ETV Bharat / city

সাবধান ! ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গি - ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গি

কলকাতায় 25 থেকে 28 শতাংশ বাসিন্দারা ডায়াবেটিস রয়েছে ৷ সচেতন না থাকলে, যাঁদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গি প্রাণঘাতী হয়ে উঠতে পারে ৷ কারণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলে ডায়াবেটিস ৷ তাই একে নিয়ন্ত্রণে রাখা জরুরি ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Sep 5, 2019, 12:45 PM IST

Updated : Sep 5, 2019, 1:24 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গির সংক্রমণ ৷ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে এমন বিপদের সম্ভাবনা থেকে যায় ৷ কেন এমন হয়, কীভাবেই বা এর থেকে দূরে থাকতে পারেন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি? তারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস বসু ৷

ডেঙ্গি প্রতিরোধে নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন স্বাস্থ্যকর্মীরা ৷ এমনই পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷ পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলার প্রক্রিয়াও জারি রয়েছে ৷ স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা 8 ৷ আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার ৷ যদিও বেসরকারি মতে মৃত এবং আক্রান্তের সংখ্যা আরও বেশি ৷

শিশু, বয়স্ক এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ বিপজ্জনক হয়ে উঠতে পারে ৷ যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁদের ক্ষেত্রে কতটা বিপজ্জনক ডেঙ্গির সংক্রমণ? বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস বসু বলেন, "ডায়াবেটিস মানে শরীরে সুগারের পরিমাণ বেশি ৷ ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সুগার নিয়ন্ত্রণে না থাকলে, তাঁর ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে ৷ " এক্ষেত্রে সিভিয়ার ডেঙ্গি হতে পারে ৷ ডেঙ্গি হেমারেজিক ফিভার বা ডেঙ্গি শক সিনড্রোমও হতে পারে।

শুনুন চিকিৎসকের বক্তব্য

আরও পড়ুন : মুম্বইয়ে পুলিশকে খুনের চেষ্টা, কলকাতায় কেপমারি ; অবশেষে গ্রেপ্তার

দেবাশিস বসু আরও বলেন, " ডায়াবেটিস যাঁদের নিয়ন্ত্রণে নেই, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ মারাত্মক হয়ে ওঠার সম্ভাবনা সাত থেকে আট গুণ বেশি ৷ যাঁদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গি সিভিয়ার হয়ে ওঠার সম্ভাবনা ছয় গুণ বেশি ৷ কলকাতায় 25 থেকে 28 শতাংশ মানুষের ডায়াবেটিস রয়েছে ৷ সচেতন না থাকলে, যাঁদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে নেই, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে ৷ কারণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলে ডায়াবেটিস ৷ এজন্য ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা জরুরি ৷ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা দেখা দেয় ৷ ফলে, ডেঙ্গির সংক্রমণ হওয়ারও সম্ভাবনা থেকে যায় ৷ ডেঙ্গির ক্ষেত্রে মূল প্রতিরোধের উপায় হচ্ছে ডেঙ্গির জীবাণু বহনকারী মশাকে প্রতিরোধ করা ৷ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ থেকে বাঁচতে হলে তা প্রতিরোধের জন্য যাবতীয় ব্যবস্থা নিতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ৷ "

কলকাতা, 5 সেপ্টেম্বর: যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গির সংক্রমণ ৷ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে এমন বিপদের সম্ভাবনা থেকে যায় ৷ কেন এমন হয়, কীভাবেই বা এর থেকে দূরে থাকতে পারেন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি? তারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস বসু ৷

ডেঙ্গি প্রতিরোধে নভেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন স্বাস্থ্যকর্মীরা ৷ এমনই পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ৷ পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলার প্রক্রিয়াও জারি রয়েছে ৷ স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা 8 ৷ আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার ৷ যদিও বেসরকারি মতে মৃত এবং আক্রান্তের সংখ্যা আরও বেশি ৷

শিশু, বয়স্ক এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ বিপজ্জনক হয়ে উঠতে পারে ৷ যাঁদের ডায়াবেটিস রয়েছে তাঁদের ক্ষেত্রে কতটা বিপজ্জনক ডেঙ্গির সংক্রমণ? বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস বসু বলেন, "ডায়াবেটিস মানে শরীরে সুগারের পরিমাণ বেশি ৷ ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সুগার নিয়ন্ত্রণে না থাকলে, তাঁর ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে ৷ " এক্ষেত্রে সিভিয়ার ডেঙ্গি হতে পারে ৷ ডেঙ্গি হেমারেজিক ফিভার বা ডেঙ্গি শক সিনড্রোমও হতে পারে।

