ETV Bharat / city

Durga Puja 2022: 74তম বর্ষে বড়িশা সর্বজনীনের থিম 'চির পুরাতন নিত্য নূতন' - barisha sarbojonin durgotsav 2022

দুর্গাপুজো মানেই থিম যুদ্ধের দামামা ৷ কোনও মণ্ডপ থিম প্রতিযোতিতায় সেরা উপহার নিজের আয়ত্তে করতে থিমে অভিনবত্ব আনে ৷ আর দর্শনার্থীরাও মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সরবকিছুতেই অভিনবত্ব দেখতে চায় ৷ দর্শনার্থীদের এই চাহিদা মেটাতে তৈরি ‘বড়িশা সর্বজনীনের দুর্গোৎসব’ (Barisha Sarbojonin Durgotsav 2022) ৷ এবারের থিম 'চির পুরাতন নিত্য নূতন '৷

Durga Puja
বড়িশা সর্বজনীনের এবারের থিম 'চির পুরাতন নিত্য নূতন'
author img

By

Published : Sep 25, 2022, 7:19 PM IST

Updated : Sep 26, 2022, 5:23 PM IST

বেহালা, 25 সেপ্টেম্বর: 'বড়িশা সর্বজনীন দুর্গোৎসব' এই বছর 74 তম বর্ষে পদার্পণ করেছে (Durga Puja 2022) । এবার তাদের থিম 'চির পুরাতন নিত্য নূতন'। থিম রূপায়ণে রণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা নির্মাণে উৎপল ঘোষ, আবহে অভিনন্দন বন্দ্যোপাধ্যায় ।

'চির পুরাতন নিত্য নূতন’- থিমের নাম শুনেই বোঝা যাচ্ছে পুরাতনকে তুলে ধরা হয়েছে নতুনের আদলে ৷ সময় যত এগিয়েছে মন্দির ও দেবালয়ের ক্রমাগত বিবর্তন স্বচক্ষে দেখেছেন মানুষ । প্রাচীন জনপদ অর্থাৎ বড়িশার দ্বাদশ মন্দির প্রাঙ্গণে দেখা যায় সিংহ দালান, শিবমন্দির, দোল মঞ্চ তথা শৈব, শাক্ত ও বৈষ্ণব ধারার অভূতপূর্ব ত্রিবেনীসঙ্গম।

Durga Puja 2022
বড়িশা সর্বজনীনের মণ্ডপ তৈরির কাজ

আরও পড়ুন: পোষ্যদের জন্য বিশেষ পুজো মণ্ডপ বিধান সরণি অ্যাটলাস ক্লাবের

সিংহ দালানে মূর্তি-সমষ্টি প্রতিষ্ঠার ইতিহাস আজও অধরা। মনে করা হয়, যমের হাত থেকে ভক্তকূলকে রক্ষা করার জন্য পাথর নির্মিত মহিষাসুরমর্দিনী অষ্টাদশভূজা দেবী মহালক্ষ্মীর অবস্থান দক্ষিণমুখী। দেবীর পাশাপাশি একসঙ্গে পূজিত হন রুদ্র-গৌরী, ব্রহ্মা-সরস্বতী, বিষ্ণু-লক্ষ্মী, চতুর্ভূজা মহাকালী, চতুর্ভূজা মহালক্ষ্মী, চতুর্ভূজা মহাসরস্বতী, দশাননা দশভূজা মহাকালী এবং অষ্টভূজা মহাসরস্বতী । অতি বিরল ও সুপ্রাচীন ধারার উপাসনা গৃহ, ঠাকুর দালান, টেরাকোটা নির্মিত মন্দির এই জায়গায় ঐতিহ্য বহন করে।

74তম বর্ষে বড়িশা সর্বজনীনের থিম 'চির পুরাতন নিত্য নূতন'

আরও পড়ুন: জোর করে চাঁদা কাটার অভিযোগে গ্রেফতার চার, পথ অবরোধ গ্রামবাসীদের

ঐতিহ্য বজায় রাখতে আজও পুজোর সময় মন্দির প্রাঙ্গণে সমবেত হন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন ঘরানার লোকশিল্পীরা। আসর বসে তরজা গান, কবির লড়াই, আউল-বাউল সম্প্রদায়ের। সিংহ দালান ঘিরে পুজোর উপকরণ নিয়ে দোকান সাজিয়ে বসেন বিক্রেতারা। এখানেই শেষ নয়, পুণ্যার্থীদের রাত্রিবাসের জন্য সারাবছর খোলা থাকে যাত্রীনিবাস এবং ভাতের হোটেল। ভোগ বিতরণের ব্যবস্থাও থাকে। পুরতন করি বরগার ঠাকুর দালান, একচালা মূর্তি দেখতে গেলে ঘুরে আসতেই হবে বেহালা বড়িশার সর্বজনীন দুর্গোৎসবে ৷ পুরনো ঐতহ্য মেনে মন্দির প্রাঙ্গনকে নতুন আদলে তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা ৷

