ETV Bharat / city

ব্যালট ফিরিয়ে আনা হবে না, মমতার দাবি ওড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার - Chief Election Commissioner of India Sunil Arora informed this

আজ দু'দিনের সফরে কলকাতায় আসেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ৷ জানান, ব্যালট ফেরানোর প্রশ্নই নেই ।

সুনীল অরোরা
author img

By

Published : Aug 9, 2019, 2:13 PM IST

Updated : Aug 9, 2019, 2:44 PM IST

কলকাতা, 9 অগাস্ট : গণতন্ত্র ফেরাতে ব্যালট ফেরানোর দাবি জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ কলকাতায় দাঁড়িয়ে সেই দাবি কার্যত উড়িয়ে দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা । জানান, ব্যালট ফেরানোর প্রশ্নই নেই । পাশাপাশি বাংলায় NRC-র বিষয়টি তাঁর জানা নেই বলেন ৷

ভিডিয়োয় শুনুন সুনীল অরোরার বক্তব্য...

আরও পড়ুন : পৌরভোট ব্যালটে হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর, এক্তিয়ার নেই বলছে আইন

লোকসভা নির্বাচনের আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিরোধীরা ৷ আশঙ্কাটা ছিল EVM কারচুপি নিয়ে । চলতি বছরের জানুয়ারিতে ব্রিগেডের ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে ফারুক আবদুল্লা থেকে শুরু করে যশোবন্ত সিনহা সেই আশঙ্কার কথাই জানান ৷ সেইসঙ্গে EVM বাতিলের দাবিও করেন । পরে বিরোধীদের তরফে দাবি করা হয় সব VVPAT গণনা করতে হবে । শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বিধানসভা পিছু 5টি করে VVPAT গণনা হয় । ভোট গণনার দিন, দেশের কোনও প্রান্তেই গরমিলের অভিযোগ ওঠেনি । কিন্তু কয়েকদিন পর EVM কারচুপির অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "ভোটে জিততে সব সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করেছে BJP । EVM-এ কারচুপি করে এই জয় । EVM-এ ভোট চাই না । চাই ব্যালটে ভোট হোক । বাংলা থেকে শুরু হবে আন্দোলন । এই দাবিতে জনসংযোগ যাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা) করবে তৃণমূল । নেতৃত্বে থাকবেন বিধায়করা ।" জানান, পাহাড় থেকে সাগর সর্বত্র গণতন্ত্র বাঁচাও যাত্রা চলবে । ওই যাত্রার জন্য সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোর কমিটিও গঠন করেছেন তিনি । ওই কমিটিই ঠিক করবে যাত্রাপথ । যাত্রার সময় বিধায়করা মানুষের ঘরে ঘরে যাবেন । চলবে জনসংযোগ । স্লোগান হবে, "গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও ৷ EVM চাই না, ব্যালট চাই । "

আরও পড়ুন : "EVM নয় ব্যালট চাই " , চলল মিছিল শহিদ দিবসে

তিনি আরও বলেন, "রাজ্যবাসীকে বোঝানো প্রয়োজন EVM গণতন্ত্রের জন্য বিপজ্জনক । কীভাবে EVM-এর মাধ্যমে ভোটে কারচুপি হচ্ছে । এই আন্দোলনে বাংলা পথ দেখাবে ।" অর্থাৎ গোটা দেশেই এই আন্দোলন নিয়ে যেতে চান তৃণমূল সুপ্রিমো । 21 জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের মূল স্লোগান ছিল," ব্যালট ফিরিয়ে দাও ।" সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের কর্পোরেশন এবং পৌরসভার নির্বাচন ব্যালটেই হবে ।

আরও পড়ুন : মহারাষ্ট্রে ব্যালট ফেরানোর আন্দোলনে মমতাকে পাশে চাইছেন রাজ ঠাকরে

আজ দু'দিনের সফরে কলকাতায় এসেছেন সুনীল অরোরা । বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের স্পষ্ট জানিয়েদেন, EVM-এর বিষয়ে কমিশনের মনোভাব । বলেন, "আমরা ব্যালট ফেরাচ্ছি না । এবিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ।" পাশাপাশি NRC নিয়ে বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে NRC হচ্ছে । অসমে এখন হচ্ছে । পশ্চিমবঙ্গের বিষয়টি জানা নেই ।" জম্মু-কাশ্মীরে নির্বাচন প্রসঙ্গে বলেন, "এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে এগোনো হয়নি । আমরা স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকটি মন্ত্রকের সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলে তারপর বিষয়টি ঠিক করব ।"

