ETV Bharat / city

ভোটের আগে কলকাতা পুলিশে বড়সড় রদবদল - police transfer

সামনে বিধানসভা ভোট । তার আগে OC এবং অ্যাডিশনাল OC পদমর্যাদার 79 জন অফিসারকে বদলি করা হল ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 28, 2020, 7:57 AM IST

Updated : Nov 28, 2020, 8:04 AM IST

কলকাতা, 28 নভেম্বর : সামনে বিধানসভা ভোট । তার আগে বড়সড় রদবদল ঘটানো হল কলকাতা পুলিশে । OC এবং অ্যাডিশনাল OC পদমর্যাদার 79 জন অফিসারকে বদলি করা হল । বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এই রদবদল বলে মনে করা হচ্ছে ।

বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি । একুশের মহারণের ঢাকে কাঠি ফেলেছে নির্বাচন কমিশনও । বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে গতকাল নির্বাচন কমিশন বৈঠক করে জেলাশাসকদের সঙ্গে । সেই অর্থে দেখতে গেলে বিধানসভা ভোট নিয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে কাজকর্ম শুরু করে দেয় নির্বাচন কমিশন । প্রথাগতভাবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসার পরেই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ । সব ঠিক থাকলে আগামী এপ্রিলে শুরু হবে বিধানসভার ভোট । বেশ কয়েক দফায় নির্বাচন হবে বলে কমিশন সূত্রে খবর । সাধারণভাবে ভোটের দিনক্ষণ ঘোষণার বহু আগেই কমিশনের তরফে একই পদে তিন বছর থাকা অফিসারদের বদলি করতে বলা হয় । এই নির্দেশ দেওয়া হয় ভোটের কাজে সরাসরি যুক্ত থাকা অফিসারদের জন্য । মনে করা হচ্ছে, আগামী জানুয়ারি মাসে এই ধরনের নির্দেশিকা আসতে পারে কমিশনের তরফে । তার আগেই সেই কাজ শুরু করে দিল রাজ্য সরকার ।

দিনকয়েক আগেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারদের বড়সড় রদবদল হয় । তারপরে কলকাতা পুলিশের অফিসার লেভেলেও বেশ কিছু পরিবর্তন হয়েছে । গতকাল একসঙ্গে 79 জন OC এবং অ্যাডিশনাল OC পদমর্যাদার অফিসারদের বদলি করা হয় । এই অফিসারদের কেউ গেলেন অন্য থানায়, কাউকে বদলি করা হল গোয়েন্দা বিভাগ কিংবা স্পেশাল ব্রাঞ্চে ।

কলকাতা, 28 নভেম্বর : সামনে বিধানসভা ভোট । তার আগে বড়সড় রদবদল ঘটানো হল কলকাতা পুলিশে । OC এবং অ্যাডিশনাল OC পদমর্যাদার 79 জন অফিসারকে বদলি করা হল । বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এই রদবদল বলে মনে করা হচ্ছে ।

বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি । একুশের মহারণের ঢাকে কাঠি ফেলেছে নির্বাচন কমিশনও । বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে গতকাল নির্বাচন কমিশন বৈঠক করে জেলাশাসকদের সঙ্গে । সেই অর্থে দেখতে গেলে বিধানসভা ভোট নিয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে কাজকর্ম শুরু করে দেয় নির্বাচন কমিশন । প্রথাগতভাবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসার পরেই ঘোষণা হবে ভোটের দিনক্ষণ । সব ঠিক থাকলে আগামী এপ্রিলে শুরু হবে বিধানসভার ভোট । বেশ কয়েক দফায় নির্বাচন হবে বলে কমিশন সূত্রে খবর । সাধারণভাবে ভোটের দিনক্ষণ ঘোষণার বহু আগেই কমিশনের তরফে একই পদে তিন বছর থাকা অফিসারদের বদলি করতে বলা হয় । এই নির্দেশ দেওয়া হয় ভোটের কাজে সরাসরি যুক্ত থাকা অফিসারদের জন্য । মনে করা হচ্ছে, আগামী জানুয়ারি মাসে এই ধরনের নির্দেশিকা আসতে পারে কমিশনের তরফে । তার আগেই সেই কাজ শুরু করে দিল রাজ্য সরকার ।

দিনকয়েক আগেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারদের বড়সড় রদবদল হয় । তারপরে কলকাতা পুলিশের অফিসার লেভেলেও বেশ কিছু পরিবর্তন হয়েছে । গতকাল একসঙ্গে 79 জন OC এবং অ্যাডিশনাল OC পদমর্যাদার অফিসারদের বদলি করা হয় । এই অফিসারদের কেউ গেলেন অন্য থানায়, কাউকে বদলি করা হল গোয়েন্দা বিভাগ কিংবা স্পেশাল ব্রাঞ্চে ।

Last Updated : Nov 28, 2020, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.