শুনুন চিকিৎসকের বক্তব্য

আরও পড়ুন : মুম্বইয়ে পুলিশকে খুনের চেষ্টা, কলকাতায় কেপমারি ; অবশেষে গ্রেপ্তার

দেবাশিস বসু আরও বলেন, " ডায়াবেটিস যাঁদের নিয়ন্ত্রণে নেই, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ মারাত্মক হয়ে ওঠার সম্ভাবনা সাত থেকে আট গুণ বেশি ৷ যাঁদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গি সিভিয়ার হয়ে ওঠার সম্ভাবনা ছয় গুণ বেশি ৷ কলকাতায় 25 থেকে 28 শতাংশ মানুষের ডায়াবেটিস রয়েছে ৷ সচেতন না থাকলে, যাঁদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে নেই, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ প্রাণঘাতী হয়ে উঠতে পারে ৷ কারণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফেলে ডায়াবেটিস ৷ এজন্য ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা জরুরি ৷ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা দেখা দেয় ৷ ফলে, ডেঙ্গির সংক্রমণ হওয়ারও সম্ভাবনা থেকে যায় ৷ ডেঙ্গির ক্ষেত্রে মূল প্রতিরোধের উপায় হচ্ছে ডেঙ্গির জীবাণু বহনকারী মশাকে প্রতিরোধ করা ৷ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ থেকে বাঁচতে হলে তা প্রতিরোধের জন্য যাবতীয় ব্যবস্থা নিতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ৷ "

Intro:কলকাতা, 4 সেপ্টেম্বর: ডায়াবেটিসের 'দোসর' ডেঙ্গি। কারণ, যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গির সংক্রমণ। তবে, ডায়াবেটিস অনিয়ন্ত্রণে থাকলে এমন বিপদের সম্ভাবনা থেকে যায়। কেন এমন হয়, কীভাবেই-বা এর থেকে দূরে থাকতে পারেন ডায়াবেটিসে আক্রান্ত কেউ? এ সব বিষয় নিয়ে বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস বসু।


Body:ডেঙ্গি প্রতিরোধের লক্ষ্যে আগামী নভেম্বর মাস পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করবেন স্বাস্থ্যকর্মীরা। এমনই পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। তবে, শুধুমাত্র এই পরিকল্পনা নয়। সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলার প্রক্রিয়াও জারি রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। এ দিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত, রাজ্য স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী চলতি বছরে ডেঙ্গির কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে 3 হাজার। যদিও বেসরকারি মতে মৃত এবং আক্রান্তের সংখ্যা আরও বেশি।

শিশু, বয়স্ক এবং যাঁদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ ভয়ংকর হয়ে উঠতে পারে। আর, যাঁদের ডায়াবেটিস রয়েছে, তাঁদের ক্ষেত্রে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে ডেঙ্গির সংক্রমণ? বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস বসু বলেন, "ডায়াবেটিস মানে শরীরে সুগারের পরিমাণ বেশি। দুই রকম ভাবে এই সুগার থাকতে পারে। এক, নিয়ন্ত্রণে। এবং, দুই, অনিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণে নেই, ডায়াবেটিসের এমন রোগীর ক্ষেত্রে যদি ডেঙ্গির সংক্রমণ ঘটে, তা হলে এ ক্ষেত্রে ডেঙ্গি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।"

এ ক্ষেত্রে সিভিয়ার ডেঙ্গি দেখা দিতে পারে। শুধুমাত্র তাই নয়। এ ক্ষেত্রে ডেঙ্গি হেমারেজিক ফিভার বা, ডেঙ্গি শক সিনড্রোম-ও দেখা দিতে পারে। এ কথা জানিয়ে এই ডাক্তার বলেন, "ডায়াবেটিস যাঁদের নিয়ন্ত্রণে নেই, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ এই ধরনের ভয়ংকর হয়ে উঠতে পারে। অন্য দিকে, যাঁদের ডায়াবেটিস নেই, তাঁদের তুলনায়, যাঁদের ডায়াবেটিস রয়েছে এবং অনিয়ন্ত্রণে, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ এমন মারাত্মক হয়ে ওঠার সম্ভাবনা 7 থেকে 8 গুণ বেশি। যাঁদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, ডেঙ্গি সিভিয়ার হয়ে ওঠার সম্ভাবনা তাঁদের ক্ষেত্রে 6 গুণ বেশি।"


Conclusion:বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, "কলকাতায় 25 থেকে 28 শতাংশ মানুষের ডায়াবেটিস রয়েছে। সচেতন না থাকলে, যাঁদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই, তাঁদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ ঘটলে ভয়ংকর আকার নিতে পারে। এ ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গি।" তিনি বলেন, "কারণ, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাও নষ্ট করে ফেলে ডায়াবেটিস। এর জন্য ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতায় সমস্যা দেখা দেয়। এর ফলে, ডেঙ্গির সংক্রমণ হওয়ারও সম্ভাবনা থেকে যায়।" তিনি বলেন, "ডেঙ্গির ক্ষেত্রে মূল প্রতিরোধের উপায় হচ্ছে ডেঙ্গির জীবাণু বহনকারী মশাকে প্রতিরোধ করা। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ডেঙ্গির সংক্রমণ থেকে বাঁচতে হলে, ডেঙ্গি প্রতিরোধের জন্য যাবতীয় ব্যবস্থা নিতে হবে এবং, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।"
_______

বাইট:
wb_kol_01a_diabetes_dengue_bite_7203421
ডাক্তার দেবাশিস বসুর বক্তব্য


Last Updated : Sep 5, 2019, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.