কলকাতা, 30 সেপ্টেম্বর : অক্টোবর মাসে 11 দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে । পুজোর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকায় নাজেহাল হতে পারে সাধারণ মানুষ । ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরামর্শ, টাকা তুলতে হয়রানির শিকার হওয়ার আগেই, ব্যাঙ্ক থেকে প্রয়োজনীয় টাকা তুলে রাখুন । দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা-সহ একাধিক পার্বণ রয়েছে অক্টোবরে । ব্যাঙ্ক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বে গ্রাহকরা ।
অক্টোবর মাসের 31 দিনের মধ্যে 20 দিন ব্যাঙ্ক খোলা থাকবে । নিয়মিত নগদ লেনদেনের প্রয়োজন থাকলে অগ্রিম টাকা তোলার পরামর্শ দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।
উৎসবের মাস অক্টোবর । খরচ স্বাভাবিকভাবেই বেশি । আত্মীয়-পরিজনদের নতুন জামাকাপড় কিনে দেওয়া, আত্মীয়-স্বজন বাড়ির লোককে নিয়ে ঠাকুর দেখতে বেরোনো, আচমকা ATM-এ ঢুকে দেখলেন টাকা নেই । সমস্যায় পড়তে হবে গ্রাহকদের । তাই নগদ টাকা ঘরে রাখার পরামর্শ দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।
অক্টোবর মাসে মোট 11টি ছুটির দিন রয়েছে ব্যাঙ্কের । অর্থাৎ কুড়ি দিন ব্যাঙ্ক খোলা থাকবে । 2 অক্টোবর মঙ্গলবার গান্ধিজয়ন্তী ৷ তাই দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে । 6 তারিখ রবিবার ৷
7, 8 অক্টোবর সোম-মঙ্গলবার । নবমী-দশমীর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক । ব্যাঙ্ক কর্মীরা তিনদিনের টানা ছুটি পাবেন । 12 অক্টোবর ও 13 অক্টোবর মাসের দ্বিতীয় শনি ও রবিবার হওয়ার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে । 20 অক্টোবর রবিবার হওয়ার ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে । 26 এবং 27 অক্টোবর মাসের চতুর্থ শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ । 27 অক্টোবর দীপাবলীর কারণে ব্যাঙ্ক ছুটি । 28 এবং 29 তারিখ দীপাবলি এবং ভাইফোঁটার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে ।