কলকাতা, 30 মার্চ : রামপুরহাটের বগটুই-সহ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বিজেপির 17 জন সাংসদের নিয়ে যে বৈঠক স্থির করা হয়েছিল তা স্থগিত হয়ে গেল (PM-Bengal BJP Meeting Postponed) । প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ব্যস্ত থাকায় সেই বৈঠক স্থগিত করা হয়েছে বলেই রাজ্য বিজেপি সূত্রের খবর । পিএমও-এর তরফে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই বৈঠক স্থগিতের বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার কেন্দ্রীয়মন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ৷ সেই কারণেই বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক স্থগিত করা হয়েছে । প্রথমে বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সময় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এরপর বুধবারের বদলে বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিন স্থির করা হয় ৷ কিন্ত এবার বৃহস্পতিবারের বৈঠকও স্থগিত হয়ে গেল। প্রধানমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক হওয়ার কথা ছিল ৷
আরও পড়ুন: বুধে নয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রাজ্যের বিজেপি সাংসদদের
অন্য কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রী বুধবার সময় দিতে পারবেন না বলেই এই সাক্ষাতের দিন বদল হয়েছিল ৷ রামপুরহাটের বগটুই গণহত্যা এবং সোমবার বিধানসভায় তৃণমূল-বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনার পর বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়েছিল । কিন্ত যেভাবে দু'দিন সময় দিয়েও শেষ পর্যন্ত এই বৈঠক স্থগিত হল সেটা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে । এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,"প্রধানমন্ত্রী বিশেষ একটি কাজের জন্য বৃহস্পতিবার এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না। খুব শীঘ্রই এই বৈঠকের নতুন দিন চূড়ান্ত করা হবে ৷ "