কলকাতা, 9 অগাস্ট : গণতন্ত্র ফেরাতে ব্যালট ফেরানোর দাবি জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আজ কলকাতায় দাঁড়িয়ে সেই দাবি কার্যত উড়িয়ে দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা । জানান, ব্যালট ফেরানোর প্রশ্নই নেই । পাশাপাশি বাংলায় NRC-র বিষয়টি তাঁর জানা নেই বলেন ৷

ভিডিয়োয় শুনুন সুনীল অরোরার বক্তব্য...

আরও পড়ুন : পৌরভোট ব্যালটে হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর, এক্তিয়ার নেই বলছে আইন

লোকসভা নির্বাচনের আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিরোধীরা ৷ আশঙ্কাটা ছিল EVM কারচুপি নিয়ে । চলতি বছরের জানুয়ারিতে ব্রিগেডের ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে ফারুক আবদুল্লা থেকে শুরু করে যশোবন্ত সিনহা সেই আশঙ্কার কথাই জানান ৷ সেইসঙ্গে EVM বাতিলের দাবিও করেন । পরে বিরোধীদের তরফে দাবি করা হয় সব VVPAT গণনা করতে হবে । শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বিধানসভা পিছু 5টি করে VVPAT গণনা হয় । ভোট গণনার দিন, দেশের কোনও প্রান্তেই গরমিলের অভিযোগ ওঠেনি । কিন্তু কয়েকদিন পর EVM কারচুপির অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্নে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "ভোটে জিততে সব সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করেছে BJP । EVM-এ কারচুপি করে এই জয় । EVM-এ ভোট চাই না । চাই ব্যালটে ভোট হোক । বাংলা থেকে শুরু হবে আন্দোলন । এই দাবিতে জনসংযোগ যাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা) করবে তৃণমূল । নেতৃত্বে থাকবেন বিধায়করা ।" জানান, পাহাড় থেকে সাগর সর্বত্র গণতন্ত্র বাঁচাও যাত্রা চলবে । ওই যাত্রার জন্য সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোর কমিটিও গঠন করেছেন তিনি । ওই কমিটিই ঠিক করবে যাত্রাপথ । যাত্রার সময় বিধায়করা মানুষের ঘরে ঘরে যাবেন । চলবে জনসংযোগ । স্লোগান হবে, "গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও ৷ EVM চাই না, ব্যালট চাই । "

আরও পড়ুন : "EVM নয় ব্যালট চাই " , চলল মিছিল শহিদ দিবসে

তিনি আরও বলেন, "রাজ্যবাসীকে বোঝানো প্রয়োজন EVM গণতন্ত্রের জন্য বিপজ্জনক । কীভাবে EVM-এর মাধ্যমে ভোটে কারচুপি হচ্ছে । এই আন্দোলনে বাংলা পথ দেখাবে ।" অর্থাৎ গোটা দেশেই এই আন্দোলন নিয়ে যেতে চান তৃণমূল সুপ্রিমো । 21 জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের মূল স্লোগান ছিল," ব্যালট ফিরিয়ে দাও ।" সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের কর্পোরেশন এবং পৌরসভার নির্বাচন ব্যালটেই হবে ।

আরও পড়ুন : মহারাষ্ট্রে ব্যালট ফেরানোর আন্দোলনে মমতাকে পাশে চাইছেন রাজ ঠাকরে

আজ দু'দিনের সফরে কলকাতায় এসেছেন সুনীল অরোরা । বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের স্পষ্ট জানিয়েদেন, EVM-এর বিষয়ে কমিশনের মনোভাব । বলেন, "আমরা ব্যালট ফেরাচ্ছি না । এবিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ।" পাশাপাশি NRC নিয়ে বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশে NRC হচ্ছে । অসমে এখন হচ্ছে । পশ্চিমবঙ্গের বিষয়টি জানা নেই ।" জম্মু-কাশ্মীরে নির্বাচন প্রসঙ্গে বলেন, "এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে এগোনো হয়নি । আমরা স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকটি মন্ত্রকের সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলে তারপর বিষয়টি ঠিক করব ।"

