কলকাতা, 9 অগাস্ট : 2018 সালের মহিলা BJP কর্মীকে ধর্ষণের মামলায় এবার BJP-র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশকে নোটিস পাঠাল কলকাতা পুলিশ। এই ধর্ষণ মামলায় আগেই রাজ্য BJP নেতা তথা প্রাক্তন সাংগঠনিক সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই মামলার সূত্র ধরেই এবার BJP-র কেন্দ্রীয় নেতাকে নোটিস পাঠাল কলকাতা পুলিশ। আগামী 7 দিনের মধ্যে তাঁকে বেহালা থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
2018 সালের 31 অগাস্ট বেহালা থানায় ধর্ষণ সহ একাধিক ধারায় একটি মামলা দায়ের করেন BJP-র এক প্রাক্তন মহিলা কর্মী। সেই মামলায় তিনি সরাসরি দায়ী করেন BJP-র প্রাক্তন সাংগঠনিক সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায়কে। সেই অভিযোগের ভিত্তিতে অমলেন্দু চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, যদিও পরে ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিলে অমলেন্দু জামিন পান ৷ সেই মতো বিয়েও হয় ৷ তবে ওই মহিলা কর্মীর সঙ্গে থাকতে চাননি অমলেন্দু৷ এই ঘটনার পর তিনি BJP ছেড়ে কংগ্রেসে যোগ দেন৷ যদিও এরপর থেকে আর তেমন কোনও খোঁজ খবর নেই অমলেন্দুর৷ ওই ধর্ষণের মামলায় নাম ছিল BJP-র কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন ভারপ্রাপ্ত পর্যবেক্ষক শিবপ্রকাশের। সাংগঠনিক দিক থেকে দক্ষ বলে পরিচিত এই নেতাকে 41A crpc-তে নোটিস পাঠানো হয়েছে বেহালা থানার তরফ থেকে। 7 অগাস্ট এই নোটিস পাঠানো হয় তাঁকে। তাতে বলা হয়েছে এই নোটিস পাওয়ার 7 দিনের মধ্যে বেহালা থানা তদন্তকারী অফিসার প্রসেনজিৎ পোদ্দারের সঙ্গে তাঁকে দেখা করতে হবে। ওই নোটিস পাঠানো হয়েছে BJP-র দিল্লির অশোকা রোডের ঠিকানায়।
ওই নোটিসে 2018 সালের পয়লা অক্টোবর হাইকোর্টের দেওয়া একটি আদশের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে সহযোগিতার কথা বলা হয়েছিল । 41 A crpc-তে তিনবার ডাকার পরেও হাজিরা না দিলে পুলিশ আদালতের নির্দেশ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে। এই নোটিস পাওয়ার পর BJP-র ওই নেতার তরফে আইনগত পরামর্শ নেওয়া শুরু হয়েছে বলে খবর।