ETV Bharat / city

মুখ্যমন্ত্রী নাগপুরের ভাষায় কথা বলছেন, কটাক্ষ সুজনের - বিধায়ক তাপস রায়

মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং RSS-এর বক্তব্যের মধ্যে মিল খুঁজে পেয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ তাঁর কটাক্ষ, "নাগপুরের ভাষায় কথা বলছেন মুখ্যমন্ত্রী ৷ "

Sujan And Tapas
সুজন ও তাপস
author img

By

Published : Feb 14, 2020, 10:21 PM IST

কলকাতা, 14 ফেব্রুয়ারি : আজ রাজ্য বিধানসভায় সরস্বতী পুজোর দিন বনধ ডাকা নিয়ে বিরোধীদের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে চলে শাসক ও বিরোধী চাপানউতোর ৷ এরই মধ্যে মমতার বক্তব্য এবং RSS-এর বক্তব্যের মধ্যে মিল খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷

সুজনবাবু বলেন, "অন্য রাজ্যে CAA, NRC-র বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কারা কারা মারা গেছেন সেটা আপনি বলছেন ৷ কিন্তু রাজ্যে শাসকদলের উন্নয়নের জোয়ারে ভাসছেন এমন ভাই-দাদাদের গুলিতে যারা মারা গেলেন তাঁদের নামটা উল্লেখ করুন ৷ আমরা বলছিলাম শোকপ্রস্তাবে নামগুলো উল্লেখ করুন ৷ সেটা আপনি উল্লেখ করতে পারলেন না ৷ উনি উল্লেখ না করে নাগপুরের ভাষায় কথা বললেন ৷ বললেন সরস্বতী পুজোর দিন আন্দোলন করছিল কেন ৷ " কটাক্ষ করে তিনি আরও বলেন, "মানুষের কথা থাকলে সেটা বলতে পারবে না ৷ দিন বেছে বলতে হবে ৷ এটা বিভাজন ৷ আর এই কথাটাই তো RSS বলেছে ৷ এই কথাটাই তো দিলীপ ঘোষও বলেছেন ৷ যে সরস্বতী পুজোর দিন ওখানে আবার কীসের আন্দোলন ? মুখ্যমন্ত্রী সেই কথাটাই অফিসিয়ালি বিধানসভায় বললেন ৷ "

মমতার বক্তব্য এবং RSS-এর বক্তব্যের মধ্যে মিল খুঁজে পেয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী

যদিও সুজনবাবুর পালটা তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "মুখ্যমন্ত্রী যেটা বলতে চেয়েছিলেন, বাংলার ঘরে ঘরে,পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হয় । পুজো নিয়ে স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যে আলাদা আনন্দ থাকে । সেই দিনটিকে কেনও বনধের জন্য বেছে নিয়েছে ওরা । মুখ্যমন্ত্রী সে কথাই বলেছিলেন । আমার মনে হয় সুজন বুঝতে ভুল করেছেন ।"

কলকাতা, 14 ফেব্রুয়ারি : আজ রাজ্য বিধানসভায় সরস্বতী পুজোর দিন বনধ ডাকা নিয়ে বিরোধীদের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে চলে শাসক ও বিরোধী চাপানউতোর ৷ এরই মধ্যে মমতার বক্তব্য এবং RSS-এর বক্তব্যের মধ্যে মিল খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷

সুজনবাবু বলেন, "অন্য রাজ্যে CAA, NRC-র বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কারা কারা মারা গেছেন সেটা আপনি বলছেন ৷ কিন্তু রাজ্যে শাসকদলের উন্নয়নের জোয়ারে ভাসছেন এমন ভাই-দাদাদের গুলিতে যারা মারা গেলেন তাঁদের নামটা উল্লেখ করুন ৷ আমরা বলছিলাম শোকপ্রস্তাবে নামগুলো উল্লেখ করুন ৷ সেটা আপনি উল্লেখ করতে পারলেন না ৷ উনি উল্লেখ না করে নাগপুরের ভাষায় কথা বললেন ৷ বললেন সরস্বতী পুজোর দিন আন্দোলন করছিল কেন ৷ " কটাক্ষ করে তিনি আরও বলেন, "মানুষের কথা থাকলে সেটা বলতে পারবে না ৷ দিন বেছে বলতে হবে ৷ এটা বিভাজন ৷ আর এই কথাটাই তো RSS বলেছে ৷ এই কথাটাই তো দিলীপ ঘোষও বলেছেন ৷ যে সরস্বতী পুজোর দিন ওখানে আবার কীসের আন্দোলন ? মুখ্যমন্ত্রী সেই কথাটাই অফিসিয়ালি বিধানসভায় বললেন ৷ "

মমতার বক্তব্য এবং RSS-এর বক্তব্যের মধ্যে মিল খুঁজে পেয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী

যদিও সুজনবাবুর পালটা তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "মুখ্যমন্ত্রী যেটা বলতে চেয়েছিলেন, বাংলার ঘরে ঘরে,পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হয় । পুজো নিয়ে স্কুল-কলেজের পড়ুয়াদের মধ্যে আলাদা আনন্দ থাকে । সেই দিনটিকে কেনও বনধের জন্য বেছে নিয়েছে ওরা । মুখ্যমন্ত্রী সে কথাই বলেছিলেন । আমার মনে হয় সুজন বুঝতে ভুল করেছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.