বেহালা, 25 সেপ্টেম্বর: 'বড়িশা সর্বজনীন দুর্গোৎসব' এই বছর 74 তম বর্ষে পদার্পণ করেছে (Durga Puja 2022) । এবার তাদের থিম 'চির পুরাতন নিত্য নূতন'। থিম রূপায়ণে রণ বন্দ্যোপাধ্যায়, প্রতিমা নির্মাণে উৎপল ঘোষ, আবহে অভিনন্দন বন্দ্যোপাধ্যায় ।

'চির পুরাতন নিত্য নূতন’- থিমের নাম শুনেই বোঝা যাচ্ছে পুরাতনকে তুলে ধরা হয়েছে নতুনের আদলে ৷ সময় যত এগিয়েছে মন্দির ও দেবালয়ের ক্রমাগত বিবর্তন স্বচক্ষে দেখেছেন মানুষ । প্রাচীন জনপদ অর্থাৎ বড়িশার দ্বাদশ মন্দির প্রাঙ্গণে দেখা যায় সিংহ দালান, শিবমন্দির, দোল মঞ্চ তথা শৈব, শাক্ত ও বৈষ্ণব ধারার অভূতপূর্ব ত্রিবেনীসঙ্গম।

Durga Puja 2022
বড়িশা সর্বজনীনের মণ্ডপ তৈরির কাজ

আরও পড়ুন: পোষ্যদের জন্য বিশেষ পুজো মণ্ডপ বিধান সরণি অ্যাটলাস ক্লাবের

সিংহ দালানে মূর্তি-সমষ্টি প্রতিষ্ঠার ইতিহাস আজও অধরা। মনে করা হয়, যমের হাত থেকে ভক্তকূলকে রক্ষা করার জন্য পাথর নির্মিত মহিষাসুরমর্দিনী অষ্টাদশভূজা দেবী মহালক্ষ্মীর অবস্থান দক্ষিণমুখী। দেবীর পাশাপাশি একসঙ্গে পূজিত হন রুদ্র-গৌরী, ব্রহ্মা-সরস্বতী, বিষ্ণু-লক্ষ্মী, চতুর্ভূজা মহাকালী, চতুর্ভূজা মহালক্ষ্মী, চতুর্ভূজা মহাসরস্বতী, দশাননা দশভূজা মহাকালী এবং অষ্টভূজা মহাসরস্বতী । অতি বিরল ও সুপ্রাচীন ধারার উপাসনা গৃহ, ঠাকুর দালান, টেরাকোটা নির্মিত মন্দির এই জায়গায় ঐতিহ্য বহন করে।

74তম বর্ষে বড়িশা সর্বজনীনের থিম 'চির পুরাতন নিত্য নূতন'

আরও পড়ুন: জোর করে চাঁদা কাটার অভিযোগে গ্রেফতার চার, পথ অবরোধ গ্রামবাসীদের

ঐতিহ্য বজায় রাখতে আজও পুজোর সময় মন্দির প্রাঙ্গণে সমবেত হন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন ঘরানার লোকশিল্পীরা। আসর বসে তরজা গান, কবির লড়াই, আউল-বাউল সম্প্রদায়ের। সিংহ দালান ঘিরে পুজোর উপকরণ নিয়ে দোকান সাজিয়ে বসেন বিক্রেতারা। এখানেই শেষ নয়, পুণ্যার্থীদের রাত্রিবাসের জন্য সারাবছর খোলা থাকে যাত্রীনিবাস এবং ভাতের হোটেল। ভোগ বিতরণের ব্যবস্থাও থাকে। পুরতন করি বরগার ঠাকুর দালান, একচালা মূর্তি দেখতে গেলে ঘুরে আসতেই হবে বেহালা বড়িশার সর্বজনীন দুর্গোৎসবে ৷ পুরনো ঐতহ্য মেনে মন্দির প্রাঙ্গনকে নতুন আদলে তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা ৷

Last Updated : Sep 26, 2022, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.