ETV Bharat / city

Sajal Ghosh Arrest : সজল ঘোষের দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ নগর দায়রা আদালতের

গতকাল দরজা ভেঙে গ্রেফতার করা হয়েছিল ৷ শনিবার তাঁকে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত ৷ আগামী সোমবার তাঁকে ফের আদালতে পেশ করার কথা রয়েছে ৷

সজল ঘোষের গ্রেফতারি
সজল ঘোষের দু'দিনের পুলিশ হেফাজত
author img

By

Published : Aug 14, 2021, 5:13 PM IST

কলকাতা, 14 অগস্ট : ক্লাব ভাঙচুরের ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষের দু'দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিল কলকাতার নগর দায়রা আদালত । আগামী সোমবার ফের তাঁকে আদালতে তোলা হবে ৷

শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে একটি ক্লাব ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সজল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ । তবে তাঁর বক্তব্য, ক্লাব ভাঙচুরের ঘটনায় তিনি বা তাঁর অনুগামীরা জড়িত নন । ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত গুন্ডারা । উল্টোদিকে তৃণমূল কর্মীদের দাবি, এলাকার যুব তৃণমূল নেতা অভিষেক দাসের স্ত্রীকে বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি করা হয়েছে । এরপর শাসকদলের তরফে সজল ঘোষের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয় । মুচিপাড়া থানায় তাঁকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ । কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় গতকাল পুলিশ তাঁর বাড়ির দরজা ভেঙে সজলকে গ্রেফতার করে ।

শনিবার নগর দায়রা আদালতে তাঁকে তোলা হলে শাসকদলের তরফে সজল ঘোষের 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয় । আদালতের ভিতরে দুই তরফের আইনজীবীর তীব্র বাদানুবাদ শুরু হয় এনিয়ে ৷ সজল ঘোষের বিরুদ্ধে ভাঙচুর চালানো, পাশাপাশি অস্ত্র আইনে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ রাজ্যের তরফে বক্তব্য ছিল, তাঁর কাছে যে সমস্ত অস্ত্রশস্ত্র হয়েছে তা উদ্ধারের জন্য পুলিশি হেফাজতের প্রয়োজন । এরপরই আদালত বিজেপি নেতার দু'দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে ।

এদিন ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । বিজেপির তরফে শাসকদলের বিরুদ্ধে অন্যায় ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও স্লোগান দেওয়া হয় । পাশাপাশি পুলিশ ভ্যানে তোলার সময় আজও সজল ঘোষকে বলতে শোনা যায়, বিনা অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : Sajal Ghosh : বিজেপি নেতা সজল ঘোষকে দরজা ভেঙে গ্রেফতার করল পুলিশ

কলকাতা, 14 অগস্ট : ক্লাব ভাঙচুরের ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষের দু'দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিল কলকাতার নগর দায়রা আদালত । আগামী সোমবার ফের তাঁকে আদালতে তোলা হবে ৷

শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে একটি ক্লাব ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সজল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ । তবে তাঁর বক্তব্য, ক্লাব ভাঙচুরের ঘটনায় তিনি বা তাঁর অনুগামীরা জড়িত নন । ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত গুন্ডারা । উল্টোদিকে তৃণমূল কর্মীদের দাবি, এলাকার যুব তৃণমূল নেতা অভিষেক দাসের স্ত্রীকে বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানি করা হয়েছে । এরপর শাসকদলের তরফে সজল ঘোষের বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয় । মুচিপাড়া থানায় তাঁকে আত্মসমর্পণ করতে বলে পুলিশ । কিন্তু তিনি আত্মসমর্পণ না করায় গতকাল পুলিশ তাঁর বাড়ির দরজা ভেঙে সজলকে গ্রেফতার করে ।

শনিবার নগর দায়রা আদালতে তাঁকে তোলা হলে শাসকদলের তরফে সজল ঘোষের 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয় । আদালতের ভিতরে দুই তরফের আইনজীবীর তীব্র বাদানুবাদ শুরু হয় এনিয়ে ৷ সজল ঘোষের বিরুদ্ধে ভাঙচুর চালানো, পাশাপাশি অস্ত্র আইনে অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ রাজ্যের তরফে বক্তব্য ছিল, তাঁর কাছে যে সমস্ত অস্ত্রশস্ত্র হয়েছে তা উদ্ধারের জন্য পুলিশি হেফাজতের প্রয়োজন । এরপরই আদালত বিজেপি নেতার দু'দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে ।

এদিন ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । বিজেপির তরফে শাসকদলের বিরুদ্ধে অন্যায় ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও স্লোগান দেওয়া হয় । পাশাপাশি পুলিশ ভ্যানে তোলার সময় আজও সজল ঘোষকে বলতে শোনা যায়, বিনা অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন : Sajal Ghosh : বিজেপি নেতা সজল ঘোষকে দরজা ভেঙে গ্রেফতার করল পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.