ETV Bharat / city

Fundraising program of Bengal BJP: দলীয় তহবিল তৈরির অর্থ সংগ্রহ কর্মসূচিতে নবম স্থানে বঙ্গ বিজেপি

দলীয় তহবিল তৈরির জন্য অর্থ সংগ্রহ কর্মসূচিতে নবম স্থানে রয়েছে বঙ্গ বিজেপি (Fundraising program of Bengal BJP) ৷ ভোট পরবর্তী হিংসা উপেক্ষা করে বাংলা এ ক্ষেত্রে 10-এর মধ্যে (Bengal BJP in top 10 list) জায়গা পাওয়ায় খুশি সুকান্ত মজুমদার ৷

bengal-bjp-in-top-10-list-in-fundraising-program-for-party-funds
দলীয় তহবিল তৈরির জন্য অর্থ সংগ্রহ কর্মসূচিতে নবম স্থানে বঙ্গ বিজেপি
author img

By

Published : Feb 10, 2022, 12:01 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: বাংলায় দলবদল ও গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপির সংগঠন । এবার গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের দলীয় তহবিল (Fundraising program of Bengal BJP) তৈরির জন্য অর্থ সংগ্রহ কর্মসূচিতেও পিছিয়ে পড়ল বঙ্গ বিজেপি (Bengal BJP news)। অর্থ সংগ্রহের বিচারে নমো অ্যাপ-এর পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে । তালিকায় প্রথম 10টি রাজ্যের নাম প্রকাশ করা হয় । সেই তালিকায় নবম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ । যদিও এই পারফরম্যান্সে খুশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

নমো অ্যাপে প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে গুজরাট ৷ দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, আর তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । বিজেপির পক্ষ থেকে নমো অ্যাপের মাধ্যমে এই অর্থ সংগ্রহের কর্মসূচি শুরু হয় ।

বিজেপি সূত্রে খবর, প্রতি বছর 25 ডিসেম্বর থেকে 11 ফেব্রুয়ারি অর্থ সংগ্রহের কর্মসূচি নেওয়া হয় । এই সময়টা বিজেপির কাছে খুবই স্মরণীয় অধ্যায় হিসেবে পরিচিত । 25 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন আর 11 ফেব্রুয়ারি দিনদয়াল উপাধ্যায়ের মৃত্যুদিন । এই বিশেষ সময়কালেই এই কর্মসূচি চলে । সর্বোচ্চ চাঁদা 1 হাজার টাকা আর সর্বনিম্ন চাঁদা 5 টাকা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 1 হাজার টাকা করে দলীয় তহবিলে জমা করে এই কর্মসূচির সূচনা করেন ।

Bengal BJP in top 10 list in fundraising program for party funds
নমো অ্যাপে প্রকাশিত তালিকা

আরও পড়ুন: 2024 Lok Sabha elections: 9 দিনের বঙ্গ সফরে মোহন ভগবত

তবে সেই অর্থ সংগ্রহ কর্মসূচিতে প্রথম দশ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে নবম স্থানে ৷ এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বাংলার কর্মীদের উপর এত অত্যাচার করা সত্বেও বাংলার স্থানীয় বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিলেন । সবাই কত টাকা দিলেন সেটা বড় কথা নয় । কত জন এই টাকা দিলেন সেটাই বড় কথা । মানে এই কর্মসূচিতে বিজেপির কত জন মানুষ অংশ নিলেন । তবে এটা খুবই খুশির খবর । ভোট পরবর্তী সন্ত্রাসকে উপেক্ষা করেও বাংলা প্রথম 10-এ জায়গা পেল (Bengal BJP in top 10 list in fundraising program for party funds)। এটা খুবই আনন্দের বিষয় ৷"

আরও পড়ুন: Etv Bharat Exclusive Interview with Jay Prakash Majumdar : অনৈতিকভাবে আমাকে তাড়ানো হয়েছে : জয়প্রকাশ

কলকাতা, 10 ফেব্রুয়ারি: বাংলায় দলবদল ও গোষ্ঠী কোন্দলে জেরবার বিজেপির সংগঠন । এবার গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের দলীয় তহবিল (Fundraising program of Bengal BJP) তৈরির জন্য অর্থ সংগ্রহ কর্মসূচিতেও পিছিয়ে পড়ল বঙ্গ বিজেপি (Bengal BJP news)। অর্থ সংগ্রহের বিচারে নমো অ্যাপ-এর পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে । তালিকায় প্রথম 10টি রাজ্যের নাম প্রকাশ করা হয় । সেই তালিকায় নবম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ । যদিও এই পারফরম্যান্সে খুশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

নমো অ্যাপে প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে গুজরাট ৷ দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, আর তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র । বিজেপির পক্ষ থেকে নমো অ্যাপের মাধ্যমে এই অর্থ সংগ্রহের কর্মসূচি শুরু হয় ।

বিজেপি সূত্রে খবর, প্রতি বছর 25 ডিসেম্বর থেকে 11 ফেব্রুয়ারি অর্থ সংগ্রহের কর্মসূচি নেওয়া হয় । এই সময়টা বিজেপির কাছে খুবই স্মরণীয় অধ্যায় হিসেবে পরিচিত । 25 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন আর 11 ফেব্রুয়ারি দিনদয়াল উপাধ্যায়ের মৃত্যুদিন । এই বিশেষ সময়কালেই এই কর্মসূচি চলে । সর্বোচ্চ চাঁদা 1 হাজার টাকা আর সর্বনিম্ন চাঁদা 5 টাকা । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 1 হাজার টাকা করে দলীয় তহবিলে জমা করে এই কর্মসূচির সূচনা করেন ।

Bengal BJP in top 10 list in fundraising program for party funds
নমো অ্যাপে প্রকাশিত তালিকা

আরও পড়ুন: 2024 Lok Sabha elections: 9 দিনের বঙ্গ সফরে মোহন ভগবত

তবে সেই অর্থ সংগ্রহ কর্মসূচিতে প্রথম দশ রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে নবম স্থানে ৷ এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বাংলার কর্মীদের উপর এত অত্যাচার করা সত্বেও বাংলার স্থানীয় বিজেপি কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিলেন । সবাই কত টাকা দিলেন সেটা বড় কথা নয় । কত জন এই টাকা দিলেন সেটাই বড় কথা । মানে এই কর্মসূচিতে বিজেপির কত জন মানুষ অংশ নিলেন । তবে এটা খুবই খুশির খবর । ভোট পরবর্তী সন্ত্রাসকে উপেক্ষা করেও বাংলা প্রথম 10-এ জায়গা পেল (Bengal BJP in top 10 list in fundraising program for party funds)। এটা খুবই আনন্দের বিষয় ৷"

আরও পড়ুন: Etv Bharat Exclusive Interview with Jay Prakash Majumdar : অনৈতিকভাবে আমাকে তাড়ানো হয়েছে : জয়প্রকাশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.