ETV Bharat / city

Baisakhi Attacks Partha: কলেজ- বিশ্ববিদ্যালয়ের নিয়োগেও দুর্নীতি করেছেন পার্থ, বিস্ফোরক দাবি বৈশাখীর - former tmc leader baisakhi banerjee attacked partha chatterjee over corruption in college and university recruitment

তৃণমূলের অধ্যাপক সংগঠনের এই প্রাক্তন নেত্রী মনে করেন, পার্থর প্রভাবে যাঁদের স্কুল শিক্ষক হওয়ার যোগ্যতা নেই তাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়াবার সুযোগ পেয়েছেন (Baisakhi attacks Partha over corruption in collage and university recruitment ) !

Baisakhi Attacks Partha
বিস্ফোরক দাবি বৈশাখীর
author img

By

Published : Aug 5, 2022, 7:29 AM IST

কলকাতা, 5 অগস্ট: এসএসসি-র নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি (Former West Bengal minister Partha Chatterjee was arrested in SSC scam) ৷ তদন্ত যত এগোচ্ছে ততই বিস্ফোরক তথ্যের সন্ধান পাচ্ছেন তদন্তকারীরা ৷ তাঁদের প্রশ্নের মুখে কয়েকবার মেজাজও হারিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পর তদন্তকারীদের নাকি তিনি 'দেখে নেবেন' এমন কথাও বলেছেন ৷ এমতাবস্থায় পার্থর নাম এবার কলেজের নিয়োগ দুর্নীতিতেও জড়িয়ে দিলেন তাঁরই এক 'শিষ্যা'৷

তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠনের প্রাক্তন নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কলেজে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি করেছেন পার্থ ৷ তাঁর প্রভাবেই প্রতিভা না থাকা সত্ত্বেও ছাত্রনেতারা শিক্ষাক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন (Baisakhi attacks Partha over corruption in college and university recruitment) ৷ বৈশাখীর কথায়, "দেখে অবাক হয়ে যেতাম সাধারণ মানের ছাত্রনেতারাও শিক্ষাক্ষেত্রে নিজেদের জায়গা করে নিচ্ছেন ৷ কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের মধ্যে সিন্ডিকেট চালানো হত ৷ আর তার জেরেই সমস্ত চাকরিও বিক্রি হত ৷ যাঁদের স্কুলে পড়ানোরও যোগ্যতা নেই তাঁরা পার্থর বদান্যতায় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেয়েছেন !"

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আরও কয়েক ধাপ এগিয়ে বৈশাখীর দাবি, দুর্নীতি রুখতে পার্থর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগও জানান তিনি ৷ তাতে কাজও হয় ৷ এক ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেন তৎকালীন শিক্ষামন্ত্রী ৷ কিন্ত মাত্র কয়েকদিন বাদেই ওই ব্যক্তি আরও গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত হন ৷ এসব দেখেই বৈশাখীর মনে হয়েছে দুর্নীতির নেপথ্যে ছিলেন পার্থই ৷

অন্য একটি প্রসঙ্গে বৈশাখী বলেন, "শিক্ষা সংক্রান্ত বিষয়ে পার্থ কারও কথা শুনতেন না ৷ নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভাবতেন ৷ ক্ষমতার অপব্যবহার করে শিক্ষাক্ষেত্রকে একা নিয়ন্ত্রণ করেছেন পার্থ ৷" আক্রমণের পাশাপাশি নিজের একটি আক্ষেপের কথাও জানান বৈশাখী ৷ তিনি বলেন, "ভাবলেও খারাপ লাগে 2016 সালে পার্থই আমায় রাজনীতিতে নিয়ে আসেন ৷ সে সময় তিনি বলেছিলেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতির রমরমা আছে ৷ তাই ভালো লোকের প্রয়োজন!"

কলকাতা, 5 অগস্ট: এসএসসি-র নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি (Former West Bengal minister Partha Chatterjee was arrested in SSC scam) ৷ তদন্ত যত এগোচ্ছে ততই বিস্ফোরক তথ্যের সন্ধান পাচ্ছেন তদন্তকারীরা ৷ তাঁদের প্রশ্নের মুখে কয়েকবার মেজাজও হারিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পর তদন্তকারীদের নাকি তিনি 'দেখে নেবেন' এমন কথাও বলেছেন ৷ এমতাবস্থায় পার্থর নাম এবার কলেজের নিয়োগ দুর্নীতিতেও জড়িয়ে দিলেন তাঁরই এক 'শিষ্যা'৷

তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠনের প্রাক্তন নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কলেজে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি করেছেন পার্থ ৷ তাঁর প্রভাবেই প্রতিভা না থাকা সত্ত্বেও ছাত্রনেতারা শিক্ষাক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন (Baisakhi attacks Partha over corruption in college and university recruitment) ৷ বৈশাখীর কথায়, "দেখে অবাক হয়ে যেতাম সাধারণ মানের ছাত্রনেতারাও শিক্ষাক্ষেত্রে নিজেদের জায়গা করে নিচ্ছেন ৷ কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনের মধ্যে সিন্ডিকেট চালানো হত ৷ আর তার জেরেই সমস্ত চাকরিও বিক্রি হত ৷ যাঁদের স্কুলে পড়ানোরও যোগ্যতা নেই তাঁরা পার্থর বদান্যতায় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ পেয়েছেন !"

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

আরও কয়েক ধাপ এগিয়ে বৈশাখীর দাবি, দুর্নীতি রুখতে পার্থর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগও জানান তিনি ৷ তাতে কাজও হয় ৷ এক ব্যক্তিকে পদ থেকে সরিয়ে দেন তৎকালীন শিক্ষামন্ত্রী ৷ কিন্ত মাত্র কয়েকদিন বাদেই ওই ব্যক্তি আরও গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত হন ৷ এসব দেখেই বৈশাখীর মনে হয়েছে দুর্নীতির নেপথ্যে ছিলেন পার্থই ৷

অন্য একটি প্রসঙ্গে বৈশাখী বলেন, "শিক্ষা সংক্রান্ত বিষয়ে পার্থ কারও কথা শুনতেন না ৷ নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভাবতেন ৷ ক্ষমতার অপব্যবহার করে শিক্ষাক্ষেত্রকে একা নিয়ন্ত্রণ করেছেন পার্থ ৷" আক্রমণের পাশাপাশি নিজের একটি আক্ষেপের কথাও জানান বৈশাখী ৷ তিনি বলেন, "ভাবলেও খারাপ লাগে 2016 সালে পার্থই আমায় রাজনীতিতে নিয়ে আসেন ৷ সে সময় তিনি বলেছিলেন শিক্ষাক্ষেত্রে দুর্নীতির রমরমা আছে ৷ তাই ভালো লোকের প্রয়োজন!"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.