ETV Bharat / city

Baby dinosaur: ফাঁকা সৈকতে ছুটছে খুদে ডাইনোসরের দল ! ভাইরাল ভিডিয়োয় হইচই

author img

By

Published : May 8, 2022, 12:03 PM IST

ফাঁকা সৈকতে ছুটছে 'খুদে ডাইনোসর'-এর দল (Baby dinosaur)! ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায় (Video gets Viral)৷

"Baby Dinosaurs" running on A Beach, Video gets Viral
ফাঁকা সৈকতে ছুটছে খুদে ডাইনোসর ! ভাইরাল ভিডিয়োয় হইচই

কলকাতা, 8 মে: খাঁ খাঁ করছে সৈকত ৷ আর তার উপর দিয়ে ছুটে বেড়াচ্ছে একদল 'খুদে ডাইনোসর' (Baby dinosaur)৷ এমনই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ! আর তাই দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের ৷ এই ভিডিয়ো রীতিমতো হইচই ফেলে দিয়েছে মানুষের মধ্যে (Video gets Viral)৷

গত 5 মে বুইটেনজেবিয়েডেন নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "এই ভিডিয়ো আমাকে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ করে দিয়েছে ৷" ভিডিয়োতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ছুটে বেড়াচ্ছে দীর্ঘ গলার খুদে ডাইনোসরের মতো দেখতে একদল প্রাণী ৷ 14 সেকেন্ডের এই ভিডিয়ো দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেট নাগরিকরা ৷ ভিডিয়োটির কমেন্টে কেউ লিখেছেন, "এটা দারুণ ৷ আমিও ভিডিয়োটি দেখে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ৷" কেউ আবার এগুলিকে ডাইনোসর ভেবে লিখেছেন, "ওরা এখনও আছে ?"

আরও পড়ুন: Shashi chats with Supriya at Lok Sabha: লোকসভায় ফারুকের ভাষণকালে একান্তে শশী-সুপ্রিয়া, ভিডিয়ো ভাইরাল

তবে এই ভিডিয়োতেই (Viral video) অনেকে কমেন্ট বক্সে স্পষ্ট করে দেন যে, এগুলি হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসর নয় ৷ এই প্রাণীগুলি আসলে প্রসিওনিডি স্তন্যপায়ী পরিবারের সদস্য ৷ এদের বলে কোয়াটিস ৷ এগুলি কোয়াটিমুন্ডিস নামেও পরিচিত ৷ দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো ও দক্ষিণ-পশ্চিম আমেরিকায় এদের বাস ৷ ব্রাজিলের টিউপিয়ান ভাষা থেকে এসেছে কোয়াটিমুন্ডি শব্দটি ৷

টুইটারে এই ভিডিয়োটি তুমুল সাড়া ফেলেছে ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় এক কোটি মানুষ এটি দেখে ফেলেছেন ৷ ভিডিয়োটি লাইক করেছেন প্রায় 50,000 মানুষ ৷ এক ইউজার লিখেছেন, "দেখে মনে হচ্ছে জুরাসিক পার্ক দেখছি !"

কলকাতা, 8 মে: খাঁ খাঁ করছে সৈকত ৷ আর তার উপর দিয়ে ছুটে বেড়াচ্ছে একদল 'খুদে ডাইনোসর' (Baby dinosaur)৷ এমনই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ! আর তাই দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের ৷ এই ভিডিয়ো রীতিমতো হইচই ফেলে দিয়েছে মানুষের মধ্যে (Video gets Viral)৷

গত 5 মে বুইটেনজেবিয়েডেন নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "এই ভিডিয়ো আমাকে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ করে দিয়েছে ৷" ভিডিয়োতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ছুটে বেড়াচ্ছে দীর্ঘ গলার খুদে ডাইনোসরের মতো দেখতে একদল প্রাণী ৷ 14 সেকেন্ডের এই ভিডিয়ো দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেট নাগরিকরা ৷ ভিডিয়োটির কমেন্টে কেউ লিখেছেন, "এটা দারুণ ৷ আমিও ভিডিয়োটি দেখে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ৷" কেউ আবার এগুলিকে ডাইনোসর ভেবে লিখেছেন, "ওরা এখনও আছে ?"

আরও পড়ুন: Shashi chats with Supriya at Lok Sabha: লোকসভায় ফারুকের ভাষণকালে একান্তে শশী-সুপ্রিয়া, ভিডিয়ো ভাইরাল

তবে এই ভিডিয়োতেই (Viral video) অনেকে কমেন্ট বক্সে স্পষ্ট করে দেন যে, এগুলি হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসর নয় ৷ এই প্রাণীগুলি আসলে প্রসিওনিডি স্তন্যপায়ী পরিবারের সদস্য ৷ এদের বলে কোয়াটিস ৷ এগুলি কোয়াটিমুন্ডিস নামেও পরিচিত ৷ দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো ও দক্ষিণ-পশ্চিম আমেরিকায় এদের বাস ৷ ব্রাজিলের টিউপিয়ান ভাষা থেকে এসেছে কোয়াটিমুন্ডি শব্দটি ৷

টুইটারে এই ভিডিয়োটি তুমুল সাড়া ফেলেছে ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় এক কোটি মানুষ এটি দেখে ফেলেছেন ৷ ভিডিয়োটি লাইক করেছেন প্রায় 50,000 মানুষ ৷ এক ইউজার লিখেছেন, "দেখে মনে হচ্ছে জুরাসিক পার্ক দেখছি !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.