Intro:কলকাতা, ৯ অগাস্ট: “গণতন্ত্র ফেরাতে" ব্যালট ফেরানোর দাবি জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় দাঁড়িয়ে সেই দাবি উড়িয়ে দিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। জানিয়ে দিলেন, ব্যালট ফেরানোর প্রশ্নই নেই। পাশাপাশি বাংলায় NRC র বিষয়টি তার জানা নেই বলে দাবি করলেন তিনি।Body:বিরোধীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন লোকসভা নির্বাচনের আগে। আশঙ্কাটা ছিল EVM কারচুপি নিয়ে। ব্রিগেডের ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে ফারুক আবদুল্লা থেকে যশোবন্ত সিনহা সেই আশঙ্কার কথা জানিয়ে, EVM বাতিলের দাবি জানান। পরে অবশ্য বিরোধীদের তরফে দাবি করা হয়, সব VVPAT গননা করতে হবে। শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বিধানসভা পিছু 5 টি করে VVPAT গননা হয়। ভোট গননার দিন, দেশের কোনও প্রান্তেই গড়মিলের অভিযোগ ওঠেনি। কিন্তু কয়েকদিন EVM কারচুপির অভিযোগ তোলেন মমতা। নবান্নে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “ ভোটে জিততে সব সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করেছে বিজেপি। ইভিএমে কারচুপি করে এই জয়। ইভিএমে ভোট চাই না। চাই ব্যালটে ভোট হোক। বাংলা থেকে শুরু হবে আন্দোলন। এই দাবিতে জনসংযোগ যাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা) করবে তৃণমূল। নেতৃত্বে থাকবেন বিধায়করা।"

মমতা জানান, পাহাড় থেকে সাগর সর্বত্র গণতন্ত্র বাঁচাও যাত্রা চলবে। ওই যাত্রার জন্য সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোর কমিটিও গড়েছেন তিনি। ওই কমিটিই ঠিক করবে যাত্রার পথ। যাত্রার সময় বিধায়করা মানুষের ঘরে ঘরে যাবেন। চলবে জনসংযোগ। স্লোগান হবে, “গণতন্ত্র বাঁচাও, ব্যালট ফিরিয়ে দাও, EVM চাই না, ব্যালট চাই"।

মমতা বলেন,“ রাজ্যবাসীকে বোঝানো প্রয়োজন EVM গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কীভাবে EVM এর মাধ্যমে ভোটে কারচুপি হচ্ছে। এই আন্দোলনে বাংলা পথ দেখাবে।" অর্থাৎ গোটা দেশেই এই আন্দোলন নিয়ে যেতে চান তৃণমূল সুপ্রিমো। ২১ এ জুলাই শহীদ দিবসে তৃণমূলের মূল স্লোগান ছিল, “ ব্যালট ফিরিয়ে দাও।" সভামঞ্চে মমতা বনেন, রাজ্যের কর্পোরেশন এবং পৌরসভার নির্বাচন ব্যালটেই হবে। Conclusion:আজ দুদিনের সফরে কলকাতায় এসেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। কলকাতার মাটিতে পা দিয়েই তিনি স্পষ্ট করে দেন EVM এর বিষয়ে কমিশনের মনোভাব। বলেন, “ আমরা ব্যালট ফেরাচ্ছি না। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও আছে।" পাশাপাশি NRC প্রসঙ্গে বলেন, “ সুপ্রিম কোর্টের নির্দেশে NRC হচ্ছে। অসমে এখন হচ্ছে। পশ্চিমবঙ্গের বিষয়টি জানা নেই।"

জম্মু-কাশ্মীরে নির্বাচন প্রসঙ্গে বলেন, “ এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে এগোনো হয়নি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকটি মন্ত্রকের সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলে তারপর বিষয়টি ঠিক করব।"
Last Updated : Aug 9, 2019, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.