ রাজ্যে তালিবান সরকার চলছে বলে কটাক্ষ করেন তিনি ৷ দল ছেড়ে চলে যাওয়া নেতা-কর্মীদের নিয়ে না-ভেবে দলের নীতি ও আদর্শে বিশ্বাসী প্রকৃত কর্মীদের নিয়েই এগিয়ে চলার কথা বললেন তিনি ৷ আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিই (Narendra Modi) ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন বলেও দাবি করেন সুকান্ত মজুমদার ৷ তাঁর প্রতিশ্রুতি, বাংলা থেকে আগের চেয়েও বেশি সাংসদ মোদিকে উপহার দেবে বিজেপি ৷

সুকান্ত মজুমদার এমন একটা সময়ে রাজ্য বিজেপির দায়িত্ব কাঁধে নিলেন, যখন বিজেপি এক প্রকার ভাঙা হাট ৷ রাজ্যে বিপুল ভোটে জিতে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকার গঠন করার পর থেকে একে একে গেরুয়া শিবির ছেড়ে তাঁর দলে ভিড়তে দেখা যাচ্ছে নেতা-বিধায়ক-সাংসদদের ৷ এই অবস্থায় সুকান্ত মজুমদার দলকে শক্ত হাতে বাঁধার উপরই বেশি জোর দিচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের ৷

আজ বিজেপির অফিসে তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি বলেন, "কর্মীরাই আমাদের সম্পদ ৷ যখন আমরা ভাবতেও পারতাম না একজন বিধায়কও বাংলায় বিজেপির হবে, তখন থেকে যাঁরা দল করছেন তাঁরাই দলের সম্পদ ৷ যাঁরা চলে গিয়েছেন, তাঁরাও ফিরে আসুন ৷ আমরা সবাইকে নিয়েই লড়তে চাই ৷ কিন্তু যাঁরা সামান্য লোভে রাজ্যপাট পেতে ও ভয়ে চলে যাচ্ছেন, তাঁদের চলে যাওয়াই ভাল ৷ আমাদের কর্মীরা দল অন্তঃপ্রাণ ৷ তাঁদের সঙ্গে নিয়েই এই পশ্চিমবঙ্গ থেকে তালিবান সরকারকে উৎখাত করব ৷"

আরও পড়ুন: Sukanta Majumdar: বুদ্ধিজীবীদের তোপ বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্তর, পাশে থাকার আশ্বাস দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার জল্পনাকে তীব্র কটাক্ষ করে সুকান্ত মজুমদার জানান, এটা কোনও মতেই সম্ভব না ৷ তাঁর কথায়, "মমতা নাকি প্রধানমন্ত্রী হবেন ৷ তর্কের খাতিরে যদি ধরেও নিই যে, 42টি আসনেই তৃণমূল জিতছে, তাও তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না ৷ 24-এ মোদিই প্রধানমন্ত্রী হচ্ছেন ৷ এটাই বিধির লিখন ৷ বর্তমানে বাংলায় বিজেপির যে আসন রয়েছে, আমরা তার থেকেও বেশি আসন আগামী লোকসভায় মোদিকে উপহার দেব ৷ এটাই আমাদের অঙ্গীকার ৷"

আরও পড়ুন: Dilip Ghosh-Sukanta Majumdar : পদ্মফুল, পেন ও মালা দিয়ে সুকান্তকে সংবর্ধনা দিলীপের

কলকাতা থেকে 400 কিলোমিটার দূর থেকে তাঁর মতো একজন সাধারণ কর্মী তথা সাংসদকে তুলে এনে রাজ্য সভাপতির গুরুদায়িত্ব দেওয়ার জন্য দলকে কুর্নিশ জানান সুকান্ত ৷ তিনি বলেন, "এটা বিজেপিতেই সম্ভব ৷ বিজেপিতে বারবার নতুন নেতৃত্ব আসে ৷ একজন কিছুদিন কাজ করার পর আর একজনকে জায়গা করে দেওয়া হয় ৷ পূর্বসূরীরা যে জমি তৈরি করে দিয়ে গিয়েছেন, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য ৷ ক্ষণস্থায়ী দায়িত্বের মধ্যেই নিজেদের ছাপ রেখে যেতে হবে ৷"

আরও পড়ুন: Dilip Ghosh : এবার উন্নয়ন হবে উত্তরবঙ্গে, পাশে আছি ; সুকান্ত প্রসঙ্গে দিলীপ

তাঁর নেতৃত্বে সবাই মিলে একজোট হয়ে বিজেপি বাংলাকে রক্ষা করবে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার ৷ রাজ্যে লোকাল ট্রেন চালু না-হলেও কোভিড বিধি ভেঙে দুয়ারে সরকার ও অন্যান্য সরকারি কর্মসূচি কেন চালানো হচ্ছে, তা নিয়েও এ দিন প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি ৷

