কলকাতা ও হুগলি, 7 জুলাই : পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে বিধানসভায় এলেন রাজ্যের শ্রম মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna) ৷ দু’চাকায় পাড়ি দিলেন প্রায় 38 কিলোমিটার ৷ হুগলির সিঙ্গুরের বিধায়ক বেচারাম সংশ্লিষ্ট এলাকারই রতনপুরের বাসিন্দা ৷ বুধবার সকাল আটটা নাগাদ বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি ৷ গন্তব্য ছিল বিধানসভা ৷ সঙ্গে ছিলেন দলেরই কয়েকজন কর্মী ৷ সকলেই আগাগোড়া সওয়ার ছিলেন সাইকেলে ৷ বেচারামের সাইকেলের সামনে ছোট একটি প্ল্য়াকার্ডও আটকানো ছিল ৷ তাতে লেখা ছিল ‘‘মোদিবাবু, পেট্রল বেকাবু’’ ৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে প্রায় সাড়ে চার ঘণ্টা সাইকেল চালিয়ে বেলা সাড়ে বারোটা নাগাদ বিধানসভায় পৌঁছন বেচারাম মান্না ৷
আরও পড়ুন : মিষ্টিমুখ করিয়ে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ অভিষেক টিমের
মাঝপথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেচারাম জানান, পেট্রল-ডিজেলের দাম যে হারে বাড়ছে, তাতে নাভিশ্বাস উঠেছে আমজনতার ৷ পেট্রপণ্যের দাম বাড়ায় অন্যান্য জিনিসেরও দাম বাড়ছে ৷ সংসার সামলাতে হিমসিম খেতে হচ্ছে গৃহস্থকে ৷ অথচ মোদি সরকারের তা নিয়ে কোনও হেলদোল নেই ৷ এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের নীতিকেই দায়ী করেছেন বেচারাম ৷ আর তাই পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানাতেই সাইকেলে সওয়ার হয়েছেন মন্ত্রী ৷
প্রসঙ্গত, করোনা আবহে রাজ্যজুড়ে নানা বিধিনিষেধ কার্যকর করা হয়েছে ৷ সম্প্রতি রাজ্য সরকার বাস চলাচলের অনুমতি দিলেও ডিজেলের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় বাস মালিকরা রাস্তায় গাড়ি নামাতে নারাজ ৷ এই অবস্থায় কর্মস্থলে পৌঁছতে আমজনতার ভরসা ব্যক্তিগত গাড়ি ৷ কিন্তু সেই সাধ্যই বা ক’জনের আছে ? চাকরি বাঁচাতে বাধ্য হয়েই অনেককে সাইকেলে কর্মস্থলে পৌঁছতে হচ্ছে ৷ এদিন সেই একই পথ অবলম্বন করলেন রাজ্যের শ্রমমন্ত্রীও ৷ প্রসঙ্গত, এর আগে পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নবান্ন থেকে কালীঘাটের বাড়ি পর্যন্ত ইলেকট্রিক স্কুটার চালিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ৷
আরও পড়ুন : পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের
উল্লেখ্য, বুধবার কলকাতায় পেট্রলের দাম প্রতি লিটারে বেড়েছে 39 পয়সা ৷ ফলে এদিন এক লিটার পেট্রল কিনতে শহরবাসীকে খরচ করতে হয়েছে 100 টাকা 23 পয়সা ৷ অন্যদিকে, প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে 23 পয়সা ৷ নতুন দাম 92 টাকা 50 পয়সা।