ETV Bharat / city

অনশনরত পার্শ্ব শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর - পার্থ চ্যাটার্জি পার্শ্ব শিক্ষকদের কাজে ফেরার ডাক দিলেন

শিক্ষামন্ত্রীর টুইট বার্তা, 'বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন । সুস্থ থাকুন ।'

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Nov 23, 2019, 2:41 AM IST

Updated : Nov 23, 2019, 3:38 AM IST

কলকাতা, 23 নভেম্বর : বিভ্রান্তি না ছড়িয়ে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রীর টুইট বার্তা, 'বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন । সুস্থ থাকুন ।'

পার্শ্ব শিক্ষকদের অনশন আজ 9 দিনে পড়ল । অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক । অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল অনশন মঞ্চে তাপস বর নামে এক শিক্ষকের ব্রেন স্ট্রোক হয় । কয়েকদিন আগেই মৃত্যু হয় রেবতী রাউত নামে একজন শিক্ষিকার ।‌ যত দিন যাচ্ছে অনশন মঞ্চে অসুস্থতার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে । এ নিয়ে রীতিমতো অস্বস্থিতে রাজ্য সরকার ৷ গোটা বিষয়টি নিয়ে শাসক শিবিরকে কোণঠাসা করতে তৎপর বিরোধীরা ।

এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান জানালেন । তাঁর বার্তা, 'পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবির সমাধান করা হয়েছে । কেন্দ্রীয় ভান্ডার থেকে এ বাবদ কোনও নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হচ্ছে না । সামগ্রিক বরাদ্দের মধ্য থেকেই বরাদ্দের অংশ থেকে ভাতাসহ বিষয়গুলোকে দেখা হচ্ছে । বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন । সুস্থ থাকুন ।'

Be healthy and back to work
শিক্ষামন্ত্রীর টুইট বার্তা

এছাড়াও নাম না করে BJP-কে আক্রমণ করে তাঁর টুইট বার্তা, ' পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিছু বিভ্রান্তিমূলক তথ্য বেশ কিছু রাজনৈতিক নেতা বক্তৃতা দিয়ে তাদের অনশন মঞ্চে গিয়ে বলছেন ৷'

কলকাতা, 23 নভেম্বর : বিভ্রান্তি না ছড়িয়ে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রীর টুইট বার্তা, 'বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন । সুস্থ থাকুন ।'

পার্শ্ব শিক্ষকদের অনশন আজ 9 দিনে পড়ল । অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক । অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল অনশন মঞ্চে তাপস বর নামে এক শিক্ষকের ব্রেন স্ট্রোক হয় । কয়েকদিন আগেই মৃত্যু হয় রেবতী রাউত নামে একজন শিক্ষিকার ।‌ যত দিন যাচ্ছে অনশন মঞ্চে অসুস্থতার সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে । এ নিয়ে রীতিমতো অস্বস্থিতে রাজ্য সরকার ৷ গোটা বিষয়টি নিয়ে শাসক শিবিরকে কোণঠাসা করতে তৎপর বিরোধীরা ।

এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান জানালেন । তাঁর বার্তা, 'পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবির সমাধান করা হয়েছে । কেন্দ্রীয় ভান্ডার থেকে এ বাবদ কোনও নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হচ্ছে না । সামগ্রিক বরাদ্দের মধ্য থেকেই বরাদ্দের অংশ থেকে ভাতাসহ বিষয়গুলোকে দেখা হচ্ছে । বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন । সুস্থ থাকুন ।'

Be healthy and back to work
শিক্ষামন্ত্রীর টুইট বার্তা

এছাড়াও নাম না করে BJP-কে আক্রমণ করে তাঁর টুইট বার্তা, ' পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিছু বিভ্রান্তিমূলক তথ্য বেশ কিছু রাজনৈতিক নেতা বক্তৃতা দিয়ে তাদের অনশন মঞ্চে গিয়ে বলছেন ৷'

Intro:কলকাতা, ২২ নভেম্বর: বিভ্রান্তি না ছড়িয়ে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর টুইট বার্তা, 'বিভ্রান্তি না ছড়িয়ে কাজে ফিরুন। সুস্থ থাকুন ।

Body:পার্শ্বশিক্ষকদের অনশন আজ ৮ দিনে পড়ল। অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক। অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল অনশন মঞ্চে তাপস বর নামে এক শিক্ষকের ব্রেন স্ট্রোক হয়। কয়েকদিন আগেই মৃত্যু হয় রেবতী রাউত নামে একজন শিক্ষিকার।‌ যত দিন যাচ্ছে অনশন মঞ্চে অসুস্থতার সংখ্যা বেড়ে চলেছে। পার্শ্বশিক্ষকদের একের পর এক অসুস্থ হওয়া এবং মৃত্যুর কোলে ঢলে পড়া নিয়ে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার। গোটা বিষয়টি নিয়ে শাসক শিবিরকে কোণঠাসা করতে তৎপর বিরোধীরা। এমতাবস্থায় রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এক টুইট বার্তায় আন্দোলনরত শিক্ষকদের সুস্থ থেকে কাজে ফেরার আহ্বান জানালেন। পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, 'পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবির সমাধান করা হয়েছে। কেন্দ্রীয় ভান্ডার থেকে এ বাবদ কোনও নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হচ্ছে না। সামগ্রিক বরাদ্দ অংশের মধ্য থেকে ভাতা সহ বিষয়গুলোকে দেখা হচ্ছে। বিভ্রান্তি না বাড়িয়ে কাজে ফিরুন। সুস্থ থাকুন।' এছাড়াও নাম না করে বিজেপির দিকে আঙ্গুল তুলে তাঁর বার্তা, 'বেশ কয়েকজন রাজনৈতিক নেতা পার্শ্ব শিক্ষকদের অনশন মঞ্চে বিভ্রান্তিমূলক তথ্য সহ বক্তব্য রাখছেন।'
Conclusion:
Last Updated : Nov 23, 2019, 3:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.