আরও পড়ুন: Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

কলকাতা, 21 সেপ্টেম্বর: রাজ্য বিজেপির দায়িত্বভার পাওয়ার পরই দলকে গোছানোর কাজে মন দিলেন নয়া সভাপতি (Bengal BJP President) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ দলে আদি ও প্রবীণ কর্মীদের গুরুত্ব তুলে ধরে বোঝালেন, কর্মীরাই দলের সম্পদ ৷ রাজ্যে তালিবান সরকার চলছে বলে কটাক্ষ করেন তিনি ৷ দল ছেড়ে চলে যাওয়া নেতা-কর্মীদের নিয়ে না-ভেবে দলের নীতি ও আদর্শে বিশ্বাসী প্রকৃত কর্মীদের নিয়েই এগিয়ে চলার কথা বললেন তিনি ৷ আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিই (Narendra Modi) ফের প্রধানমন্ত্রী হতে চলেছেন বলেও দাবি করেন সুকান্ত মজুমদার ৷ তাঁর প্রতিশ্রুতি, বাংলা থেকে আগের চেয়েও বেশি সাংসদ মোদিকে উপহার দেবে বিজেপি ৷

সুকান্ত মজুমদার এমন একটা সময়ে রাজ্য বিজেপির দায়িত্ব কাঁধে নিলেন, যখন বিজেপি এক প্রকার ভাঙা হাট ৷ রাজ্যে বিপুল ভোটে জিতে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকার গঠন করার পর থেকে একে একে গেরুয়া শিবির ছেড়ে তাঁর দলে ভিড়তে দেখা যাচ্ছে নেতা-বিধায়ক-সাংসদদের ৷ এই অবস্থায় সুকান্ত মজুমদার দলকে শক্ত হাতে বাঁধার উপরই বেশি জোর দিচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের ৷

আজ বিজেপির অফিসে তাঁর সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি বলেন, "কর্মীরাই আমাদের সম্পদ ৷ যখন আমরা ভাবতেও পারতাম না একজন বিধায়কও বাংলায় বিজেপির হবে, তখন থেকে যাঁরা দল করছেন তাঁরাই দলের সম্পদ ৷ যাঁরা চলে গিয়েছেন, তাঁরাও ফিরে আসুন ৷ আমরা সবাইকে নিয়েই লড়তে চাই ৷ কিন্তু যাঁরা সামান্য লোভে রাজ্যপাট পেতে ও ভয়ে চলে যাচ্ছেন, তাঁদের চলে যাওয়াই ভাল ৷ আমাদের কর্মীরা দল অন্তঃপ্রাণ ৷ তাঁদের সঙ্গে নিয়েই এই পশ্চিমবঙ্গ থেকে তালিবান সরকারকে উৎখাত করব ৷"

আরও পড়ুন: Sukanta Majumdar: বুদ্ধিজীবীদের তোপ বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্তর, পাশে থাকার আশ্বাস দিলীপের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার জল্পনাকে তীব্র কটাক্ষ করে সুকান্ত মজুমদার জানান, এটা কোনও মতেই সম্ভব না ৷ তাঁর কথায়, "মমতা নাকি প্রধানমন্ত্রী হবেন ৷ তর্কের খাতিরে যদি ধরেও নিই যে, 42টি আসনেই তৃণমূল জিতছে, তাও তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না ৷ 24-এ মোদিই প্রধানমন্ত্রী হচ্ছেন ৷ এটাই বিধির লিখন ৷ বর্তমানে বাংলায় বিজেপির যে আসন রয়েছে, আমরা তার থেকেও বেশি আসন আগামী লোকসভায় মোদিকে উপহার দেব ৷ এটাই আমাদের অঙ্গীকার ৷"

আরও পড়ুন: Dilip Ghosh-Sukanta Majumdar : পদ্মফুল, পেন ও মালা দিয়ে সুকান্তকে সংবর্ধনা দিলীপের

কলকাতা থেকে 400 কিলোমিটার দূর থেকে তাঁর মতো একজন সাধারণ কর্মী তথা সাংসদকে তুলে এনে রাজ্য সভাপতির গুরুদায়িত্ব দেওয়ার জন্য দলকে কুর্নিশ জানান সুকান্ত ৷ তিনি বলেন, "এটা বিজেপিতেই সম্ভব ৷ বিজেপিতে বারবার নতুন নেতৃত্ব আসে ৷ একজন কিছুদিন কাজ করার পর আর একজনকে জায়গা করে দেওয়া হয় ৷ পূর্বসূরীরা যে জমি তৈরি করে দিয়ে গিয়েছেন, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য ৷ ক্ষণস্থায়ী দায়িত্বের মধ্যেই নিজেদের ছাপ রেখে যেতে হবে ৷"

আরও পড়ুন: Dilip Ghosh : এবার উন্নয়ন হবে উত্তরবঙ্গে, পাশে আছি ; সুকান্ত প্রসঙ্গে দিলীপ

তাঁর নেতৃত্বে সবাই মিলে একজোট হয়ে বিজেপি বাংলাকে রক্ষা করবে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার ৷ রাজ্যে লোকাল ট্রেন চালু না-হলেও কোভিড বিধি ভেঙে দুয়ারে সরকার ও অন্যান্য সরকারি কর্মসূচি কেন চালানো হচ্ছে, তা নিয়েও এ দিন প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি ৷

আরও পড়ুন: Babul Supriyo-Dilip Ghosh : ভুল বাংলা ! বর্ণপরিচয়ের খোঁচা বাবুলের, সঠিক পোস্ট পড়ার পরামর্শ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.