কলকাতা, 31 জানুয়ারি: সারা দেশের সঙ্গে এ রাজ্যেও ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়েছে ৷ ন'টি ব্যাংক কর্মচারী এবং অফিসার সংগঠনের ডাকে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা৷ আজ সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা৷ আগামীকালও ধর্মঘট জারি থাকছে৷
ন'টি ব্যাংক কর্মচারী এবং অফিসার সংগঠনের ডাকে 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি ধর্মঘটে সামিল হয়েছেন ব্যাঙ্ক কর্মীরা৷ বেতন বৃদ্ধি সহ চার দফা দাবি জানিয়ে এবারের ধর্মঘটে সামিল হয়েছেন প্রায় 10 লাখ ব্যাঙ্ক কর্মী৷ আজ সকাল থেকে কলকাতার স্ট্র্যান্ড রোড ও ধর্মতলা চত্বরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কর্মীরা৷ জেলাগুলিতেও একই চিত্র৷ কোথাও আবার মিছিল করেন ধর্মঘটে সামিল ব্যাঙ্ক কর্মীরা৷ অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানান, গ্রাহকদের প্রাথমিকভাবে সমস্যা হলেও, তারা আমাদের সঙ্গে রয়েছেন৷ ATM বন্ধ থাকায় অনেকেই এদিন টাকা লেনদেন করতে পারেননি৷ দাবি মানা না হলে, মার্চের 11, 12 ও 13 তারিখে ফের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন ব্যাঙ্ক ইউনিয়নগুলি৷