কলকাতা, 16 জুন : ফিজ়িকাল কোর্টে অংশগ্রহণ আপাতত সম্ভব নয় । এর সঙ্গে আইনজীবীদের জীবন-মৃত্যুর প্রশ্ন জড়িত । তাই আগামী 3 জুলাই পর্যন্ত কোনওরকম ফিজ়িকাল কোর্টে অংশগ্রহণ নয় । স্পষ্ট জানিয়ে দিল বার অ্যাসোসিয়েশন । তবে ভার্চুয়ালে কোনও আপত্তি নেই । বরং সমস্ত মামলার শুনানি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করা হোক । মত আইনজীবীদের ।
হাইকোর্ট 13 জুন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 17 জুন থেকে কলকাতা হাইকোর্টে ফিজ়িকাল কোর্ট চালু করা হবে । মামলার ফাইলিং আদালতে এসে করতে পারবেন আইনজীবীরা । কিন্তু সেক্ষেত্রে COVID-19 আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন আইনজীবীরা । এই পরিস্থিতিতে বার অ্যাসোসিয়েশনের আবেদন , সমস্ত মামলার e-ফাইলিংয়ের ব্যবস্থা করা হোক । যতদিন কোরোনা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে বা কমতে শুরু করছে ততদিন এই ব্যবস্থা চলুক । পাশাপাশি বিচারপতিদের কাছে আবেদন জানানো হয়েছে, উপযুক্ত টেকনিকাল টিম নিয়ে কাজ করার ব্যবস্থা করতে । যাতে আগামী দিনে আরও সুবিধা হয় । আইনজীবীরা যাতে সরাসরি মামলার খরচ হাইকোর্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন সেই ব্যবস্থা করা দরকার ।
13 জুনের বিজ্ঞপ্তিতে হাইকোর্টের তরফে যেভাবে ফিজ়িকাল কোর্টের নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা । কারণ কেউ আদালত কক্ষে বসে বক্তব্য জানাবেন , আর কেউ বাড়ি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁঁর বক্তব্য জানাবেন । এভাবে না করে পুরো শুনানি প্রক্রিয়া ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করা যথাযথ হবে । যতদিন না পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন এই পরিষেবা জারি থাকুক । আজ এক বিবৃতিতে জানিয়েছে বার অ্যাসোসিয়েশন ।
অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, COVID-19'এ আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে সেদিকে তাকিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, আর এফ নরিম্যান, ইউ ইউ ললিত, এ এম খানডউইলকর , ডি ওয়াই চন্দ্রচূড়, এল নাগেশ্বর রাও ও এন ভি রামান্নার সাত সদস্যের কমিটি শীর্ষ আদালতের সমস্ত মামলা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে । হাইকোর্টের সমস্ত মামলা আপাতত ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করা উচিত । কলকাতা হাইকোর্টের বহু আইনজীবী বিভিন্ন জেলায় থাকেন । পরিবহন ব্যবস্থা এখন একেবারে স্বাভাবিক নয় । ফলে, আইনজীবীদের পক্ষে আদালতে এসে মামলা ফাইল করা সম্ভব নয় । তাই হাইকোর্ট 100 শতাংশ ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা হোক ।